• Bengali Word very 1 English definition [ভেরি] (attributive(ly)), (adjective) ১ (‘ঠিক এইটিই, অন্যকিছু নয়’ এই ভাব প্রকাশ করে।
      বাংলায় অনেক সময়ে গুরুত্বসূচক ‘ই’ দিয়ে এই অর্থ প্রকাশিত হয়। নিচের দৃষ্টান্তগুলো লক্ষণীয়): At that very instant he showed up, ঠিক সেই মুহূর্তে; He is the very type of a dedicated teacher, একেবারে খাঁটি আদর্শ; This is the very boy I saw yesterday, ঠিক এই ছেলেটিকেই। (২) চরম; একদম; একেবারে: at the very beginning/end. (৩) (গুরুত্বসূচক; বাংলায় ‘ই’-র সমতুল্য): The very idea of writing to him was disgusting, তাঁর কাছে লেখার চিন্তাটাই...; I guessed his very intentions, তাঁর গূঢ় উদ্দেশ্যগুলি।
    • Bengali Word very 2 English definition [ভেরি] (adverb) ১ অতি; অত্যন্ত; অতিশয়; ভারী; খুব।
      very well (প্রায়ই মতৈক্য বা অনুমতি সূচিত করে) ঠিক আছে; খুব ভালো কথা: Very well, as you like. (২) (superlative বা ‘own’ -এর সঙ্গে) সর্বোচ্চ মাত্রায়: the very last to leave, একদম সব শেষতম; with the very best intentions; May I have it for my very own? আমার একান্ত নিজস্ব বলে।
    • Bengali Word Very, Verey English definition [ভেরি] (adjective) Verylight (Proprietary name) ভেরি পিস্তল থেকে উৎক্ষিপ্ত সংকেতসূচক (যেমন কোনো জাহাজ থেকে বিপদের সংকেত) রঙিন অগ্নিশিখা; ভেরি আলোক।
    • Bengali Word every English definition [এভরি] (adjective) (singular noun-এর attributive(ly) ব্যবহার; all- এর plural, noun- এর ব্যবহারের সঙ্গে তুলনীয়)।
      (১) তুলনীয় every এবং each every ব্যবহারের সময়ে কোনো পুরো ব্যাপারের সকল এককের দিকে খেয়াল রাখা হয়, অন্যদিকে each ব্যবহারের সময় একটি এককের দিকে খেয়াল রাখা হয়: Every boy in the class (=all the boys) passed the examination. (২) all এবং plural noun-এর স্থলে ব্যবহার করা যায় না: He enjoyed every minute of his holiday. (৩) (abstract noun- এর সঙ্গে ব্যবহৃত) যথাসম্ভব; পুরোপুরি: He has every reason to do that... (৪) পরিমাণবাচক ও অবস্থানজ্ঞাপক সংখ্যা, এবং other ও few এর সঙ্গে ব্যবহৃত হয়; ঘটনা পরম্পরা অথবা বিরতি বোঝানোর জন্য। every now and then/again মাঝে মাঝে; সময় সময়। (৫) (all + proprietary name-এর পরিবর্তে) : He tries to meet her every wish. (৬) (বাক্যাংশে) every bit সম্পূর্ণ। every time (ক) সর্বদা: He quarrels every time. (খ) যখনই: Every time she visits me, she comes with this request. every one of them/us/you প্রত্যেকেই। in every way সর্বতোভাবে: He is in every way better than she. everybody [এভরিবডি]; everyone [এভরি ওয়ান] (pronoun) প্রত্যেক ব্যক্তি: in a small town every one knows every one else. every day [এভরিডেই] (comparative ও superlative -এর পরে attributive(ly) কেবল) প্রাত্যহিক; নিত্যনৈমিত্তিক; every day affairs. everyplace (America(n)) (কথ্য) সর্বত্র। everything [এভরিথিং] (pronoun) (ক) সবকিছু: He told me everything.(খ) (predicative(ly) সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু: She’s wealthy, no doubt, but wealth is not everything. everywhere [এভরিওয়েআ(র্‌) (adverb) সর্বত্র: He moves everywhere.
    • Bengali Word bravery English definition [ব্রেইভ্‌রি] [Uncountable noun] ১ সাহস; সাহসিকতা; নির্ভীকতা।
      (২) (পুরাতনী) সুদৃশ্য পোশাক বা সাজসজ্জা।