Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word virtue Bengali definition [ভাচূ] (noun) (১) [countable noun, uncountable noun] গুণ; সদ্‌গুণ: He has none of the virtues I admire. make a virtue of necessity কোনোকিছু চাপে পড়ে করলেও কাজটিকে সৎকাজ বলে জাহির করা; আবশ্যকতাকে সদ্‌গুণে পরিণত করা। V) (plural virtuosos বা virtuososi [ভাচওজী America(n) ভাচওসী]) (১) irtue is its own reward (প্রবাদ) সৎকর্মই সৎকর্মের পুরস্কারthe cardinal virtues মুখ্য সদ্‌গুণাবলি (বিমৃষ্যকারিতা, তিতিক্ষা, মিতাচার, ন্যায়বুদ্ধি)। the theological virtues ধর্মীয় সদ্‌গুণাবলি (বিশ্বাস, আশা, সহৃদয়তা)। (২) [uncountable noun] সতীত্ব; কৌমার্য(৩) [uncountable noun] কার্যকারিতা; গুণ; শক্তি: He has great faith in the - virtue of herbal medicines. (৪) [uncountable noun, countable noun] উৎকর্ষ; সুবিধা; শ্রেষ্ঠতা; গুণ: The plan has the additional virtue of being very simple. (৫) by/in virtue of কারণে; দরুণvirtuous [ভাচুআস্‌] (adjective) পুণ্য; পবিত্র; সৎ; শুদ্ধ। virtuely (adverb) সৎভাবে; শুদ্ধভাবে।
  • English Word virtuoso Bengali definition [ভাচওজো America(n) ভাচওসো] (noun) (plural 'virtuosos' বা 'virtuosi' [ভাচওজী America(n) ভাচওসী]) (১) শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান বা রুচিসম্পন্ন ব্যক্তি; কলাকোবিদ(২) কোনো শিল্পের পদ্ধতি সম্পর্কে বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তি, বিশেষত যিনি অলোকসামান্য দক্ষতায় কোনো বাদ্যযন্ত্র বাজান; কালোয়াত: (attributive(ly)) a virtuoso performer. virtuosity [ভাচঅসাটি] (noun) [uncountable noun] কলাসিদ্ধি।
  • English Word virulent Bengali definition [ভিরূলান্‌ট্] (adjective) (ব্যক্তি) শক্তিমান; মারাত্মক; (বিদ্বেষ, ঘৃণা) তিক্ত; (শব্দ ইত্যাদি) বিদ্বেষপূর্ণ; (ব্যাধি, ক্ষত) বিষাক্ত। virulently (adverb) মারাত্মকভাবে, তীব্রভাবে ইত্যাদি। virulence [ভিরূলান্‌স্‌] (noun) শক্তিমত্তা; প্রকোপ; তিক্ততা; বিষময়তা।
  • English Word virus Bengali definition [ভাইআরাস্‌] (noun) (১) [countable noun] সংক্রামক রোগের কারণস্বরূপ ব্যাক্টেরিয়ার চেয়ে ক্ষুদ্রতর, বিভিন্ন বিষাক্ত উপাদানের যেকোনো একটি; ভাইরাস: the rabies virus. (২) [uncountable noun] (কথ্য) ভাইরাসজনিত রোগviral (adjective) ভাইরাসঘটিত।
  • English Word vis-á-vis Bengali definition [ভীজ আ: ভী America(n) ভীজ আভী] (preposition(al)) (লাক্ষণিক) সম্পর্কে; তুলনায়; মুখোমুখি।
