Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word viva voce Bengali definition [ভাইভা ভোসি] (adjective), (adverb) মৌখিক; মৌখিকভাবে। □(noun) মৌখিক পরীক্ষা।
  • English Word vivace Bengali definition [ভিভা:চেই] (adverb) (সংগীত) প্রাণবন্তভাবে
  • English Word vivacious Bengali definition [ভিভেইশাস্] (adjective) প্রাণবন্ত; প্রাণোচ্ছল; হাসিখুশি; জীবনীশক্তিপূর্ণ: a vivacious girl. vivaciously (adverb) প্রাণবন্তভাবে। vivacity [ভিভ্যাসাটি] (noun) [uncountable noun] প্রাণোচ্ছলতা; প্রাণচাঞ্চল্য।
  • English Word vivid Bengali definition [ভিভিড্] (adjective) (১) (রং ইত্যাদি) উজ্জ্বল; তীব্র; সুতীব্র(২) জীবন্ত; প্রাণবন্ত; সক্রিয়: a vivid imagination. (৩) স্পষ্ট ও পরিচ্ছন্ন; জীবন্ত: a vivid description. vividly (adverb) উজ্জ্বলভাবে; জীবন্তরূপে। vividness (noun) উজ্জ্বলতা; সজীবতা; সক্রিয়তা।
  • English Word viviparous Bengali definition [ভিভিপারাস্‌ America(n) ভাইপারাস্‌] (adjective) মায়ের শরীরের অভ্যন্তরে সন্তান বেড়ে ওঠে এমন; জরায়ুজ
  • English Word vivisect Bengali definition [ভিভিসেক্‌ট্] (verb transitive) বৈজ্ঞানিক গবেষণার জন্য (জীবন্ত প্রাণিদেহে) অস্ত্রোপচার বা পরীক্ষা করা; জীবব্যবচ্ছেদ করাvivisection [ভিভিসকশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] জীবব্যচ্ছেদ। vivisectist [ভিভিসকশানিস্‌ট্] (noun) জীবব্যবচ্ছেদক; জীবব্যবচ্ছেদবাদী।
  • English Word vixen Bengali definition [ভিক্‌স্‌ন] শৃগালী; বদমেজাজি; কলহপ্রিয় স্ত্রীলোক; উগ্রচণ্ডাvixenish [ভিক্‌সানিশ্‌] (adjective) কলহপরায়ণ; বদমেজাজি; গরলোদ্গারী।
  • English Word viz Bengali definition [ভিজ্] (লাতিন videlicet, সাধারণত namely বলা হয়) অর্থাৎ; যথা: I shall confine my remarks to a cerain class of creative person, viz authors.
  • English Word vizier Bengali definition [ভিজি্আ(র্)] (noun) কোনো-কোনো মুসলিম দেশে, বিশেষত পুরনো তুর্কি সাম্রাজ্যে উচ্চপদস্থ কর্মকর্তা; উজির
  • English Word vocable Bengali definition [ভোকাব্‌ল্‌] (noun) কণ্ঠোচ্চারিত ধ্বনি, শব্দ বা শব্দের একক ধ্বনি; কণ্ঠধ্বনি
  • English Word vocabulary Bengali definition [ভাক্যাব্যিউলারি America(n) ভাক্যাব্যিউলেরি] (noun) (plural vocabularies) (১) একটি ভাষার মোট শব্দসংখ্যা; শব্দভাণ্ডার(২) [countable noun, uncountable noun] কোনো ব্যক্তি কর্তৃক কিংবা কোনো পেশা, কারবার, ইত্যাদিতে ব্যবহৃত কিংবা জ্ঞাত শব্দাবলি; শব্দভাণ্ডার: a writer with a large vocabulary. (৩) [countable noun] শব্দকোষ; (সাধারণত সংজ্ঞার্থ বা অনুবাদসহ) শব্দতালিকা
  • English Word vocal Bengali definition [ভোক্‌ল্] (adjective) কণ্ঠসম্বন্ধীয়; কণ্ঠের দ্বারা বা জন্য; কণ্ঠা: the vocal cords; স্বরতন্ত্রী; the vocal organs, বাকপ্রত্যঙ্গ (জিহ্বা, ঠোঁট ইত্যাদি); vocal music কণ্ঠসংগীত; a vocal score, (অপেরা ইত্যাদিতে) কণ্ঠসংগীতাংশের পূর্ণাঙ্গ স্বরলিপি: a vocal member of the club, মুখর প্রগল্‌ভ সদস্য। vocaly [ভোকালি] (adverb) কণ্ঠধ্বনির সাহায্যে; বাচনিকভাবে। vocalist [ভোকালিস্‌ট্] (noun) কণ্ঠশিল্পী। দ্রষ্টব্য instrumental ভুক্তিতে instrumentalist. vocalize, vocalise [ভোকালাইজ্‌] (verb transitive) বলা বা গাওয়া; ঘোষধ্বনিরূপে উচ্চারণ করা: it hard to vocal his feelings.
