Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word vestiary Bengali definition [ভেস্‌টিআরি] (noun) (যাজকদের) গির্জাসংলগ্ন পোশাক
  • English Word vestibule Bengali definition [ভেস্‌টিব্যিঊল্] (noun) (১) কোনো ভবনের লবি বা প্রবেশক কক্ষ (যেখানে হ্যাট-কোট খুলে রাখা যেতে পারে)। (২) গির্জার দ্বারমণ্ডপ(৩) (America(n)) রেলওয়ে কোচের পিছনে ঘেরাও করা পরিসরবিশেষ
  • English Word vestige Bengali definition [ভেস্‌টিজ্‌] (noun) [countable noun] (১) চিহ্ন; নামগন্ধ; বিন্দুবিসর্গ; লেশমাত্র: vestiges of an ancient city. There is not a vestige of truth in what you say. (২) (ব্যবচ্ছেদবিদ্যা) অতীতে ছিল, এখন নেই এমন কিছুর চিহ্নস্বরূপ কোনো অঙ্গ বা অঙ্গের অংশ; অবশেষ: One can observe the vestige of a tail in a human being.
  • English Word vestment Bengali definition [ভেস্‌ট্‌মান্‌ট্] (noun) পোশাক, বিশেষত গির্জায় পরিহিত পুরোহিতের পোশাক; আনুষ্ঠানিক পরিচ্ছদ; প্রাবরণ
  • English Word vestry Bengali definition [ভেস্‌ট্রি] (noun) (plural vestries) (১) গির্জার অংশবিশেষ, যেখানে আনুষ্ঠানিক পোশাকপরিচ্ছেদ রক্ষিত হয় এবং যেখানে পুরোহিত ও ঐকতান গায়করা পোশাক পরিধান করে; প্রাবরণ-প্রকোষ্ঠ(২) ভিন্ন মতাবলম্বী (non-conformist) গির্জায় রবিবারের স্কুল, প্রার্থনাসভা, কার্যনির্বাহী সভা প্রভৃতির জন্য কক্ষবিশেষ(৩) (ইংল্যান্ডীয় গির্জা) কোনো গির্জার আওতাভুক্ত এলাকার সমস্যাদি আলোচনা করার জন্য সমবেত উক্ত এলাকার স্থানীয় করদাতাগণ কিংবা তাদের প্রতিনিধিবর্গ; উক্ত করদাতা বা তাদের প্রতিনিধিদের পরিষদvestryman [ভেস্‌ট্রিমান্‌] (noun) (plural men) করদাতা পরিষদের সদস্য।
  • English Word vet Bengali definition [ভেট্] (noun) (১) পশুচিকিৎসক; (veterinary surgeon-এর কথ্যসংক্ষেপ)। (২) (British/Britain) (কারো অতীত কার্যকলাপের দলিল, যোগ্যতা) পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা; খুঁটিয়ে দেখা
  • English Word vetch Bengali definition [ভেচ্] (noun) পশুখাদ্য হিসেবে শিমজাতীয় কয়েক ধরনের (বুনো বা কৃষিজ) উদ্ভিদ; দ্বিদল
  • English Word veteran Bengali definition [ভেটারান্‌] (noun) (১) বিশেষত সৈনিক হিসেবে দীর্ঘ বা প্রভূত অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি; যুদ্ধপ্রবীণ; ব্যবহারবৃদ্ধ : veterans of the second warld war; (attributive(ly)) a veteran headmaster, ঝানু; প্রবীণ; বহুদর্শী। (২) (America(n)) যেকোনো সাবেক সৈনিকVeterans Day প্রথম বিশ্বযুদ্ধের শেষে অস্ত্রসংবরণের (১৯১৮) স্মরণ দিবস, ১১ নভেম্বর
  • English Word veterinary Bengali definition [ভেট্‌রিন্‌রি America(n) ভেটারিনেরি] (adjective) (সংক্ষেপ vet [ভেট্]) পশুরোগবিষয়ক: a veterinary surgeon, পশুচিকিৎসক।
  • English Word veto Bengali definition [ভীটো] (noun) (plural vetoes) কোনো সার্বভৌম শাসক, রাষ্ট্রপ্রধান, বিধানসভা বা অন্য কোনো পরিষদ কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশের কোনোকিছু প্রত্যাখ্যান বা প্রতিসিদ্ধ করার সাংবিধানিক অধিকার; প্রবারণ; ভেটো: exercies the veto; put veto on something, নিষিদ্ধ করা। □(verb transitive) নিষিদ্ধ করা: Mac’s wife vetoed his proposal to hire a new appartment.
