V পৃষ্ঠা ৯
- English Word vindicate Bengali definition [ভিনডিকেইট্] (verb transitive) (বিবাদ বা আক্রমণের উপজীব্য কোনোকিছুর সত্যতা, ন্যায্যতা, যথার্থতা ইত্যাদি) প্রমাণ বা প্রতিপাদন করা: vindicate a claim/one’s title to a privilege. vindication [ভিন্ডিকেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] যথার্থতা/সত্যতা প্রতিপাদন।
- English Word vindictive Bengali definition [ভিন্ডিক্টিভ্] (adjective) ক্ষমাহীন; ক্ষমাশূন্য; প্রতিহিংসাপরায়ণ। vindictively (adverb) প্রতিহিংসাবশত। vindictiveness (noun) ক্ষমাশূন্যতা; প্রতিহিংসাপরায়ণতা।
- English Word vine Bengali definition [ভাইন্] (noun) [countable noun] দ্রাক্ষালতা; লতাজাতীয় যেকোনো উদ্ভিদ যেমন তরমুজ, মটরশুঁটি ইত্যাদির গাছ; ব্রততি; বল্লি। vineyard [ভিনিয়াড্] (noun) [countable noun] আঙুরের ক্ষেত; দ্রাক্ষাক্ষেত্র। vinery [ভাইনারি] (noun) (plural vineries) দ্রাক্ষালতার জন্য কাচনির্মিত ঘর (গ্রিনহাউজ); দ্রাক্ষালয়।
- English Word vinegar Bengali definition [ভিনিগা(র্)] (noun) [uncountable noun] অঙ্কুরিত শস্য (সাধারণত যব); মদ; আপেলের গাজানো রস ইত্যাদি থেকে প্রস্তুত আম্ররসবিশেষ; সিরকা। vinegary [ভিনিগারি] (adjective) সিরকাসদৃশ; আম্ররসাত্মক; (লাক্ষণিক) তিরিক্ষ; রগচটা; বদমেজাজি।
- English Word vino Bengali definition [ভীনো] (noun) (plural vinoes [নোজ্]) [uncountable noun] (কথ্য) মদ; দ্রাক্ষারস।
- English Word vinous Bengali definition [ভাইনাস্] (adjective) মদের; মদ্যসদৃশ বা মদ্যজাত; মাদক।
- English Word vintage Bengali definition [ভিন্টিজ্] (noun) (১) (plural বিরল) দ্রাক্ষাসংগ্রহ বা দ্রাক্ষাসংগ্রহের মৌসুম। (২) [countable noun, uncountable noun] বিশেষ কোনো বছরের দ্রাক্ষাসংগ্রহ কিংবা কিংবা ঐ সংগ্রহ থেকে তৈরি মদ: the vintage of 6 5; rare old vintages, দুষ্প্রাপ্য পুরনো মদ; a vintage year, যে বছর উত্তম মদ তৈরি হয়েছে; vintage wines, মদের জন্য উত্তম বলে বিবেচিত বছরে তৈরি মদ। (৩) (অর্থসম্প্রসারণে attributive(ly)) উচ্চ গুণগতমানের খ্যাতিসম্পন্ন এবং বিগত কোনো সময়কার: a vintage car, ১৯১৬ থেকে ১৯৩০ সালের মধ্যে নির্মিত; দ্রষ্টব্য veteran; ৩০ বছরের অধিক পুরনো স্পোর্টস কার।
- English Word vintner Bengali definition [ভিন্টনা(র্)] (noun) মদ্যব্যবসায়ী।
- English Word vinyl Bengali definition [ভাইনিল্] (noun) বস্ত্র, আচ্ছাদন ও বইয়ের বাঁধাইরূপে ব্যবহৃত কয়েক ধরনের টেকসই, নমনীয় প্লাস্টিক; ভিনাইল।
- English Word viol Bengali definition [ভাইআল্] (noun) (সাধারণত ছয়) তারবিশিষ্ট মধ্যযুগীয় বাদ্যযন্ত্র আধুনিক বেহালার পূর্বযন্ত্র।