  • English Word vocation Bengali definition [ভোকেইশ্‌ন্‌] (noun) (১) (শুধু singular) কোনো বিশেষ ধরনের (সাধারণত সামাজিক বা ধর্মীয়) কাজে আহূত (এবং সেজন্য যোগ্যতাসম্পন্ন) হওয়ার অনুভূতি; আন্তর প্রেরণা; আহূতি: Nursing is not only a profession, it is a vocation. (২) [uncountable noun] বিশেষ প্রবণতা; ঝোঁক: She has no vocation for nursing. (৩) [countable noun] বৃত্তি; পেশা; জীবিকাvocational [ভোকেইশান্‌ল্‌] (adjective) বৃত্তিমূলক; ব্যক্তিগত; জীবিকাগত: vocational guidance, জীবিকা নির্বাচনের ক্ষেত্রে পরামর্শ।
  • English Word vocative Bengali definition [ভকাটিভ্‌] (adjective), (noun) সম্বোধন পদ: The vocative case, দ্রষ্টব্য case 1 (৩).
  • English Word vociferate Bengali definition [ভাসিফারেইট্ America(n) ভোসিফারেইট্] (verb transitive), (verb intransitive) উচ্চৈস্বরে চিৎকার করে বলা; চ্যাঁচানোvociferation [ভাসিফারেইশন্‌ America(n) ভোসিফারেইট্] (noun) চিৎকার; চ্যাঁচামেচি; হট্টগোল; গলাবাজি। vociferous [ভাসিফারাস্‌ America(n) ভোসিফারেইট্] (adjective) উচ্চনাদী; হট্টগোলকারী: a vociferate crowd.
  • English Word vodka Bengali definition [ভড্‌কা] (noun) [uncountable noun] রাই (rye) ও অন্য সবজি থেকে পাতনের সাহায্যে তৈরি উগ্র রুশ কোহলবিশেষ; ভদকা
  • English Word vogue Bengali definition [ভোগ্] (noun) (১) হাল ফ্যাশন; চল; চলন; কেতা; দস্তুর: The vogues of the present age. (২) জনপ্রিয়তা; চল; প্রচলন: These songs had a great vogue a decade ago. he in/co me into vogue চল হওয়া; জনপ্রিয় হওয়া। be/go out of vogue চল উঠে যাওয়া; অচলিত হওয়া। all the vogue সর্বত্র জনপ্রিয়; অধুনাতম ফ্যাশন।
  • English Word voice Bengali definition [ভয়স্‌] (noun) (১) কণ্ঠনিঃসৃত ধ্বনি; কণ্ঠস্বর; গলা: Are you in good voice, গলা ভালো আছে? (২) [countable noun] ধ্বনি উচ্চারণ করার ক্ষমতা; কণ্ঠ; স্বর; I’ve lost my voice. (৩) [countable noun, uncountable noun] বিশেষত গুণগত বিচারে কোনো ব্যক্তির উচ্চারিত ধ্বনিসমূহ; কণ্ঠ; স্বর; গলা: in a loud/soft/shrill/rough etc voice. lift up one’s voice (প্রাচীন প্রয়োগ) কথা বলা; গান গাওয়া। shout at the top of one’s voice তারস্বরে চিৎকার করা। with one voice (সাহিত্যিক) সমন্বয়ে; সর্বসম্মতিক্রমে। (৪) a/some/no voice in something কোনো বিষয়ে কিছু বলার থাকা/না-থাকা: He’s no voice in the matter. (৫) [countable noun] মানুষের কণ্ঠের সঙ্গে তুলনীয় কোনোকিছু; কণ্ঠস্বর: the voice of Nature; the voice of God, বিবেক। (৬) [uncountable noun] (ধ্বনিবিজ্ঞানে) স্বরতন্ত্রীর কম্পনজাত ধ্বনিসমূহ; ঘোষধ্বনি(৭) (ব্যাকরণ) বাচ্য (যেমন কর্তৃ ও কর্মবাচ্য)। □(verb transitive) (১) ভাষায় প্রকাশ করা; ধ্বনিত করা: You’ve voiced the feelings of your fellow-members. (২) ঘোষধ্বনিরূপে উচ্চারণ করা: voiced sounds, ঘোষধ্বনি। - voiced (adjective) (যৌগশব্দে) কণ্ঠ: rough voiced, পুরুষকণ্ঠ। voiceless (adjective) (১) স্বরহীন; বাকশক্তিহীন(২) (ব্যঞ্জনধ্বনি) অঘোষ (যেমন ক, চ, প)।
  • English Word void Bengali definition [ভয়ড্] (adjective) (১) শূন্য; রিক্ত(২) void of হীন; শূন্য; বর্জিত: a subject void of interest; a proposal of void reason. (৩) null and void (আইন সম্বন্ধীয়) বাতিল; অসিদ্ধ; অকার্যকর। □(noun) [countable noun] শূন্যস্থান; মহাশূন্য; (লাক্ষণিক) শূন্যতা: an aching void in her heart. □(verb transitive) (আইন সম্বন্ধীয়) বাতিল/অসিদ্ধ/রদ করা।
  • English Word voile Bengali definition [ভয়ল্‌] (noun) [uncountable noun] পাতলা, হালকা বস্ত্রবিশেষ; ভয়েল
  • English Word VOIP Bengali definition [ভিওআইপি] (noun) (বিকল্প বানান 'voip' বা 'Voip') [uncountable noun] ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের সংক্ষেপ; ভিওআইপি। ইন্টারনেটের মাধ্যমে কথা বলা ও শোনার প্রযুক্তি: The bill establishes basic requirements for providers of VOIP.
