V পৃষ্ঠা ১২
- English Word volume Bengali definition [ভল্যিঊম্ America(n) ভলিয়াম্] (noun) (১) [countable noun] (বই, সাময়িকী ইত্যাদির) খণ্ড। speak volumes for জোরালো প্রমাণ বা নজিরস্বরূপ হওয়া: Her treatment of the poor orphans speaks volumes of her kindheartedness. (২) [uncountable noun] ঘনফল; ঘনমান; আয়তন: the volume of a barrel; the volume of oil in a barrel. (৩) [countable noun] বৃহৎ/বিপুল পরিমাণ: the volume of business/work; (বিশেষত plural) বাষ্প বা ধোঁয়ার পুঞ্জ: volumes of black smoke. (৪) [uncountable noun] (শব্দের) বল; প্রবলতা: a voice of great volume, অত্যন্ত শক্তিশালী কণ্ঠ।
- English Word voluminous Bengali definition [ভালিঊমিনাস্] (adjective) (১) (লেখা) বিপুলায়তন; মহদায়তন: a voluminous work/history; (লেখক) বহু গ্রন্থপ্রণেতা; বহুপ্রজ। (২) বহু স্থান দখলকার; বিপুলায়তন; a voluminous correspondence; voluminous skirts.
- English Word voluntary Bengali definition [ভলানট্রি America(n) ভলানটেরি] (adjective) (১) স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত: voluntary work/service; a voluntary statement; voluntary workers/helpers. (২) স্বেচ্ছাপ্রণোদিত কাজ ও দানচালিত; স্বেচ্ছাসেবামূলক: a voluntary school, ৩ (মাংসপেশি) স্বেচ্ছাচালিত (involuntary- এর বিপরীত)। □(noun) [countable noun] (plural voluntaries) বিশেষত গির্জার অনুষ্ঠানের অংশস্বরূপ নয় এমন একক অরগ্যানবাদন। voluntarily [ভলানট্রালি America(n) ভলানটেরালি] (adverb) স্বতঃপ্রবৃত্ত/স্বেচ্ছাপ্রবৃত্ত হয়ে ইত্যাদি।
- English Word volunteer Bengali definition [ভলান্টিআ(র্)] (noun) (১) (বিশেষত অপ্রীতিকর বা বিপজ্জনক কাজে) স্বেচ্ছাসেবক; স্বেচ্ছাকর্মী। (২) যে সৈনিককে সেনাবাহিনীতে ভর্তি হতে বাধ্য করা হয়নি; স্বেচ্ছাসেনা: (attributive(ly)) a volunteer corps. □(verb transitive), (verb intransitive) volunteer something/to do something/for something স্বতঃপ্রবৃত্ত হয়ে কিছু করা/দেওয়া বা এগিয়ে আসা; স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসা: Many of them volunteered for the expedition; She volunteered some help.
- English Word voluptuary Bengali definition [ভালাপ্চুআরি America(n) ভালাপ্চুএরি] (noun) ঘোর ব্যসনাসক্ত ব্যক্তি; ভোগবিলাসী; ইন্দ্রিয়পরবশ।
- English Word voluptuous Bengali definition [ভালাপ্চুআস্] (adjective) ইন্দ্রিয়সুখাবহ; ইন্দ্রিয়পরিতৃপ্তিকর: voluptuous beauty/music/sensations/thoughts. voluptuously (adverb) ইন্দ্রিয়সুখাবহরূপে ইত্যাদি। voluptuousness (noun) ইন্দ্রিয়পরায়ণতা; ইন্দ্রিয়সুখকরতা।
- English Word volute Bengali definition [ভাল্যিঊট্ America(n) ভালূট্] (noun) বিশেষত আয়োনীয় বা কারিন্থীয় স্তম্ভশীর্ষে গোটানো কাগজের আকারে অলংকরণ; স্তম্ভকুণ্ডল। voluted (adjective) কুণ্ডলীযুক্ত: a voluted sea-shell.
- English Word vomit Bengali definition [ভমিট্] (verb transitive), (verb intransitive) (১) বমি/উদ্গার/উদ্গিরণ করা। (২) ভূরি পরিমাণে উৎক্ষিপ্ত করা; উদ্গিরণ করা: motor vehichles vomiting smoke. □(noun) [uncountable noun] বমি; উদ্গিরণ; উদ্গীর্ণ বস্তু।
- English Word voo-doo Bengali definition [ভূডূ] (noun) [uncountable noun] (অপিচ voodooism) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, বিশেষত হাইতিতে প্রচলিত জাদু ও ডাকিনিবিদ্যাসর্বস্ব বিকৃত ধর্মবিশেষ; ভুডু।
- English Word vook Bengali definition [ভূক্] (noun) [countable noun] ('video' আর 'book' মিলে তৈরি) ইলেকট্রনিক বই যাতে ভিডিও আর টেক্সট একই সঙ্গে থাকে; ভুক: The vook can be viewed on your desktop.
