• Bengali Word whistle English definition [উইস্‌ল্ America(n) হুইস্‌ল্] (noun) ১ (অকম্পিত) শিসধ্বনি; সিটি বা হুইস্‌ল্; বাঁশি, কোনো-কোনো পাখির সুরেলা ধ্বনি (যেমন শ্যামার গান): The whistle of a steam-engine.
    whistle-stop (noun) (America(n)) (রাজনীতিবিদের) নির্বাচনী সফরকালে সংক্ষিপ্ত যাত্রাবিরতি: a whistle-stop tour. (২) যে যন্ত্রের সাহায্যে এরকম শিসধ্বনি সৃষ্টি করা হয়; হুইসল, বাঁশি: The referee’s whistle. (৩) wet one’s whistle (অপশব্দ) (কিঞ্চিৎ) মদপান করা; গলা ভিজিয়ে নেওয়া। □ (verb intransitive), (verb transitive) (১) শিসধ্বনি করা; হুইস্ল্ বা বাঁশি বাজানো; শিস দেওয়া; The engine whistled before reaching the level-crossing. The wind whistled through the chink in the wall. whistle for something বৃথাই চাওয়া বা প্রত্যাশা করা: I owe my sister a few bucks, but she can whistle for it, তার ফেরত চাওয়া বৃথা, আমি তাকে ফেরত দিতে যাচ্ছি না। (২) শিস দিয়ে গাওয়া: whistle a tune. whistle down the wind কোনোকিছু ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা। whistle in the dark নিজের ভয় কাটাতে কিছু করা। (৩) whistle (up) শিস দিয়ে সংকেত জানানো: He whistled his dog back. (৪) শাঁ করে ছুটে যাওয়া: The bullets whistled past my ears.