- English Word viola 1 Bengali definition [ভিওলা] (noun) পুরুষের উচ্চতম স্বাভাবিক কণ্ঠস্বরের প্রায় সমান সুরবিশিষ্ট, স্বাভাবিক বেহালার চেয়ে বৃহৎ আকৃতির বেহালাবিশেষ; বড় বেহালা।
- English Word viola 2 Bengali definition [ভাইআলা] (noun) বিভিন্ন ধরনের উদ্ভিদ- একরঙা প্যান্জি ও ভায়োলেট এর অন্তর্গত; ভাইয়ালা।
- English Word violate Bengali definition [ভাইআলেইট্] (verb transitive) (১) (প্রতিশ্রুতি, চুক্তি ইত্যাদি) ভঙ্গ/লঙ্ঘন করা; (বিবেকের) বিরুদ্ধে কাজ করা। (২) (কোনো পবিত্র স্থান, কারো নির্জনতা ইত্যাদি) অমর্যাদা/হানি/ব্যাঘাত করা; violate somebody’s privacy. (৩) বলাৎকার/ধর্ষণ/সতীত্বহানি করা। violation [ভাইআলেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] লঙ্ঘন; ভঙ্গ; বলাৎকার; মর্যাদাহানি; সতীত্বহানি।
- English Word violent Bengali definition [ভাইআলান্ট্] (adjective) (১) প্রচণ্ড; অত্যুগ্র; প্রবল; হিংস্র: a violent wind/attack; violent passions; in a violent temper; a violent (চরম) contrast. (২) প্রচণ্ড আক্রমণজনিত; অপঘাতজনিত: meet a violent death. (৩) তীব্র: violent headache. violently (adverb) প্রচণ্ডভাবে ইত্যাদি। violence [ভাইআলান্স্] (noun) [uncountable noun] প্রচণ্ডতা; হিংস্রতা; সহিংসতা; হিংস্র আচরণ: crimes/acts of violence. do violence to (লাক্ষণিক) পরিপন্থি হওয়া।
- English Word violet Bengali definition [ভাইআলাট্] (noun) (১) [countable noun] সুগন্ধ পুষ্পবিশিষ্ট ক্ষুদ্র বুনো বা উদ্যান-উদ্ভিদ; ভায়োলেট। (২) বেগুনি রং; ধূম্র।
- English Word violin Bengali definition [ভাইআলিন্] (noun) বেহালা; violinist [ভাইআলিনিস্ট্] (noun) বেহালাবাদক।
- English Word violincello Bengali definition [ভাইআলানচেলো] (noun) সচরাচর ‘চেল্লো’ নামে পরিচিত মন্দ্রস্বরের বেহালাজাতীয় বাদ্যযন্ত্র, যা বাদকের দুই হাঁটুর মধ্যে ধরা থাকে; চেল্লো।
- English Word viper Bengali definition [ভাইপা(র্)] (noun) আফ্রিকা, এশিয়া ও ইউরোপের কয়েক ধরনের বিষধর সাপ; ভাইপার; বিদ্বেষপরায়ণ বিশ্বাসঘাতক ব্যক্তি; জাতসাপ। the common viper (ব্রিটেনের একমাত্র বিষধর সাপ) (adder) অ্যাডার।
- English Word virago Bengali definition [ভিরা:গো] (noun) (plural 'viragos' বা 'viragoes' [গোজ্] রেগে গেলে তারস্বরে চিৎকার করে গালি পাড়ে এমন উগ্র, বদমেজাজি স্ত্রীলোক; খাণ্ডারনি; দজ্জাল; উগ্রচণ্ডা।
- English Word viral marketing Bengali definition [ভাইরাল মা:কিটিঙ্] (noun) [uncountable noun] (ব্যবসায়) ভাইরাল বিপণন; এমন বিপণন কর্মকৌশল যা দিয়ে ভোক্তা পণ্যের সংবাদ বন্ধু, পরিবার আর সহকর্মীদের কাছে ই-মেইল, ব্লগ আর ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে ভাইরাসের মতো ছড়িয়ে দেয়: to make viral marketing a legitimate selling tool.
