• Bengali Word rector English definition [রেকটা(র্‌)] (noun) ১ (ইংল্যান্ডীয় গির্জা) ইংল্যান্ডীয় গির্জা রোমক গির্জা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় বা তারপরে যেসব যাজক পল্লির (parish) দেয় কর প্রত্যাহার করা হয়নি, তাদের যেকোনো একটির দায়িত্বে নিয়োজিত পাদরি।
    (২) কোনো কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রশাসনিক দফতর বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান; রেক্টর। rectory [রেক্‌টারি] (noun) (plural rectories) রেক্টরের বাসভবন।