Bengali Word sight 1English definition [সাইট্] (noun) ১ [uncountable noun] দৃষ্টিশক্তি: He has lost his sight, দৃষ্টিশক্তি হারিয়েছেন, অর্থাৎ, অন্ধ হয়ে গেছেন।
know somebody by sight, কাউকে শুধু মুখ দেখে চেনা, অর্থাৎ, পরিচয় হয়নি।
second sight, দ্রষ্টব্য second 1 (১).
(২) [uncountable noun] কিন্তু কখনো কখনো indefinite article- সহযোগে) দেখা: We had to wait another three days at sea for our first sight of land.
catch sight of; have/get a sight of দেখতে পাওয়া: If you ever catch sight of Ramiz Miah anywhere, call the police.
keep sight of; keep somebody/something in sight কাছাকাছি থাকা যাতে দেখা যায় বা লক্ষ রাখা যায়; চোখে চোখে রাখা।
lose sight of আর দেখতে না-পাওয়া; আর মন দিতে না-পারা; ভুলে যাওয়া: In a minute I lost sight of the balloon.
We must not lose sight of the fact that the times are changing.
at/on sight দেখামাত্র: a draft payable at sight.
The police had orders to shoot at sight.
at first sight প্রথম দেখায়; বিচার, বিবেচনা ইত্যাদি ছাড়াই: At first sight the documents seemed forged.
love at first sight.
প্রথম দর্শনেই প্রেম।
at (the) sight of দেখে; দেখতে পেয়ে: The gangsters ran off at the sight of the police.
(৩) দৃষ্টিসীমা; দৃষ্টিক্ষেত্র: in/within/out of (one’s) sight; দৃষ্টিসীমার ভিতরে/বাইরে: A peaceful settlement of the gulf crisis is not yet in sight.
in/within/out of sight of something (দর্শনকারী) যেখান থেকে কোনোকিছু দেখা যায়/যায় না: We were still within/out of sight of the shore, আমরা তখনো তীর দেখতে পাচ্ছিলাম/পাচ্ছিলাম না।
come in to/go out of sight দৃষ্টিসীমার ভিতরে আসা/বাইরে চলে যাওয়া।
keep out of sight চোখের অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থাকা।
keep out of somebody’s sight কারো চোখের বাইরে থাকা, অর্থাৎ দৃষ্টিগোচর না- হওয়া।
(৪) [uncountable noun] অভিমত; দৃষ্টিভঙ্গি: All men are equal in the sight of God.
Do what is right in your own sight.
(৫) [countable noun] দর্শনীয় বস্তু; (plural) কোনো স্থান বা এলাকার দর্শনীয় বস্তুসমূহ: The Tajmahal is one of the sights of the world.
see the sights of Dhaka.
এর থেকে, sight-seeing (noun) দর্শনীয় স্থান ইত্যাদি ঘুরে ঘুরে দেখা।
sightseer [সাইট্সীআ(র্)] (noun) যে ব্যক্তি দর্শনীয় স্থানাদি ঘুরে ঘুরে দেখেন।
a sight for sore eyes যে ব্যক্তি বা বস্তুকে দেখলে দুই চোখ জুড়িয়ে যায়।
(৬) a sight (কথ্য) যে ব্যক্তি বা বস্তুকে দেখলে হাসি পায় যা কটু কথা ওঠে: What a sight you are! তোমাকে দেখে হাসি পাচ্ছে।
(৭) [countable noun] (প্রায়ই plural) রাইফেল, টেলিস্কোপ ইত্যাদি ব্যবহারকালে নিশানা বা লক্ষ্য স্থির করতে সহায়ক হয় এমন কল: the sights of a rifle; এ রকম কলের সাহায্যে স্থির করা নিশানা বা পর্যবেক্ষণ ক্ষেত্র: take a careful sight before firing; take a sight with a compass.
(৮) a sight (অপশব্দ) বিপুল পরিমাণ: It cost me a sight of money.
He’s a sight (adverbial= অত্যন্ত) too clever to be outdone by his rival in politics.
not by a long sight কাছাকাছিও নয়।
- sighted (suffix) (adjective- সহ) দৃষ্টিসম্পন্ন: far-sighted, দূরদৃষ্টিসম্পন্ন।
Bengali Word sight 2English definition [সাইট্] (verb transitive) ১ (বিশেষত কাছে এসে) দেখতে পাওয়া: After weeks at sea, we sighted land.
(২) (টেলিস্কোপ বা দূরবীক্ষণে) দৃষ্টিসহায়ক কল ব্যবহার করে (নক্ষত্র ইত্যাদি) পর্যবেক্ষণ করা; (বন্দুকের) দৃষ্টিসহায়ক কল ঠিকমতো লাগানো; (বন্দুক ইত্যাদিতে) দৃষ্টিসহায়ক কল লাগানো।
sighting (noun) কোনোকিছু দৃষ্টিগোচর হওয়ার উপলক্ষ্য বা সময়; new sightings of the Ramgar tiger.
Bengali Word sightlessEnglish definition [সাইট্লিস্] (adjective) দৃষ্টিহীন; অন্ধ।
Bengali Word foresightEnglish definition [ফোসাইট্] [noun] [uncountable noun] দূরদর্শিতা; দূরদৃষ্টি।
Bengali Word oversight English definition [ওউভাসাইট্] (noun) ১ [Uncountable noun] (অমনোযোগ বা অসাবধানতাবশত) কোনোকিছু চোখ এড়িয়ে যাওয়া; [countable noun] এরূপ ভুলের দৃষ্টান্ত।
(২) সজাগ দৃষ্টি; সতর্ক বা সতত পর্যবেক্ষণরত সেবা: under the oversight of a nurse.