- English Word virgin Bengali definition [ভাজিন্] (noun) যৌনমিলনের অভিজ্ঞতা হয়নি এমন বালিকা বা নারী (এবং সাম্প্রতিক প্রয়োগে পুরুষ); অক্ষতযোনি; কুমারী; কুমার। the (Blessed) Virgin (Mary) (সংক্ষেপ, BMV) যিশুখ্রিস্টের মা কুমারী মরিয়ম। □(adjective) (১) কুমারী; সচ্চরিত্রা: the Virgin Queen, ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ। the virgin birth কুমারী মরিয়ম যিশুকে অলৌকিকভাবে গর্ভে ধারণ করেন- এই মতবাদ; কৌমারিকেয় জন্মবাদ। (২) বিক্ষুব্ধ ও অস্পষ্ট; অপ্রহত; অনাহত: virgin snow. (৩) আদিম অবস্থায় বিদ্যমান; অব্যবহৃত; আদিম; অকৃষ্ট: a virgin forest; virgin soil, যে জমি কখনো চাষ করা হয়নি; (লাক্ষণিক) নতুন ভাব ও চিন্তার প্রতি উন্মুখ মন। virginity [ভাজিনাটি] (noun) [uncountable noun] কুমারীত্ব; কৌমার্য।
- English Word virginal 1 Bengali definition [ভাজিন্ল্] (adjective) কুমারী সম্বন্ধীয়; কুমারীর উপযোগী; কৌমার; কানীন।
- English Word virginal 2 Bengali definition [ভাজিন্ল্] (noun) (প্রায়ই plural) (১৬) ও ১৭ শতকে ব্যবহৃত হারমোনিয়ামের মতো চাবিওয়ালা, বর্গাকার বাদ্যযন্ত্রব্যিশষ: the virginals/a pair of virginals নামেও পরিচিত।
- English Word Virginia Bengali definition [ভাজিনিআ] (noun) [uncountable noun] যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় উৎপন্ন বিভিন্ন জাতের তামাক; ভার্জিনিয়া। Virginia creeper প্রশস্ত পত্রযুক্ত শোভাবর্ধক লতা, যা অনেক সময়ে দেওয়ালে চাষ করা হয়, শরৎকালে এর পাতা রক্তবর্ণ ধারণ করে।
- English Word Virgo Bengali definition [ভাগো] (noun) কন্যারাশি।
- English Word virgule Bengali definition [ভাগ্যিঊল্] (noun) তির্যক রেখা (/)।
- English Word virid Bengali definition [ভিরিড্] (adjective) শ্যামল; হরিৎ।
- English Word virile Bengali definition [ভিরাইল্ America(n) ভিরাল্] (adjective) (১) পৌরুষদীপ্ত; পৌরুষব্যঞ্জক; পৌরুষেয়: virile eloquence; live to a virile old age. virility [ভিরিলাটি] পৌরুষ; পুরুষত্ব; পৌরুষত্ব।
- English Word virology Bengali definition [ভাইআরলাজি] (noun) [uncountable noun] ভাইরাস ও ভাইরাস সংক্রান্ত রোগের পর্যেষণা; ভাইরাসবিদ্যা।
- English Word virtual Bengali definition [ভাচুআল্] (adjective) প্রকাশ্যে বা নামত স্বীকৃত না-হলেও; কার্যত; কার্যসিদ্ধ; যথার্থ: the virtual head of state; a virtual defeat, পরাজয়ের নামান্তর। virtualy [ভাচুআলি] (adverb) কার্যত; প্রকৃত প্রস্তাবে।