V পৃষ্ঠা ৮
- English Word vicious Bengali definition [ভিশাস্] (adjective) (১) পাপাচারসম্পর্কিত; পাপাচারপূর্ণ; দূষিত; কলুষিত: vicious practices, পাপাচরণ; vicious habits, দুষ্ট অভ্যাস। (২) বিদ্বেষপূর্ণ; আক্রোশপূর্ণ; অসদুদ্দেশ্য প্রণোদিত: a vicious kick/look. (৩) (ঘোড়া) দুঃশীল; দুর্বিনীত; বদমেজাজি; বদখত। (৪) দোষযুক্ত; দুষ্ট; অশুদ্ধ: a vicious argument. vicious circle যে অবস্থায় কোনো কারণ এমন কার্য উৎপাদন করে, যা আবার মূল কারণকেই উৎপাদন করে, যেমন অধিক সন্তানহেতু দারিদ্র্য এবং দারিদ্র্যহেতু অধিক সন্তান; দুষ্টচক্র; অচ্ছেদ্যচক্র। vicious spiral এক বস্তুর (যেমন মজুরির) নিরন্তর বৃদ্ধির দরুন অন্য বস্তুর (যেমন দ্রব্যমূল্য) নিরন্তর বৃদ্ধি; দুষ্ট ঘূর্ণাবর্ত। viciously (adverb) দুষ্টভাবে ইত্যাদি। viciousness (noun) দুষ্টতা; পাপাশয়তা; বিদ্বিষ্টতা।
- English Word vicissitude Bengali definition [ভিসিসিট্যিঊড্ America(n) ভিসিসিট্যিটূড্] (noun) [countable noun] (বিশেষত কারো ভাগ্যের) পরিবর্তন; উত্থানপতন: vicissitude of life.
- English Word victim Bengali definition [ভিক্টিম্] (noun) (১) (ধর্মোদ্দেশ্যে) বলি। (২) পারিপার্শ্বিক অবস্থা; কোনো ঘটনা, কারো অসদভিপ্রায় ইত্যাদির দরুন দুঃখকষ্ট, আঘাত, ক্ষতি, ইত্যাদি ভোগ করে এমন ব্যক্তি, প্রাণী প্রভৃতি; শিকার; বলি; উপদ্রুত (ব্যক্তি, প্রাণী): He is a victim of circumstances; victim of the eathquake. victimize, victimise [ভিক্টিমাইজ্] (verb transitive) বলি বা শিকার হিসেবে বেছে নেওয়া; অসহায়ভাবে বলি দেওয়া: He was victimized for the misconduct of his colleagues. victimization, victimisation [ভিক্টিমাইজে্ইশ্ন্ America(n) [ভিক্টিমিজে্ইশ্ন্] (noun) বলীকরণ।
- English Word victor Bengali definition [ভিক্টা(র্)] (noun) বিজেতা।
- English Word victoria Bengali definition [ভিক্টোরিআ] (noun) victoriaplum রসালো, মিষ্টস্বাদের আলুবোখরাবিশেষ।
- English Word Victorian Bengali definition [ভিক্টোরিআন্] (noun), (adjective) রানি ভিক্টোরিয়ার (১৮৩৭-১৯০১) শাসনামলের (লোক); ভিক্টোরীয়: Victorian authors.
- English Word victory Bengali definition [ভিক্টারি] (noun) [countable noun, uncountable noun] (plural victories) জয়; বিজয়। victorious [ভিক্টোরিআস্] (adjective) বিজয়ী; বিজেতা; বিজয়দৃপ্ত। victoriously (adverb) বিজয়দৃপ্তভাবে।
- English Word victual Bengali definition [ভিট্ল্] (verb transitive), (verb intransitive) (victualled, victualling, victuals; America(n) অপিচ' victualed, victualing, victuals) (১) রসদ/খাদ্যদ্রব্য সরবরাহ করা: victual a ship. (২) রসদ বোঝাই করা/নেওয়া: The ship will victual at Hong Kong. □(noun) (সাধারণত past participle) খাদ্য ও পানীয়; রসদ। victualer (America(n) অপিচ victualer) [ভিট্লা(র্)] (noun) খাদ্য ও পানীয়ের ব্যবসায়ী; রসদবণিক। licensed victualer (British/Britain) সনদপ্রাপ্ত পানশালারক্ষক, যে তার পানশালার অভ্যন্তরে ভোগ করার জন্য খাবার, বিয়ার, সুরা, মদ ইত্যাদি বিক্রি করতে পারে।
- English Word vicuna Bengali definition [ভিক্যিঊনা America(n) ভিকূনা] (noun) মধ্য-অ্যান্ডিজের নরম ও সুকুমার লোমবিশিষ্ট, ক্ষুদ্রাকার উটসদৃশ জন্তুবিশেষ; ভিকুনা।
- English Word videlicet Bengali definition [ভিডীলিসেট্ America(n) ভিডেলিসেট্] (adverb) (সাধারণত সংক্ষেপ 'viz' [ভিজ্], namely-ও বলা হয়) অর্থাৎ; যথা।
- English Word video Bengali definition [ভিডিওউ] (adjective) (১) দূরদর্শনের সম্প্রচারসংক্রান্ত (তুলনীয় audio)। (২) চৌম্বক ফিতায় দূরদর্শনের জন্য চিত্র ও ধ্বনির ধারণবিষয়ক। □(noun) (১) ধারণকৃত বা সম্প্রচারিত চিত্র (ধ্বনির সঙ্গে বৈপরীত্যক্রমে)। (২) (America(n)) দূরদর্শন; টেলিভিশন। videonasty (noun) (plural videonasties) অত্যধিক সহিংসতা বা প্রত্যক্ষ যৌন কার্যকলাপের দৃশ্যসংবলিত ভিডিওফিল্ম। video(recorder) (noun) ভিডিও টেপে ধ্বনি ও চিত্রধারণ এবং প্রদর্শন করার যন্ত্রবিশেষ; ভিডিও ধারকযন্ত্র। videotape (noun) দূরদর্শনের জন্য চিত্র ও ধ্বনি ধারণ করার চৌম্বক ফিতা; ভিডিও ফিতা।
