• Bengali Word load 1 English definition [লোউড্] (noun) [countable noun] ১ বোঝা; (লাক্ষণিক) দায়িত্বের বোঝা; গুরুদায়িত্ব।
    take a load off somebody’s mind কাউকে চিন্তামুক্ত করা। loads of (কথ্য) প্রচুর: loads of enemies. load-line (noun)= plimsoll line. জাহাজের মালবহন ক্ষমতাসম্পর্কিত চিহ্ন। (২) গরু অথবা ঘোড়ার গাড়ির মালবহনের পরিমাণ: three truck loads of jute. (৩) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত অথবা বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুতের পরিমাণ। load-shedding (noun) লোডশেডিং; বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া।