  • English Word visa Bengali definition [ভীজা] (noun) [countable noun] পাসপোর্টধারী ব্যক্তি, যিনি দেশদর্শনে যেতে চান বা যে দেশ থেকে নিষ্ক্রান্ত হতে চান, পাসপোর্টে সেই দেশের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত অনুমতিসূচক সিলমোহর বা স্বাক্ষর; ভিসা: entrance/entry visa; exit visa. (verb transitive) ভিসা দেওয়া: get one’s visa passport. visaed [ভীজাড্] (adjective)
  • English Word visage Bengali definition [ভিজিজ্] (noun) [countable noun] (সাহিত্যিক) মুখমণ্ডল; মুখাবয়বvisaged [ভিজিজ্‌ড্] (suffix) (যৌগশব্দে) উক্ত মুখাবয়ববিশিষ্ট; মুখ; -মুখো: gloomy- visaged, গোমড়ামুখো।
  • English Word viscera Bengali definition [ভিসারা] (noun) (plural) (শরীরের) আন্তর যন্ত্র; নাড়িভুঁড়িvisceral [ভিসারাল্‌] (adjective) আন্ত্রিক।
  • English Word viscid Bengali definition [ভিসিড্], viscous [ভিস্‌কাস্] (noun(s)) [uncountable noun] আঠালো; চটচটেviscosity [ভিস্‌কসাটি] (noun) [uncountable noun] লস; সান্দ্রতা।
  • English Word viscount Bengali definition [ভাইকাউনট্] (noun) ব্যারনের চেয়ে উচ্চ ও আর্লের চেয়ে নিম্নপদস্থ অভিজন; ভাইকাউন্টviscountess [ভাইকাউনটিস্‌] (noun) ভাইকাউন্টের স্ত্রী; নিজ অধিকারবলে ভাইকাউন্টের পদমর্যাদাসম্পন্ন মহিলা; ভাইকাউন্টেস। viscountcy [ভাইকাউনট্‌সি] (noun) (plural viscountcies) ভাইকাউন্টের পদবি, পদমর্যাদা; সম্মান।
  • English Word vise Bengali definition [ভাইস্] (noun) (America(n))= vice 2.
  • English Word visible Bengali definition [ভিজাব্‌ল্] (adjective) দৃষ্টিগ্রাহ্য; দৃষ্টিগোচর; দৃশ্যমান; প্রত্যক্ষ; সাক্ষাৎvisibly [ভিজাব্‌লি্] (adverb) দৃশ্যত: He was visible moved. visibility [ভিজাভিলাটি] (noun) [uncountable noun] দৃষ্টিগ্রাহ্যতা; বিশেষত দূরের বস্তু দেখার জন্য আবহাওয়ার অবস্থা; দৃশ্যতা; দর্শনীয়তা; চক্ষুগ্রাহ্যতা: Poor visible is a major cause of accidents.
  • English Word vision Bengali definition [ভিজ্‌ন্] (noun) (১) [uncountable noun] দৃকশক্তি; দৃষ্টি; দর্শনশক্তি; কল্পনাশক্তি; দূরদৃষ্টি; অন্তর্দৃষ্টি: the field of vision, দৃষ্টিপথ; the vision of a poet/prophet; a man of vision, দ্রষ্টা; স্বাপ্নিক। (২) [countable noun] বিশেষত মনশ্চক্ষে, কল্পনাশক্তিবলে, নিদ্রায় বা আবিষ্ট অবস্থায় দৃষ্ট কোনোকিছু; স্বপ্ন; স্বপ্নাবিভাব; বিচ্ছায়া: visions of great wealth and success.