  • English Word vex Bengali definition [ভেক্‌স্] (verb transitive) (১) বিরক্ত/উত্যক্ত/জ্বালাতন/হয়রান করাa vexed question বহু আলোচনার কারণস্বরূপ কোনো দুরূহ সমস্যা; বিরক্তিকর সমস্যা। (২) (কাব্যিক., আলংকারিক অর্থ) (সমুদ্রকে) বিক্ষুব্ধ করা: vexed by storms. vexation [ভেক্‌সেইশ্‌ন্] (noun) [uncountable noun] হয়রানি; বিরক্তি; জ্বালাতন; বিড়ম্বনা। [countable noun] যা উত্যক্ত করে; কণ্টক; জ্বালাতন; ক্লেশ: little vexations of life. vexatious [ভেক্‌সেইশাস্] (adjective) বিরক্তিকর; জ্বালাতনকর; বিরক্তিজনক; বিড়ম্বনাকর।
  • English Word via Bengali definition [ভাইআ] (preposition(al)) (লাতিন) মধ্য দিয়ে; হয়ে: to travel from Chittagong to Dhaka via Comilla.
  • English Word viable Bengali definition [ভাইআব্‌ল্‌] (adjective) টিকে থাকতে সমর্থ; বাইরের (গাড়ি, ১৯১৬ সালের আগের) সাহায্য ছাড়া বিকশিত হতে ও টিকে থাকতে সক্ষম
  • English Word viaduct Bengali definition [ভাইআডাক্‌ট্] (noun) কোনো উপত্যকা বা অবতলভূমির উপর দিয়ে রাস্তা বা রেলপথের জন্য (সাধারণত বহু খিলানযুক্ত) দীর্ঘ সেতু; সেতুপথ
  • English Word viagra Bengali definition [ভাইঅগ্রা] (noun) ভায়াগ্রা; যৌনক্ষমতা বাড়ানোর ওষুধ। এটার মেডিক্যাল নাম sildenafil citratel এটা শুধু erectile dysfunction- এর জন্যই ব্যবহার হয়, তাই নয়। রক্তচাপ, হার্ট সমস্যা, ডায়াবেটিস, ডিপ্রেশন এবং মেরুদণ্ডের- ইনজুরির জন্যও ব্যবহৃত হয়: Well, I wonder if they have viagra for vampires.
  • English Word vial Bengali definition [ভাইআল্] (noun) বিশেষত তরল ওষুধের শিশি
  • English Word viand Bengali definition [ভাইআনড্‌] (noun) খাদ্যসামগ্রী; আহার্য
  • English Word vibes Bengali definition [ভাইবজ্‌] (noun) (plural) (১) vibraphone- এর কথ্যসংক্ষেপ(২) (অপশব্দ)= atmosphere(৩), আবহ
  • English Word vibrant Bengali definition [ভাইব্রান্‌ট্‌] (adjective) রোমাঞ্চকর; প্রকম্পমান; স্পন্দমান; the vibrant notes of a sitar, সেতারের সুরঝংকার।
  • English Word vibraphone Bengali definition [ভাইব্রাফোন্‌] (noun) (সংগীত) জাইলাফোন সদৃশ বাদ্যযন্ত্র; তবে এর দণ্ডগুলো কাঠের স্থলে ধাতুনির্মিত হয় এবং এতে বৈদ্যুতিক অনুনাদকের (resonator) সাহায্যে স্বর প্রলম্বিত করা হয়।
  • English Word vibrate Bengali definition [ভাইব্রেইট্ America(n)] (verb intransitive), (verb transitive) কম্পিত/স্পন্দিত/স্ফুরিত হওয়া বা করা; কাঁপা বা কাঁপানোvibrator [ভাইব্রেইটা(র্‌)] (noun) কম্পন বা স্পন্দন সৃষ্টির যান্ত্রিক কৌশলবিশেষ; স্পন্দক। vibratory (adjective) স্পন্দনাত্মক; কম্পনাত্মক।
  • English Word vibration Bengali definition [ভাইব্রেইশ্‌ন্‌] (noun) স্পন্দ; স্পন্দন; পরিস্পন্দন; কম্পন; স্ফুরণ; 30 vibrations per second.
