• Bengali Word cartridge English definition [কা:ট্রিজ্‌] (noun) ১ (বিস্ফোরণের জন্য) শুধু বিস্ফোরকপূর্ণ কিংবা (রাইফেল বা বন্দুক থেকে বর্ষণের জন্য) বুলেট বা গুলিসহ বিস্ফোরকপূর্ণ (ধাতু, পিচবোর্ড ইত্যাদির) আধার; টোটা; কারতুজ।
    দ্রষ্টব্য blank (noun)(৪)। cartridge-belt (noun) কারতুজবেল্ট। cartridge-paper (ক) টোটার খোলস তৈরিতে ব্যবহৃত কাগজবিশেষ; কারতুজ-কাগজ। (খ) পেনসিল ও কালিতে ছবি আঁকার মোটা, সাদা কাগজবিশেষ। (২) ( রেকর্ড প্লেয়ারে) শব্দগ্রাহক যন্ত্রাংশের বিয়োজনযোগ্য শীর্ষ, যার মধ্যে কুর্চিকা (স্টাইলাস) থাকে; সম্পুটক। (৩) (America(n)) ক্যাসেট।