V পৃষ্ঠা ৬
- English Word vermilion Bengali definition [ভামিলিআন্] (noun), (adjective) সিঁদুর; সিঁদুরবর্ণ; সিঁদুরে।
- English Word vermin Bengali definition [ভামিন্] (noun) [uncountable noun] (plural verb- সহ তবে সংখ্যাসহ ব্যবহৃত হয় না) (১) উদ্ভিদ, পাখি ও অন্য জীবজন্তুর জন্য বুনোপ্রাণী (ইঁদুর, বেজি, শিয়াল) অনিষ্টকর জীবজন্তু। (২) (মানুষ ও জীবজন্তুর শরীরে কখনো কখনো দেখা যায়) পরজীবী কীট (উকুন)। (৩) সমাজের পক্ষে অনিষ্টকর মানুষ; দুর্বৃত্ত; লুণ্ঠনজীব। verminous [ভামিনাস্] (adjective) (১) কীটসংক্রান্ত (যেমন উকুনের দ্বারা): vermin children. (২) কীটঘটিত: vermin diseases.
- English Word vermouth Bengali definition [ভামাথ্ America(n) ভারমূথ] (noun) [uncountable noun] অতিরিক্ত কোহল মিশ্রিত এবং লতাপাতাযোগে সুবাসিত সাদা মদবিশেষ, যা ক্ষুধাবর্ধক হিসেবে পান করা হয়; ভার্মুথ।
- English Word vernacular Bengali definition [ভান্যাক্যিউলা(র্)] (adjective) (শব্দ বা ভাষা) দেশি; স্বদেশীয়: The vernacular languages of India. □(noun) [countable noun] কোনো দেশ বা জেলার ভাষা বা উপভাষা; দেশি ভাষা; মাতৃভাষা।
- English Word vernal Bengali definition [ভান্ল্] (adjective) (সাহিত্যিক) বসন্তকালীন; বাসন্তী; বাসন্তিক। the vernal equinox মহাবিষুব (মোটামুটি ২১ মার্চ)
- English Word vernier Bengali definition [ভানিআ(র্)] (noun) সূক্ষ্ম মাপের জন্য এক প্রকার সচল মাপকাঠি; ভার্নিয়ার (স্কেল)।
- English Word verronica Bengali definition [ভারনিকা] (noun) নীল; নীললোহিত; পাটল বা সাদা পুষ্পবিশিষ্ট কয়েক ধরনের গাছড়া বা গুল্ম।
- English Word verruca Bengali definition [ভারূকা] (noun) ত্বকের (সাধারণত পায়ের তলায়) ক্ষুদ্র, কঠিন বৃদ্ধিবিশেষ; কড়া; আঁচিল।
- English Word versatile Bengali definition [ভাস্টাইল্ America(n)] (adjective) নানাবিধ বিষয়ে আগ্রহী ও কুশলী; বহুমুখী; বিচিত্রগামী: a versatile writer; a versatile mind; a versatile tool, বিবিধ ব্যবহারোপযোগী হাতিয়ার। versatility [ভাসাটিলাটি] (noun) বিচিত্রগামিতা; বহুমুখিতা।
- English Word verse Bengali definition [ভাস্] (noun) (১) [uncountable noun] পদ্য; ছন্দ: prose and verse. (২) [countable noun] শ্লোক: a poem of four verse. (৩) [countable noun] চরণ; পঙ্ক্তি: a few verse from keats. (৪) বাইবেলে কোনো পরিচ্ছেদের সংখ্যাচিহ্নিত ক্ষুদ্র বিভাগসমূহের একটি। give chapter and verse (for something) (বিবৃতি, প্রতিবেদন ইত্যাদিতে) নির্ভুল সূত্র উল্লেখ করা।
- English Word versed Bengali definition [ভাস্ট্] (adjective) versed in ব্যুৎপন্ন; দক্ষ; অভিজ্ঞ; প্রাজ্ঞ: well versed in English Literature, দ্রষ্টব্য conversant ভুক্তিতে conversant with.
- English Word versify Bengali definition [ভাসিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle versifytied) ছন্দোবদ্ধ করা; পদ্যে রূপায়িত করা: versify a prose tale; পদ/কবিতা লেখা। versifier (noun) পদ্যকার; versification [ভাসিফিকেইশ্ন্] (noun) পদ্যরচনা; ছন্দ; পদ্যরচনাকৌশল।
- English Word version Bengali definition [ভাশন্ America(n) ভাজ্ন্] (noun) [countable noun] (১) ব্যক্তিবিশেষের দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনা ইত্যাদির বিবরণ; ভাষ্য; বর্ণনা: contradictory versions of the same incident. (২) ভাষান্তর; তরজমা; অনুবাদ।
- English Word verso Bengali definition [ভাসো] (noun) (plural versos [ভাসৌজ্]) পুস্তকের যেকোনো বাম পৃষ্ঠা (recto-র বিপরীত) পদক বা মুদ্রার উল্টো পিঠ।
- English Word versus Bengali definition [ভাসাস্] (preposition(al)) (লাতিন) (আইন ও খেলাধুলায়, ছাপায় প্রায়ই 'v' বা 'vs' রূপে সংক্ষেপ করা হয়) বিপক্ষে; বনাম: (আইন সম্বন্ধীয়) Rahman v Majumdar; (ফুটবল) Chittagong vs Dhaka.
