• Bengali Word ram English definition [র‌্যাম্] (noun) ১ পুরুষ মেষ; ভেড়া।
    (২) প্রচণ্ড শক্তি বা ধাক্কার জোরে পাইপ, খুঁটি ইত্যাদি বসানোর যন্ত্র বা কৌশল; পানি পাম্প করে উঠানোর যন্ত্র। (৩) প্রাচীর ভাঙতে ঢেঁকি আকারের যন্ত্রবিশেষ। (৪) শত্রু জাহাজকে গুঁতা মেরে ফুটা করে দেওয়ার উদ্দেশ্যে জাহাজের মাথায় স্থাপিত ধাতব ও তীক্ষ্ণ ঠোঁট। (৫) Ram (জ্যোতির্বিদ্যা) মেষরাশি।