  • English Word volar Bengali definition [ভোলা(র্‌)] (adjective) পায়ের বা হাতের তলসংক্রান্ত
  • English Word volatile Bengali definition [ভলাটাইল্‌ America(n) ভলাট্‌ল্‌] (adjective) (১) (তরল) সহজে গ্যাস বা বাষ্পে পরিণত হয় এমন; উদ্বায়ী(২) (ব্যক্তি ও তার মেজাজ) প্রাণোচ্ছল; নিয়ত পরিবর্তনশীল; চলচিত্তvolatility [ভলাটিলাটি] (noun) উদ্বায়িতা; চলচিত্ততা; প্রাণোচ্ছলতা; প্রাণচাঞ্চল্য।
  • English Word volcano Bengali definition [ভল্‌কেইনো] (noun) (plural 'volcanoes' বা 'volcanos' [ভল্‌কেইনোজ্‌]) আগ্নেয়গিরি: active/dormant/extinict volcano, জীবন্ত/সুপ্ত/মৃত আগ্নেয়গিরি। volcanic [ভল্‌ক্যানিক্] (adjective) অগ্নিগিরিসদৃশ; অগ্নিগিরিসম্ভব; আগ্নেয়।
  • English Word vole Bengali definition [ভোল্] (noun) ইদুরসদৃশ প্রাণিবিশেষ; a field-vole, নেংটি ইদুরতুল্য ঐরূপ প্রাণী; a water vole, বৃহৎ জলো ইঁদুর।
  • English Word volition Bengali definition [ভালিশ্‌ন্ America(n) ভোলিশ্‌ন্] (noun) [uncountable noun] নিজ ইচ্ছাশক্তি, নির্বাচনশক্তি, সিদ্ধান্তগ্রহণশক্তি ইত্যাদির ব্যবহার; সংকল্পবৃত্তি; সংকল্পশক্তি: do something of one’s own volition. volitional [ভালিশান্‌ল্‌] (adjective) সাংকল্পিক।
  • English Word volley Bengali definition [ভলি] (noun) [countable noun] (১) (পাথর, তীর, বুলেট প্রভৃতি) ক্ষেপণাস্ত্র একযোগে অনেকগুলো নিক্ষেপ(২) কারো উদ্দেশ্যে একযোগে বা দ্রুতগতিতে নিক্ষিপ্ত গালিগালাজ, অভিশাপ, প্রশ্ন ইত্যাদি; গালিবর্ষণ; প্রশ্নবৃষ্টি ইত্যাদি(৩) (টেনিস) যে আঘাতে ভূমিস্পর্শ করার আগেই বল প্রেরকের কাছে ফেরত পাঠানো হয়; ভলিhalf-volley ভূমিস্পর্শ করেই বলের প্রত্যাবর্তন; অর্ধভলি volleyball (noun) ভলিবল। □(verb transitive), (verb intransitive) (১) (কামান) একযোগে গর্জে ওঠা(২) ভূমি স্পর্শ না-করেই টেনিস বলের জালের উপর দিয়ে ফিরে আসা
  • English Word volt Bengali definition [ভোল্‌ট্] (noun) [countable noun] (সংক্ষেপ V) বৈদ্যুতিক শক্তির একক; যে পরিমাণ একক আম্পেয়ার বিদ্যুৎ এক ওম প্রতিরোধ অতিক্রম করে নিয়ে যেতে পারে; ভোল্টvoltage [ভোলটিজ] (noun) ভোল্টের এককে পরিমিত বৈদ্যুতিক শক্তি; ভোল্টেজ।
  • English Word volte-face Bengali definition [ভল্‌ট্‌ফা:স্] (noun) সম্পূর্ণ পরিবর্তন; সম্পূর্ণ বিপরীত মতাবলম্বন; ডিগবাজি: make a complete volte-face.
  • English Word voluble Bengali definition [ভল্যিউব্‌ল্] (adjective) স্বচ্ছন্দভাষী; দ্রুতভাষী; স্বচ্ছন্দবাক; (ভাষা) অনর্গল; স্বচ্ছন্দ। volubly [ভল্যিউব্‌লি] (adverb) অনর্গল(ভাবে); গড় গড় করে। volubility [ভল্যিউবিলাটি] (noun) বাকস্ফূর্তি; বাচালতা; দ্রুতবাদিতা।