- English Word vertebra Bengali definition [ভাটিব্রা] (noun) (plural vertebrae [ভাটিব্রী]) মেরুদণ্ডের যেকোনো খণ্ড; কশেরুকা। vertebrate [ভাটিব্রেইট্] (noun), (adjective) মেরুদণ্ডী (প্রাণী)।
- English Word vertex Bengali definition [ভাটেক্স্] (noun) (plural vertices [ভাটিসীজ]) শীর্ষ; শীর্ষবিন্দু; চূড়া।
- English Word vertical Bengali definition [ভাটিক্ল্] (adjective) খাড়া; উলম্ব; উর্ধ্বার্ধ: a vertical angle, শিরঃকোণ। দ্রষ্টব্য horizontal. □(noun) উলম্বরেখা; লম্ব: out of the vertical, লম্ব নয়। vertically [ভাটিক্লি] (adverb) খাড়াভাবে ইত্যাদি: vertically opposite, বিপ্রতীপ।
- English Word vertices Bengali definition [ভাটিসীজ্] (noun) vertex- এর plural
- English Word vertigo Bengali definition [ভাটিগো] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) (মাথা) ঝিমঝিম; মাথাঘোরা; শিরোঘূর্ণন। vertiginous [ভাটিজিনাস্] (noun) [uncountable noun] ঝিমধরানো; ঘূর্ণিজনিত।
- English Word verve Bengali definition [ভাভ্] (noun) [countable noun] উৎসাহ; তেজ; ওজস্বিতা; উদ্দীপনা।
- English Word very 1 Bengali definition [ভেরি] (attributive(ly)), (adjective) (১) (‘ঠিক এইটিই, অন্যকিছু নয়’ এই ভাব প্রকাশ করে। বাংলায় অনেক সময়ে গুরুত্বসূচক ‘ই’ দিয়ে এই অর্থ প্রকাশিত হয়। নিচের দৃষ্টান্তগুলো লক্ষণীয়): At that very instant he showed up, ঠিক সেই মুহূর্তে; He is the very type of a dedicated teacher, একেবারে খাঁটি আদর্শ; This is the very boy I saw yesterday, ঠিক এই ছেলেটিকেই। (২) চরম; একদম; একেবারে: at the very beginning/end. (৩) (গুরুত্বসূচক; বাংলায় ‘ই’-র সমতুল্য): The very idea of writing to him was disgusting, তাঁর কাছে লেখার চিন্তাটাই...; I guessed his very intentions, তাঁর গূঢ় উদ্দেশ্যগুলি।
- English Word very 2 Bengali definition [ভেরি] (adverb) (১) অতি; অত্যন্ত; অতিশয়; ভারী; খুব। very well (প্রায়ই মতৈক্য বা অনুমতি সূচিত করে) ঠিক আছে; খুব ভালো কথা: Very well, as you like. (২) (superlative বা ‘own’ -এর সঙ্গে) সর্বোচ্চ মাত্রায়: the very last to leave, একদম সব শেষতম; with the very best intentions; May I have it for my very own? আমার একান্ত নিজস্ব বলে।
- English Word Very, Verey Bengali definition [ভেরি] (adjective) Verylight (Proprietary name) ভেরি পিস্তল থেকে উৎক্ষিপ্ত সংকেতসূচক (যেমন কোনো জাহাজ থেকে বিপদের সংকেত) রঙিন অগ্নিশিখা; ভেরি আলোক।
- English Word vesica Bengali definition [ভেসাইকা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) মূত্রস্থলী।
- English Word vesicle Bengali definition [ভেসিক্ল্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) ক্ষুদ্র গর্ত; থলে; কোষ বা স্ফীতি। vesicular [ভাসিকিউ্যলা(র্)] (adjective) কৌষিক: vesicle disease.
- English Word vespers Bengali definition [ভেস্পাজ্] (noun) (plural) (গির্জার) সান্ধ্য প্রার্থনাসভা।
- English Word vessel Bengali definition [ভেস্ল্] (noun) [countable noun] (১) (বিশেষত তরল পদার্থ) পাত্র; আধার। (২) জাহাজ বা বৃহৎ নৌকা; তরি। (৩) blood 1 (৫) ভুক্তিতে blood- vessel দ্রষ্টব্য।
- English Word vest 1 Bengali definition [ভেস্ট্] (noun) [countable noun] (১) (British/Britain) (শার্ট, ব্লাউজ, ইত্যাদির নিচে পরার জন্য) অন্তর্বাস। (২) ব্রিটেনে বাণিজ্যিক শব্দ; আমেরিকায়. সাধারণ প্রচলিত শব্দ ওয়েস্টকোট: coat, vest and trousers; a vest - অতি ক্ষুদ্র ক্যামেরা।
- English Word vest 2 Bengali definition [ভেস্ট্] (verb transitive), (verb intransitive) (১) vest something in somebody; vest somebody with something স্থায়ী অধিকাররূপে দেওয়া; (ক্ষমতা ইত্যাদি) ন্যস্ত/অর্পণ করা; (ক্ষমতা ইত্যাদিতে) ভূষিত করা: vest somebody with authority/rights; in some countries authority is said to be vested in the people. have a vested interest in something কোনোকিছুতে কায়েমি স্বার্থ থাকা। vested interests/rights (যেমন কোনো ব্যবসা বা কলকারখানায় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্য আইনের দ্বারা সুনিশ্চিত) কায়েমি স্বার্থ/অধিকার। (২) vest in (সম্পত্তি ইত্যাদি) ন্যস্ত হওয়া: power/authourity that vests in the parliament. (৩) (কাব্যিক বা গির্জা) পরানো; আবৃত করা; ভূষিত/মণ্ডিত করা।