• Bengali Word soft English definition [সফ্‌ট্ America(n) সোফ্‌ট্‌] (adjective) ১ (hard- এর বিপরীত) নরম: soft soil; a soft bed.
    a soft landing অবতরণযান বা অবতরণস্থলের কোনো ক্ষতি না-হয় এমন অবতরণ (চন্দ্রপৃষ্ঠে মহাশূন্যযান যেভাবে অবতরণ করে)। এর থেকে, softland (verb intransitive) এভাবে অবতরণ করা। (২) (উপরিভাগ) মসৃণ ও কোমল: soft fur; as soft as velvet. (৩) (আলো, রং) চোখধাঁধানো নয়; স্নিগ্ধ: The soft light of the moon. (৪) ( ধ্বনি) অনুচ্চ; মৃদু:in a soft voice. (৫) (রূপরেখা) অস্পষ্ট। (৬) (প্রত্যুত্তর, শব্দ ইত্যাদি) ভদ্র; বিনীত; a soft answer; have a soft tongue. (৭) (বায়ু, আবহাওয়া) মৃদুমন্দ; স্নিগ্ধ: a soft breeze; soft weather. (৮) (পানি) খনিজ লবণযুক্ত: as soft as rainwater. (৯) (কতিপয় ধ্বনি সম্বন্ধে) স্পর্শবর্ণ নয়: C is soft in ‘city’ and hard in ‘cat’. (১০) সহজ: a soft job. (অপশব্দ) সহজ, মোটা বেতনের চাকরি। (১১) শিথিল; দুর্বলচিত্ত: Your muscles have got soft through lack of exercise. a soft generation, দুর্বলচিত্ত তরুণেরা। (১২) সহানুভূতিশীল; বিবেচক: a soft heart. have a soft spot for somebody কারো জন্য দুর্বলতা, অর্থাৎ, স্নেহ, মমতা, অনুরাগ ইত্যাদি পোষণ করা। (১৩) (কথ্য) দুর্বলমনা: He is not as soft as he looks. He is soft about the girl. (১৪) (যৌগশব্দে বিবিধ প্রয়োগ): soft-boiled (adjective) (ডিম) হালকা-সিদ্ধ। softcoal (noun) যে কয়লা হলুদ, ধোঁয়াটে শিখা নিয়ে জ্বলে। soft currency (noun) যে মুদ্রা সোনা কিংবা চাহিদা বেশি এমন অন্য কোনো মুদ্রার সঙ্গে বিনিময় করা যায় না। softdrink (noun) [countable noun] সুরাসার বা কোহল নেই, অর্থাৎ নেশা হয় না এমন পানীয়, যেমন ফলের রস, শরবত। soft drug (noun) [countable noun] (হেরোইন জাতীয় কড়া মাদকের বিপরীতে মারিজুয়ানাজাতীয়) মৃদু-গুণ মাদক। soft-footed (adjective) (ব্যক্তি) মৃদুচরণে চলে এমন। soft-headed (adjective) কোমলমস্তিষ্ক; বোকা; গবা। softhearted (adjective) কোমলহৃদয়; দয়ালু; সহানুভূতিশীল। soft option (noun) সহজ বিকল্প। soft palate (noun) তালুর পিছনের অংশ। soft-pedal (verb intransitive), (verb transitive) কোমল ঘাটের চাবি টেনে/প্যাডেল চালিয়ে (বাজনা, পিয়ানো) বাজানো; (লাক্ষণিক) (বিবৃতি ইত্যাদিকে) অপেক্ষাকৃত অস্পষ্ট বা অনিশ্চিত রূপ প্রদান করা। softsoap (noun) পটাশ দিয়ে তৈরি অর্ধ-তরল সাবান; (লাক্ষণিক) স্তুতিবাদ! soft-soap (verb transitive) স্তাবকতা করা; তোষণ করা। soft-solder (verb transitive) সহজে গলে বা মিশে যায় এমন ধাতুতে ব্যবহৃত রাংঝাল বা সোলডার। soft-solder (verb transitive) এ রকম সহজে দ্রবণীয় ধাতু দিয়ে ঝালাই করা। soft-spoken (adjective) মৃদুভাষী। software (noun) (কম্পিউটার-যন্ত্রাংশের বিপরীতে) কম্পিউটারের কাজ করার জন্য ব্যবহৃত সাংকেতিক তথ্যপুঞ্জ, নির্দেশাবলি ইত্যাদি; দ্রষ্টব্য hard 1 (৯) শিরোনামে hardware। soft-witted (adjective) বোকাটে। softwood (noun) [countable noun, uncountable noun] যে কাঠ সহজে চেরা যায়; নরম কাঠ। softish [সফ্‌টইশ্‌] (adjective) কিছুটা নরম; নরমভাবাপন্ন। softly (adverb) মৃদু বা কোমলভাবে: speak softly. softness (noun) softy (noun) বোকা লোক; দুর্বল লোক।