  • English Word visionary Bengali definition [ভিজান্‌রি America(n) ভিজানেরি] (adjective) (১) অবাস্তব; কাল্পনিক; মনগড়া; স্বপ্নময়; কল্পনাপ্রসূত; স্বপ্নাদ্য: visionary scheme/plans. (২) (ব্যক্তি) কল্পনাবিহারী; ভাবতান্ত্রিক; স্বপ্নচারী। □(noun) স্বাপ্নিক; কল্পনাবিলাসী; স্বপ্নবিলাসী।
  • English Word visit Bengali definition [ভিজিট্] (verb transitive), (verb intransitive) (১) (কারো সঙ্গে) দেখা/সাক্ষাৎ করতে যাওয়া বা আসা; (কোনো স্থান) দর্শন করা; থাকা; অবস্থান করা: visit a relative; visit London; visiting at new hotel. (২) (প্রধানত America(n)) পরিদর্শন করা: Public health inspectors regularly visit these restaurants. (৩) (প্রধানত America(n)) visit with দেখাসাক্ষাৎ করা(৪) visit something on somebody (বাইবেলি প্রয়োগ) শাস্তি দেওয়াvisit the sins of the fathers upon the children পিতৃপাপে সন্তানকে দণ্ডিত করা। □(noun) দর্শন; সাক্ষাৎ; দর্শন/সাক্ষাতের সময়: pay a visit to patient; go on a visit to the seaside; a visit of several hours. visiting (noun) [uncountable noun] সাক্ষাৎ; দর্শন; দেখাসাক্ষাৎ: visiting hours. Are they on visiting terms, পরস্পর দেখাসাক্ষাৎ করার মতো ঘনিষ্ঠ সম্পর্ক আছে কি না। visitor [ভিজিটা(র্)] (noun) দর্শনার্থী; অতিথি; অভ্যাগত: summer visitors; the visitor’s book, দর্শনার্থীদের স্বাক্ষরের খাতা।
  • English Word visitant Bengali definition [ভিজিটান্‌ট্] (noun) (১) (সাহিত্যিক) বিশেষত কোনো গুরুত্বপূর্ণ বা অতিপ্রাকৃত আগন্তুক; অভ্যাগত(২) নির্দিষ্ট ঋতুতে ফিরে আসে এমন পাখি; প্রব্রাজক পাখি
  • English Word visitation Bengali definition [ভিজিটেইশ্‌ন্] (noun) (১) [countable noun] বিশেষত দাফতরিক ধরনের কিংবা বিশপ বা পাদরি কর্তৃক দর্শন: a visitation of the sick, কর্তব্যের অংশ হিসেবে পাদরি কর্তৃক রোগী দর্শন; সন্দর্শন। (২) ঈশ্বরপ্রেরিত শাস্তিরূপে বিবেচিত উপদ্রব, বিপর্যয় ইত্যাদি, অভ্যাগমন: To ordinary people, the earthquake was a visitation.
  • English Word visor Bengali definition [ভাইজা(র্‌)] (noun) (১) (ইতিহাস) মুখ ঢাকতে শিরস্ত্রাণের সচল অংশ; মুখত্রাণ(২) টুপির সুচালো অংশ; চূড়া(৩) (sun visor) visor রোদের আঁচ কমাতে গাড়ির সামনের বাতাবরণের উপরের অংশে লাগানো গাঢ়বর্ণের চতুষ্কোণ কাচখণ্ড; আতপত্র
  • English Word vista Bengali definition [ভিস্‌টা] (noun) [countable noun] (১) দীর্ঘ, সংকীর্ণ দৃশ্য (যেমন দুদিকে বৃক্ষশোভিত বাগান); দৃশ্যপথ: From the height we had a view of a wide vista of countryside. (২) (লাক্ষণিক) দৃশ্যপরম্পরা; ঘটনাপরম্পরা: the vistas of bygone times; a discovery that opens up new vistas.
