s পৃষ্ঠা ৪২
- English Word someway Bengali definition [সাম্ওএই] (adverb) (America(n) কথ্য)= somehow.
- English Word somewhat Bengali definition [সাম্ওআট্ America(n) সাম্হোঅট্] (adverb) (১) কিছুটা: I was somewhat disappointed. They arrived somewhat late. (২) somewhat of কিছু পরিমাণে: He is somewhat of a liar.
- English Word somewhere Bengali definition [সাম্ওএআ(র্) America(n) সামহোএআ(র্)] (adverb) কোনো এক জায়গায়, কোথাও: It must be somewhere near here, এখানেই কোথাও হবে।
- English Word somnambulism Bengali definition [সম্ন্যাম্রিউলিজাম্] (noun) [uncountable noun] নিদ্রিত অবস্থায় হেঁটে বেড়ানো; স্বপ্নচারিতা। somnambulist [সম্ন্যাম্রিউলইস্ট্] (noun) স্বপ্নচারী।
- English Word somnolent Bengali definition [সম্নালান্ট্] (adjective) নিদ্রালু; নিদ্রিতপ্রায়; নিদ্রাকর। somnolently (adverb) somnolence (noun) [uncountable noun] নিদ্রালুতা।
- English Word son Bengali definition [সান্] (noun) (১) পুত্র; ছেলে। the Son of God; the Son of Man যিশুখ্রিষ্ট। the sons of men মানবজাতি। son-in-law (noun) জামাতা; জামাই। (২) (বয়োজ্যেষ্ঠ কর্তৃক তরুণকে; ধর্মযাজক কর্তৃক অনুতপ্ত শরণার্থীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়): my son. (৩) son of উল্লিখিত গুণ, চারিত্র্য, বৈশিষ্ট্য ইত্যাদির অধিকারী ব্যক্তি; সন্তান: sons of freedom, পূর্বপুরুষের কাছ থেকে যারা স্বাধীনতার উত্তরাধিকার লাভ করেছে; স্বাধীনতার সন্তানেরা; a son of the soil, যে কৃষিকাজের পৈতৃক পেশা গ্রহণ করেছে; মাটির সন্তান।
- English Word sonar Bengali definition [সোনা:(র্)] (noun) প্রতিফলিত শব্দতরঙ্গের সাহায্যে পানিতে ডোবা বস্তুর সন্ধান ও অবস্থান নির্ণয় করার যন্ত্র।
- English Word sonata Bengali definition [সানা:টা] (noun) এককভাবে পিয়ানো কিংবা যৌথভাবে পিয়ানো ও বেহালার জন্য রচিত এবং তিন বা চার পর্যায়বিশিষ্ট যন্ত্রসংগীত।
- English Word song Bengali definition [সঙ্ America(n) সোঙ্] (noun) (১) গায়ন; কণ্ঠসংগীত; She burst into song; the song of the birds. songbird (noun) গায়কপাখি। (২) [uncountable noun] কাব্য: renowned in song, কাব্যে বিখ্যাত। (৩) [countable noun] সুরারোপিত ছোট কবিতা, গান: She was singing a Tagore song. song-book (noun) গানের বই। buy something for a song/an old song পানির দরে কেনা। go for a song পানির দরে বেচা। nothing to make a song and dance about (কথ্য) আহামরি কিছু নয়। a song and dance (কথ্য) অকারণ হৈ চৈ। songster [সঙস্টা(র্)] (noun) গায়ক; গায়কপাখি। songstress [সঙস্ট্রিস্] (noun) গায়িকা।
- English Word sonic Bengali definition [সনিক্] (adjective) ধ্বনি, ধ্বনিতরঙ্গ বা ধ্বনির গতিবেগ-বিষয়ক: a sonic ban g/boom, বিমান কর্তৃক ধ্বনির গতিবেগ অতিক্রমকালে সৃষ্ট শব্দ।
- English Word sonnet Bengali definition [সনিট] (noun) চতুর্দশপদী বা চৌদ্দ লাইনের কবিতা; সনেট। sonneteer [সনিটিআ(র্)] (noun) (সাধারণত তুচ্ছার্থে) সনেট-রচয়িতা।
- English Word sonny Bengali definition [সানি] (noun) অল্পবয়সী ছেলেকে ডাকার প্রচলিত রূপ।
- English Word sonorous Bengali definition [সানোরাস্] (adjective) (১) ধ্বনিময়; সুললিত: a sonorous voice. (২) (শব্দ, ভাষা) মনোরম, স্বাতন্ত্র্যময়: sonorous titles ; a sonorous style of writing. sonorously (adverb) sonority [সানরাটি America(n) সানোর্টি] (noun)
- English Word sonsy Bengali definition [সন্সি] (adjective) (scot): a sonsy lass, গোলগাল হাসিখুশি মেয়ে।
- English Word soon Bengali definition [সূন্] (adverb) (১) অবিলম্বে; অল্পকিছুক্ষণের মধ্যে (শব্দটি verb- সহ বাক্যের মাঝখানে, অথবা too, very, quite দ্বারা বিশেষিত হলে বাক্যের শেষে বসতে পারে) : He will soon be here. He will be here very soon. soon after অল্পকাল বা কিছুক্ষণ পর: They arrived soon after five. (২) সত্বর; তাড়াতাড়ি: How soon can you be ready? Why do you want to leave so soon? (৩) as/so soon as যেইমাত্র; যখনি: I will ask him to go and see you as soon as he comes here. no sooner ...than যেইমাত্র; অমনি; সঙ্গে সঙ্গে: They had no sooner left the station than the accident occurred. (৪) (দ্বৈত তুলনায়) : The sooner you begin, the soon you will finish. sooner or later একদিন আগে, না হয় একদিন পরে; আজই হোক কিংবা কালই হোক; একদিন না একদিন। (৫) (তুলনা বুঝিয়ে) (just) as soon (as) সমান আগ্রহে: I would (just) as soon stay at home as go to the airport to receive him. sooner than তার চেয়ে; বরং: I would sooner resign than apologize to him for what I have said. as soon as not সানন্দে; সাগ্রহে: I would do the thing as soon as not.
