• Bengali Word show English definition [শো] (noun) ১ [uncountable noun, countable noun] প্রদর্শন: by (a) show of hands.
    হাত তুলে (ভোট)। (২) [countable noun] প্রদর্শনী; প্রেক্ষণিকা: a flower/cattle show; the Lord Mayor’s show লন্ডনে নতুন লর্ড মেয়র অভিষিক্ত হওয়ার পরে অনুষ্ঠিত শোভাযাত্রা। on show প্রদর্শিত হচ্ছে এমন। (৩) [countable noun] (কথ্য) স্বাভাবিক প্রদর্শনী; দর্শনীয় বস্তু; সমারোহ: a fine show of blossom in the garden. (৪) [countable noun] (কথ্য) সার্কাস, নাটক, বেতার, টিভি প্রভৃতি গণবিনোদন; বিনোদন অনুষ্ঠান: This is the best show I’ve ever seen. show-business, (কথ্য) show-biz [শো-বিজ্] (noun) বিনোদন-ব্যবসা। (৫) [countable noun] (কথ্য) কার্যনির্বাহ; অনুষ্ঠান (নাটকসংক্রান্ত নয়): put up a good show, কৃতিত্বের সঙ্গে (কিছু) করা; a poor show, নিকৃষ্টভাবে সম্পাদিত কোনোকিছু। steal the show সমগ্র মনোযোগ আকর্ষণ করা; মনকাড়া। good show! (অনুমোদনসূচক) বেড়ে/খাসা হয়েছে!৬ [countable noun] (কথ্য) সংগঠন; উদযোগ; ব্যবসা; ঘটনা; ব্যাপার: He is running the whole show, তিনিই নাটের গুরু। give the (whole) show away কী করা হচ্ছে কিংবা পরিকল্পনা হয়েছে তা জানিয়ে দেওয়া; সব ফাঁস করে দেওয়া। (৭) (শুধু singular; সেকেলে কথ্য প্রয়োগ) কিছু করার, আত্মপক্ষ সমর্থন ইত্যাদির সুযোগ: Give me a fair show. (৮) বাহ্য চেহারা; আভাস; with a show of reason. (৯) [uncountable noun] ঘটা; আড়ম্বর; সমারোহ; জাঁক: a car bought for show, not for use. (১০) (যৌগশব্দ) show-boat (বিশেষত মিসিসিপি নদীতে) বাষ্পীয় পোত, যাতে নাটক মঞ্চস্থ হতো; নাট্যতরি। showcase (noun) দোকান, জাদুঘর ইত্যাদি স্থানে বিবিধ দ্রব্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য দুই পাশে সামনে এবং (অথবা) উপরে কাচ-লাগানো আধারবিশেষ; (লাক্ষণিক) বিশেষত নতুন কোনো বস্তুর বিশেষ প্রদর্শনী; প্রদর্শশালিকা। showdown (noun) (কথ্য) নিজের শক্তি, অভিপ্রায় ইত্যাদি বিষয়ে সম্যক ও অকপট ঘোষণা; চরমশক্তিপরীক্ষা: call for a show-down. showgirl (noun) গীতিনাট্য, নাটিকা ইত্যাদিতে যে মেয়ে নাচে, গায় কিংবা শুধুই শোভাবর্ধন করে; শোভাঙ্গনা। showjumping (noun) বেড়া, প্রতিবন্ধক প্রভৃতির উপর দিয়ে অশ্বধাবনে নৈপুণ্য প্রদর্শন; প্রদর্শলম্ফ। showman [শোমন্] (noun) (plural showmen) (ক) গণবিনোদনের (বিশেষত সার্কাসের) সংগঠক; বিনোদনকোবিদ। (খ) (বিশেষত সামাজিক- রাজনৈতিক জীবনে) যে ব্যক্তি নিজের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য প্রচারণা ইত্যাদির আশ্রয় নেয়; প্রদর্শনকোবিদ। showmanship [শোমান্‌শিপ্‌] (noun) (নিজের বিক্রেয় পণ্য ইত্যাদির প্রতি) সাধারণের দৃষ্টি-আকর্ষণ করার ক্ষমতা বা কৌশল; প্রদর্শননৈপুণ্য show-place (noun) পর্যটকরা যে স্থান দর্শন করতে যান; দর্শনীয় স্থান। show-room/-window (noun) যে কক্ষে/জানালায় প্রদর্শন, পরিদর্শন ইত্যাদি উদ্দেশ্যে পণ্যসামগ্রী রক্ষিত হয়; প্রদর্শকক্ষ। showy (adjective) (showier, showiest) আকর্ষণীয়; মনোমুগ্ধকর; নয়নাভিরাম; (প্রায়ই অবজ্ঞাসূচক) অতি জমকালো; অতিমণ্ডিত; অতিবর্ণাঢ্য: showy flowers, যেমন কোনো কোনো জাতের ডালিয়া; a showy dress; showy patriotism, লোকদেখানো দেশপ্রেম। showily [শোইলি] (adverb) আকর্ষণীয়রূপে, জাঁকালোরূপে ইত্যাদি। showiness (noun) প্রদর্শনপ্রিয়তা; প্রদর্শনেচ্ছা।