• Bengali Word war English definition [ওঅ(র্‌)] (noun) ১ [countable noun, uncountable noun] যুদ্ধ: The war between India and Pakistan. We have had two world wars in this century.
    We have had two world wars in this century. at war যুদ্ধাবস্থায়; The two countries are at war again. carry the war into the enemy’s camp (আত্মরক্ষায় তুষ্ট না-থেকে বরং নিজে) আক্রমণ করা। declare war (on) (অন্য কোনো দেশের বিরুদ্ধে) যুদ্ধ ঘোষণা করা। go to the war (against) (কারো বিরুদ্ধে) যুদ্ধ শুরু করা। have been in the wars (কথ্য বা কৌতুকার্থে ব্যবহার) (দুর্ঘটনা ইত্যাদির কারণে) আহত হয়েছে। make/wage war on যুদ্ধে প্রবৃত্ত হওয়া। (২) (যৌগশব্দ) war-baby যুদ্ধকালে সৈনিকের ঔরসজাত অবৈধ সন্তান। war-bride যুদ্ধকালে যে মহিলার সঙ্গে কোনো সৈনিক সহবাস করে। war-cloud(s) (noun) আসন্ন যুদ্ধের পূর্বাভাস; যুদ্ধের মেঘ। war-cry (noun) রণহুঙ্কার; রণধ্বনি; যে কোনো প্রতিযোগিতায় (রাজনৈতিক দল প্রভৃতির দ্বারা ব্যবহৃত) মুখ্য প্রচারবাণী। war-dance (noun) যুদ্ধে যাওয়ার আগে বা যুদ্ধে বিজয় উদযাপনে কিংবা (শান্তিকালে) যুদ্ধের অনুকরণে আদিবাসী যোদ্ধাদের নাচ। war-god (noun) যুদ্ধের অধিদেবতা। war-head (noun) ক্ষেপণাস্ত্রের মুখ, অর্থাৎ এর যে অংশে বিস্ফোরক থাকে। war-horse (noun) (আলংকারিক অর্থ) যুদ্ধের ঘোড়া; (লাক্ষণিক) অভিজ্ঞ সৈনিক, ঝানু রাজনীতিক ইত্যাদি। war-lord (noun) (আলংকারিক অর্থ) বড় মাপের সামরিক নেতা, বিশেষত বিশ শতকের গোড়ার দিকে চীনের গৃহযুদ্ধের সময়কার চীনা সেনাধ্যক্ষ। war-monger (noun) যুদ্ধবাজ ব্যক্তি; যুদ্ধ-ব্যবসায়ী। War Office (ব্রিটেনে আগেকার দিনে) প্রতিরক্ষা দফতর (বর্তমান নাম Ministry of Defence)। war-paint (noun) [uncountable noun] (ক) কতিপয় আদিবাসী কর্তৃক যুদ্ধের আগে গায়ে মাখানো রং; (লাক্ষণিক) পূর্ণাঙ্গ সামরিক পোশাক: The general was in full war-paint. (খ) (অপশব্দ) সাজসজ্জা; প্রসাধনী। war-path (noun) (কেবল) on the war-path যুদ্ধ বা কলহের জন্য প্রস্তুত; যুদ্ধ বা কলহরত। warship (noun) যুদ্ধজাহাজ। war-torn (adjective) রণক্লান্ত; যুদ্ধে নিঃশেষিত। war-widow (noun) যার স্বামী যুদ্ধে মারা গেছে। (৩) [uncountable noun] রণবিদ্যা; রণশাস্ত্র: trained for war; the art of war. (৪) (লাক্ষণিক) যে কোনো ধরনের সংগ্রাম বা দ্বন্দ্ব বা সংঘাত: the war against disease; the wars of the elements, ঝড়ঝঞ্ঝা; প্রাকৃতিক বিপর্যয়; a war of nerves, স্নায়ুযুদ্ধ। □ (verb intransitive) লড়াই করা; যুদ্ধে অবতীর্ণ হওয়া; যুদ্ধে নামা: The two superpowers are waring for supremacy; waring (= প্রতিদ্বন্দ্বী) factions; waring creeds. warfare [ওঅফেআ(র্‌)] (noun) [uncountable noun] যুদ্ধে লিপ্ত হওয়া; যুদ্ধ সংঘটন; যুদ্ধাবস্থা; যুদ্ধ: The horrors of modern warfare. warlike [ওঅলাইক্] (adjective) সমরতুল্য; সামরিক: warlike preparations; রণলিপ্সু; যুদ্ধবাজ: a warlike people. wartime [ওঅটাইম্‌] (noun) [uncountable noun] যুদ্ধ চলার সময়: in wartime; (attributive(ly)) যুদ্ধকালীন: wartime regulations.