- English Word soot Bengali definition [সুট্] (noun) [Uncountable noun] ধোঁয়ার কালির গুঁড়া; ঝুল: covered with soot from factory chimneys, ঝুলে ঢাকা; কালির গুঁড়ার মতো । □ (verb transitive) ঝুলে ঢেকে ফেলা।
- English Word sooth Bengali definition [সূথ] (noun) (পুরাতনী) সত্য। in sooth বাস্তবিকপক্ষে; সত্যিসত্যি। sooth-sayer [সেইআর(র)] (noun) ভবিষ্যদ্বক্তা; গণক।
- English Word soothe Bengali definition [সূদ্] (verb transitive) (১) (কাউকে, কারো ক্রোধ, অস্থিরতা ইত্যাদিকে) শান্ত বা প্রশমিত করা: soothe a crying baby; soothe somebody’s anger. (২) (যন্ত্রণা) উপশম করা: soothe an aching tooth; a soothing lotion for burns. soothingly (adverb)
- English Word sop Bengali definition [সপ্] (noun) (১) দুধ, ঝোল প্রভৃতিতে ভিজানো রুটি ইত্যাদির টুকরা। (২) a sop to somebody, বিক্ষোভ, ঝামেলা ইত্যাদি এড়ানোর জন্য কিংবা সাময়িকভাবে খুশি করা বা খুশি রাখার জন্য প্রদত্ত উপহার বা ঘুষ: (throw) a sop to Cerberus, অসুবিধা সৃষ্টিকারী ব্যক্তিকে নিবৃত্ত বা খুশি করার জন্য কিছু করা। □ (verb transitive) (দুধ, ঝোল প্রভৃতিতে রুটি ইত্যাদি) ভিজানো। sop something up ভিজিয়ে (পানি ইত্যাদি) তুলে নেওয়া: sop up water with a towel. sopping (adjective), (adverb) সিক্ত; ভেজা: sopping clothes.
- English Word sophism Bengali definition [সফিজাম্] (noun) [countable noun, uncountable noun] ঠকানোর জন্য ব্যবহৃত মিথ্যা যুক্তি; কুতর্ক বা কূটতর্ক।
- English Word sophist Bengali definition [সফিস্ট্] (noun) যে ব্যক্তি চতুর কিন্তু বিভ্রান্তিকর যুক্তি ব্যবহার করে; কূটতার্কিক।
- English Word sophisticated Bengali definition [সাফিস্টিকেইটিড্] (adjective) (১) সহজাত সারল্য হারিয়ে দুনিয়াদারি শিখেছে এমন; দুনিয়াদারি প্রদর্শন করে এমন: a sophisticated young woman. (২) জটিল; অত্যাধুনিক: sophisticated weapons. (৩) (মানসিক ক্রিয়া) পরিশীলিত; জটিল; সূক্ষ্ম: a sophisticated argument. sophistication [সাফিসটিকেইশ্ন্] (noun)
- English Word sophistry Bengali definition [সফিস্ট্রি] (noun) [uncountable noun] কুতর্ক বা কূটতর্কের ব্যবহার; [countable noun] এর দৃষ্টান্ত; কূটতর্ক।
- English Word sophomore Bengali definition [সফামো(র্)] (noun) (America(n)) চতুর্বার্ষিক কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র বা ছাত্রী।
- English Word soporific Bengali definition [সপারিফিক্] (noun), (adjective) নিদ্রাকর (পদার্থ, পানীয় ইত্যাদি)।
- English Word sopping Bengali definition [সপিঙ্] (adjective) দ্রষ্টব্য sop
- English Word soppy Bengali definition [সপি] (adjective) (১) ভীষণ ভেজা। ২ (কথ্য) অত্যন্ত ভাবপ্রবণ; ছিঁচকাঁদুনে।
- English Word soprano Bengali definition [সাপ্রা:নোউ America(n) সাপ্র্যান্উ] (noun), (adjective) উচ্চগ্রাম বা উচ্চসপ্তক বা তারায় বাঁধা মহিলা, বালিকা ও বালককণ্ঠ; এ রকম কণ্ঠের অধিকারী (মহিলা, বালিকা বা বালক)।
- English Word sorbet Bengali definition [সোবাট্] (noun) (অপিচ, America(n)) sherbet: a/some blackcurrant sorbet.
- English Word sorcerer Bengali definition [সোসারা(র্)] (noun) জাদুকর। sorceress [সোসারিস্] (noun) জাদুকরী। sorcery [সোসারি] (noun) [uncountable noun] জাদু; মায়াবিদ্যা; (plural) জাদুর নিদর্শন; জাদুর খেল।