- English Word voracious Bengali definition [ভারেইশাস্] (adjective) অত্যন্ত ক্ষুধার্ত বা লোভী; উদগ্র; রাক্ষুসে; সর্বগ্রাসী; সর্বনাশী: a voracious appetite; a voracious reader. voraciously (adverb) গোগ্রাসে; রাক্ষসের মতো। voracity [ভার্যাসাটি] (noun) উদগ্র ক্ষুধা; ঔদরিকতা; সর্বগ্রাসিতা।
- English Word vortex Bengali definition [ভোটেক্স্] (noun) (plural 'vortes' বা 'vortices' [ভোটিসীজ্]) (১) (বায়ু বা তরল) আবর্ত; জলভ্রম; ভ্রমি; ঘূর্ণী; ঘূর্ণাবর্ত। (২) (লাক্ষণিক) কর্মচাঞ্চল্য; ঘূর্ণাবর্ত: the vortex of social life/pleasure; be drawn into the vortex of politics.
- English Word votary Bengali definition [ভোটারি] (noun) (plural votaries) উপাসক; সেবক; পূজারি: a votary of peace/liberation.
- English Word vote Bengali definition [ভোট্] (noun) (১) কোনো বস্তু বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে মতামত, ইচ্ছার অভিব্যক্তি (এবং ঐরূপ অভিব্যক্তি) দানের অধিকার; ভোট; ভোটাধিকার: vote of thanks , ধন্যবাদ প্রস্তাব; হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আহ্বান। put something to the vote ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। (২) প্রদত্ত বা প্রদেয় সর্বমোট ভোট: The Labour vote is expected to increase at this election. (৩) ভোটের দ্বারা মঞ্জুর করা অর্থ: the army vote. □(verb intransitive), (verb transitive) (১) vote for/against somebody/something (for something) পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া। vote on something কোনো বিষয়ে ভোটের মাধ্যমে মতামত দেওয়া। (২) vote somebody/something (for something) অর্থ বরাদ্দ করা: vote a sum of money for Public Health. (৩) vote something down ভোটের মাধ্যমে পরাজিত/নাকচ করা: vote down (প্রত্যাখ্যান করা) a proposal. vote something through অনুমোদন/সমর্থন করা: vote a Bill through. (৪) সাধারণ্যের অভিমত বলে ঘোষণা করা: The new medico was voted a charlatan. (৫) প্রস্তাব করা: I vote (that) we try another methood. voter (noun) ভোটদাতা। voteless (adjective) ভোটদানের অধিকারবর্জিত; ভোটহীন।
- English Word votive Bengali definition [ভোটিভ্] (adjective) ঈশ্বর সমীপে কোনো প্রতিজ্ঞাপূরণ সূত্রে প্রদত্ত বা উৎসৃষ্ট, মানসসিদ্ধিমূলক, ব্রতপূর্ব, সমর্পিত: a votive tablet.
- English Word vouch Bengali definition [ভাউচ্] (verb intransitive) vouch for somebody/something (কোনো ব্যক্তি, তার সততা, কোনো বিবৃতির সত্যতা ইত্যাদি) জামিন হওয়া; আস্থা প্রকাশ করা: Who will vouch for him/for the truth of his statement?
- English Word voucher Bengali definition [ভাউচা্(র্)] (noun) অর্থপ্রদান, হিসাবের যথার্থতা ইত্যাদি বিষয়ে লেখ্যপ্রমাণ বা রসিদ; প্রমাণক; প্রাপ্তিনিদর্শন: hotel/meal vouchers, অগ্রিমমূল্য পরিশোধের প্রমাণপত্র। gift voucher কোনো-কোনো পণ্যের সঙ্গে (যেমন পেট্রল, সিগারেট) প্রদত্ত রসিদ, যা ফেরত দিয়ে উপহার সামগ্রী সংগ্রহ করা যায়। luncheon voucher কোনো-কোনো নিয়োগকর্তার সরবরাহকৃত নিদর্শন, যার ফলে (কোনো-কোনো রেস্তোরাঁয়) সম্পূর্ণ আহার বা আহারের অংশবিশেষ পাওয়া যায়।
- English Word vouchsafe Bengali definition [ভাউচ্সেইফ্] (verb transitive) (আনুষ্ঠানিক) সানুগ্রহে/সদয় হয়ে কিছু দেওয়া বা করা: He vouchsafed to support us.
- English Word vow Bengali definition [ভাউ] (noun) ব্রত; প্রতিজ্ঞা; মানত; শপথ: a vow of celibacy/silence, কৌমার্যব্রত/মৌনব্রত। □(verb transitive) (১) ব্রত গ্রহণ করা; প্রতিজ্ঞা/মানত/শপথ করা। (২) (প্রাচীন প্রয়োগ)= avow.