  • English Word visual Bengali definition [ভিজুআল্] (adjective) দর্শনসম্বন্ধীয়; দৃষ্টিসম্বন্ধীয়; ঐক্ষিক; দৃষ্টিনির্ভর: visual images. visual aids (যেমন শিক্ষাদানে) চিত্র, চলচ্চিত্র ইত্যাদি; ঐক্ষিক সহায়ক বস্তু। visually [ভিজুআলি] (adverb) ঐক্ষিকভাবে। visualize, visualise [ভিজুআলাইজ্‌] (verb transitive) ছবির মতো মনে আনা; প্রত্যক্ষবৎ স্মরণ করা। visualization, visualisation [ভিজুআলাইজেইশ্‌ন্‌ America(n) ভিজুআলিজেইশ্‌ন্‌] (noun) প্রত্যক্ষীকরণ।
  • English Word vital Bengali definition [ভাইট্‌ল্] (adjective) (১) জীবনসম্পৃক্ত; জীবনসম্বন্ধীয়; জীবনের জন্য অপরিহার্য; জৈবনিক; জীবনীয়; জীবনসাধক: wounded in a vital part, মর্মস্থানে। the vital force/principle প্রাণী ও উদ্ভিদের জীবনের হেতুরূপে অনুমিত শক্তি; প্রাণশক্তি। vital statistics (ক) আয়ু; জন্ম; বিবাহ ও মৃত্যুবিষয়ক পরিসংখ্যান; অপরিহার্য পরিসংখ্যান। (খ) (কথ্য) স্ত্রীলোকের বক্ষ, কটি ও নিতম্বের মাপ। (২) অপরিহার্য; চরম; আত্যন্তিক; বিশেষ প্রয়োজনীয়: of vital importance; a vital necessity. vitals (noun) (plural) শরীরের অপরিহার্য অঙ্গসমূহ, বিশেষত ফুসফুস, হৃৎযন্ত্র ও মস্তিষ্ক; মর্মস্থান। vitaly [ভাইটালি] (adverb) অপরিহার্যভাবে। vitalism [ভাইটালিজাম্‌] (noun) [uncountable noun] জীবদেহে রাসায়নিক ও ভৌতশক্তি, আলাদা একটি নিয়ামক শক্তি আছে বলে বিশ্বাস; প্রাণবাদ (mechanism- এর বিপরীত)। vitalist [ভাইটালিস্‌ট্] (noun) প্রাণবাদী।
  • English Word vitality Bengali definition [ভাইট্যালাটি] (noun) [uncountable noun] প্রাণশক্তি; জীবনীশক্তি
  • English Word vitalize, vitalise Bengali definition [ভাইটালাইজ্‌] (verb transitive) প্রাণশক্তিতে পূর্ণ করা; প্রাণিত করা
  • English Word vitamin Bengali definition [ভিটামিন America(n) ভাইটামিন] (noun) [countable noun] মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং কোনো-কোনো খাদ্যে বিদ্যমান কতগুলো জৈববস্তু; খাদ্যপ্রাণ; জীবত্বজনক; ভিটামিন
  • English Word vitiate Bengali definition [ভিশিএইট্] (verb transitive) হীনবল/দুর্বল/দূষিত করা: vitiated blood.
  • English Word vitreous Bengali definition [ভিট্‌রিআস্] (adjective) কাচের বা কাচসদৃশ; কাচীয়: vitreous rocks, কঠিন ও ভঙ্গুর: vitreous enamel কাচের মিনা (চিনামাটির পরিবর্তে ব্যবহৃত)।
  • English Word vitrify Bengali definition [ভিট্‌রিফাই] (verb transitive), (verb transitive) (past tense, past participle vitrified) কাচসদৃশ পদার্থে রূপান্তরিত করা বা হওয়া; কাচীভূত করা/হওয়া
  • English Word vitriol Bengali definition [ভিট্‌রিআল্] (noun) [uncountable noun] গন্ধকাম্ল; গন্ধকাম্লঘটিত যেকোনো লবণ: blue vitriol, তুঁতে; (লাক্ষণিক) পরিবাদ; বিদ্রূপ। vitriolic [ভিট্‌রিঅলিক্] (adjective) (লাক্ষণিক) (শব্দ ও অনুভূতি) দাহজনক; ঝাঁজালো; অত্যুগ্র; তীব্র নিন্দাপূর্ণ।
  • English Word vituperate Bengali definition [ভিট্যিউপারেইট্ America(n) ভীইটূউপারেইট্] (verb transitive) গালিগালাজ/কটূকাটব্য করাvituperative [ভিট্যিঊপারাটিভ্‌ America(n) ভাইটূপারেইটিভ] (adjective) গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ। vituperation [ভিট্যিঊপারেইশ্‌ন্‌ America(n) ভাইটূঊপারেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] গালিগালাজ; কটূক্তি; তিরস্কার।
  • English Word viva Bengali definition [ভাইভা] (noun) (কথ্য)= viva voce.