  • English Word vibrato Bengali definition [ভিব্রা:টো] (noun) (সংগীত) গানে এবং তবলা-বেহালা-সেতার-বাঁশি-অরগ্যান প্রভৃতি বাদনে তিগ্মতার (pitch) সূক্ষ্ম ও দ্রুত পরিবর্তনসহ কম্পন বা স্পন্দনের অনুভাব; কম্পন
  • English Word vicar Bengali definition [ভিকা(র্)] (noun) (১) [ইংল্যান্ডীয় গির্জার কোনো প্যারিশের (পল্লি অঞ্চলে গির্জার এক্তিয়ারভুক্ত এলাকা) দায়িত্বে নিয়োজিত যাজক, যাকে তাঁর প্রাপ্ত খাজনার (এলাকাবাসী কৃষকদের ফসলের এক-দশমাংশ) পুরোটা বা অংশবিশেষ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে দিতে হয়; বদলি যাজক; ভিকার। ] দ্রষ্টব্য rector. (২) (Roman Catholic গির্জা) প্রতিনিধি; প্রতিভূ: the vicar of Christ, খ্রিস্টের প্রতিভূ অর্থাৎ পোপ; cardinal vicar, রোমের বিশপ হিসেবে কার্যকরি পোপের প্রতিনিধি। vicarage [ভিকারিজ্‌] (noun) ভিকারের বাসভবন।
  • English Word vicarious Bengali definition [ভিকেআরিআস্ America(n) ভাইকেআরিআস্] (adjective) (১) অন্যের জন্য এক ব্যক্তি কর্তৃক কৃত বা ভুক্ত; প্রাতিনিধিক; বৈকল্পিক: the vicarious sufferings of Christ; a vicarious ruler. প্রতিভূশাসক; fell a vicarious pleasure/satisfaction, কারো পক্ষে বা কারো মনঃপূত কিছু করা হয়েছে বলে যে সুখ বা সন্তোষ; প্রাতিনিধিক সুখ/সন্তুষ্টি। (২) অর্পিত; ন্যস্ত: vicarious authority. vicariously (adverb) প্রাতিনিধিকভাবে।
  • English Word vice 1 Bengali definition [ভাইস্] (noun) [countable noun, uncountable noun] (১) পাপ; দোষ; খুঁত; অধর্ম; অনাচার; ব্যভিচার; ব্যাধি; ব্যসন; কুঅভ্যাস: He has many vices and few virtues. (ঘোড়ার) কুচাস; বদভ্যাস (যেমন লাথি মারা)।
  • English Word vice 2 Bengali definition (America(n)= vise) [ভাইস্] (noun) [countable noun] শক্ত চোয়ালবিশিষ্ট যন্ত্রবিশেষ, যাতে কোনো বস্তু (যেমন কাঠ, ধাতব পাত) কষে ধরে কাজ করা যায়; বাইসvice (prefix) উপ, দ্রষ্টব্য পরি. ৩।
  • English Word vice versa Bengali definition [ভাইসিভাসা] (adverb) (লাতিন) অপর পক্ষেও (অনুরূপ); শর্তাবলি উল্টে দিয়ে: You love them dearly and vice versa, তারাও তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে।
  • English Word viceroy Bengali definition [ভাইস্‌রয়] (noun) কোনো সার্বভৌম শাসকের প্রতিনিধি হিসেবে যিনি রাজ্যশাসন করেন (যেমন সাবেক ভারতবর্ষ); উপরাজvicereine [ভাইসরেইন্ America(n) ভাইস্‌রেইন্] (noun) উপরাজ্ঞী। viceregal [ভাইস্‌রীগ্‌ল্] (adjective) উপরাজের।
  • English Word vicinity Bengali definition [ভিসিনাটি] (noun) (plural -ties ) (১) [uncountable noun] নৈকট্য; সন্নিকর্ষ; সামীপ্য: in close vicinity, অতি সন্নিকটে। (২) [countable noun] সন্নিহিত/পার্শ্ববর্তী অঞ্চল: Is there any good restaurant in the vicinity? আশেপাশে/ঐ এলাকায়…?