- English Word vowel Bengali definition [ভাউআল্] (noun) স্বরধ্বনি; স্বরবর্ণ।
- English Word vox Bengali definition [ভক্স্] (noun) (লাতিন) কণ্ঠ। vox populi [ভক্স্ পপ্যিউলাই] জনগণের কণ্ঠ; জনমত।
- English Word voyage Bengali definition [ভইইজ্] (noun) (বিশেষত দীর্ঘ) সমুদ্রযাত্রা; জলযাত্রা: go on a voyage. □(verb intransitive) সমুদ্রযাত্রা করা: voyage through the south seas. voyager [ভইআজা(র্)] (noun) (বিশেষত প্রাচীনকালে অজানা সাগরের) সমুদ্রযাত্রিক।
- English Word voyeur Bengali definition [ভোয়া:ইয়া(র্)] (noun) যিনি গুপ্তস্থান থেকে যৌনসামগ্রী কিংবা অন্যের যৌনক্রিয়া অবলোকন করে আনন্দ পায়।
- English Word vulcanite Bengali definition [ভাল্কানাইট্] (noun) [uncountable noun] রাবার ও গন্ধক দিয়ে তৈরি কঠিন প্লাস্টিক; ভালকানাইট। vulcanize, vulcanise [ভাল্কানাইজ্] (verb transitive) (রাবারকে) শক্ত করতে উচ্চতাপে গন্ধক মেশানো; গন্ধকজারিত করা। vulcanization, vulcanisation [ভাল্কানাইজে্ইশ্ন্ America(n) ভাল্কানিজেইশ্ন্] (noun) গন্ধকজারণ।
- English Word vulgar Bengali definition [ভাল্গা(র্)] (adjective) (১) অশিষ্ট; ইতর; কুরুচিপূর্ণ; অমার্জিত; স্থূল; প্রাকৃত: vulgar language/behaviour/ideas; a vulgar person. (২) সাধারণ; প্রচলিত; মামুলি: vulgar errors/superstitions. vulgar fraction গতানুগতিকভাবে লিখিত ভগ্নাংশ (যেমন ০.৬০- এর স্থলে ৩/৫); সামান্য ভগ্নাংশ। the vulgar herd (অবজ্ঞাসূচক) লোকসাধারণ; ইতরসাধারণ। the vulgar tongue জনসাধারণের ভাষা; প্রাকৃত ভাষা (সেকালে ইংল্যান্ডে লাতিনের সঙ্গে বৈপরীত্যক্রমে ইংরেজি)। vulgarly (adverb) স্থূলভাবে; অবশিষ্টভাবে।
- English Word vulgarian Bengali definition [ভাল্গেআরিআন্] (noun) অশিষ্ট ব্যক্তি, বিশেষত রুচিহীন, অশিষ্ট, ধনী ব্যক্তি; ইতরজন। vulgarianism [ভালগারিজম্] (noun) [countable noun] কেবল অজ্ঞ লোকেরাই ব্যবহার করে এমন শব্দ, বাক্যাংশ, অভিব্যক্তি ইত্যাদি; অশিষ্ট প্রয়োগ; [uncountable noun] অশিষ্ট আচরণ। vulgarianity [ভাল্গ্যারাটি] (noun) (plural vulgarianties) [uncountable noun] অশিষ্ট/ইতর আচরণ; (plural) অশিষ্ট/ইতর কার্যকলাপ, কথাবার্তা ইত্যাদি; অশিষ্টাচার। vulgarianize, vulgarianise [ভাল্গারাইজ্] (verb transitive) অশিষ্ট/স্থূল করা; মামুলি/গতানুগতিক করা। vulgarianization, vulgarianisation [ভাল্গারাইজে্ইশ্ন্ America(n) ভাল্গারিজে্ইশ্ন্] (noun) ইতরীভবন; স্থূলকরণ; মামুলিভবন।
- English Word vulgate Bengali definition [ভাল্গেইট্] (noun) the Vulgate ৪র্থ শতাব্দীতে প্রস্তুত বাইবেলের লাতিন তরজমা।
- English Word vulnerable Bengali definition [ভাল্নারাবল্] (adjective) ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত: find somebody’s vulnerable spot; people who are vulnerable to criticism. vulnerability [ভাল্নারাবিলাটি] (noun) আক্রম্যতা; ঘাতোপযোগিতা।
- English Word vulpine Bengali definition [ভাল্পাইন্] (adjective) শৃগালসম্বন্ধীয়; শৃগালবৎ; ধূর্ত; a vulpine smile.
- English Word vulture Bengali definition [ভাল্চা(র্)] (noun) (১) শকুন; গৃধ্নু। (২) অন্যের দুঃখ-দুর্দশা থেকে লাভবান হয় এমন লোভী ব্যক্তি।