- English Word videoconferencing Bengali definition [ভিডিওউকন্ফারেনসিঙ] (noun) [countable noun] এমন কনফারেন্সিং ব্যবস্থা যেখানে অংশগ্রহণকারীরা পর্দায় পরস্পরকে দেখে আলোচনায় অংশ নিতে পারেন; ভিডিওকনফারেন্সিং: The hotel offers the convenience of wireless broadband internet access, videoconferencing and webcast capabilities. videoconference (noun) ভিডিওকনফারেন্স; যেখানে বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারীরা পরস্পরের কথা শুনতে ও পরস্পরকে দেখতে পান। এটা ভিডিওটেলিফোনি নামেও পরিচিত।
- English Word videophile Bengali definition [ভিডিওউফিল] (noun) [countable noun] (plural videophiles) তাত্ত্বিক দিক থেকে ভিডিওফিল মানে যিনি ‘দৃশ্য দেখতে ভালোবাসেন’। শব্দটি দিয়ে এখন ভিডিও বা টিভি প্রোগ্রামের ভক্ত এবং ভিডিও রেকর্ডিং ও ভিডিও প্রযুক্তির প্রতি যারা ভীষণ অনুরক্ত তাদের বোঝায়: DVD’s may have made the studios money, but they’re no friend of the videophile.
- English Word vie Bengali definition [ভাই] (noun) vie (with somebody) (for something) পাল্লা দেওয়া; প্রতিযোগিতা করা: They vied with one onother to please the young lady.
- English Word view 1 Bengali definition [ভ্যিঊ] (noun) (১) [uncountable noun] দৃষ্টিপথ; দৃষ্টি। in view of বিবেচনা করলে; পরিপ্রেক্ষিতে: In view of his inability to attend, the meeting was postponed. in full view of পূর্ণ/অবারিত দৃষ্টিপথে বা দৃষ্টির সম্মুখে: He climbed the dais in full view of the spectators. on view প্রদর্শিত হচ্ছে এমন অবস্থায়: The items are on view in the museum. come into view দৃষ্টিগোচর হওয়া/চোখে পড়া। come in view of দেখতে পাওয়া: As they crossed the hill, they came in view of the cathedral. (২) [countable noun] দৃশ্য; ভূদৃশ্য; দৃশ্যের ছবি, আলোকচিত্র ইত্যাদি: an album of views. (৩) [countable noun] কোনোকিছু দেখা বা পরীক্ষা করার সুযোগ; ঐ রকম সুযোগের উপলক্ষ্য; পরিদর্শন: a private view, যথা প্রকাশ্যে পরীক্ষণের আগের ছবির একান্ত পরিদর্শন। (৪) [countable noun] ব্যক্তিগত মতামত; মনোভঙ্গি; (কোনো বিষয়ে) ভাবনা বা অভিমত: I agree with his views on the subject. fell in with/meet somebody’s views কারো মতামত, ভাবনা, অভিমত ইত্যাদি মেনে নেওয়া/স্বীকার করা। (৫) লক্ষ্য; অভিপ্রায়; উদ্দেশ্য: with a/the view to/of উদ্দেশ্যে/অভিপ্রায়ে/লক্ষ্যে: with the view of earning a living. (৬) (যৌগশব্দ) viewpoint, point of view, দ্রষ্টব্য point(৪). viewfinder (noun) ক্যামেরার কৌশলবিশেষ, যাতে পরকলার মাধ্যমে যতটা এলাকার ছবি তোলা হবে, চিত্রগ্রাহক তা দেখতে পারেন।
- English Word view 2 Bengali definition [ভ্যিঊ] (verb transitive) (কোনোকিছুর প্রতি) দৃষ্টিপাত করা; পরীক্ষা/অবলোকন/নিরীক্ষণ করা: He viewed the subject from a different angle. an order to view কোনো বাড়ি ইত্যাদি ক্রয়ের উদ্দেশ্যে তা পরীক্ষা করে দেখার লিখিত ক্ষমতা; পরিদর্শনের অনুমতিপত্র। viewer [ভ্যিঊআ(র্)] (noun) (১) (বিশেষত) (দূরদর্শনের) দর্শক। (২) আলোকচিত্রের স্বচ্ছ ফিল্ম (transparency) নিরীক্ষণের কৌশল। viewless (adjective) (১) (আলংকারিক অর্থ বা কাব্যিক) অদৃশ্য। (২) (America(n)) মমতাহীন।
- English Word vigil Bengali definition [ভিজিল্] (noun) (১) [uncountable noun] পাহারা বা প্রার্থনার জন্য রাত জাগা: tired of vigils, জাগরক্লান্ত। (২) কোনো ধর্মীয় পর্বের পূর্বরাত্রি (প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে পালিত); নিশিপালন।
- English Word vigilance Bengali definition [ভিজিলানস্] (noun) [uncountable noun] সতর্কতা; পাহারা: exercise vigilance. vigilance committee (প্রধানত America(n)) কোনো এলাকায় সংগঠনব্যবস্থা দুর্বল হলে বা ভেঙে পড়লে সেখানে শৃঙ্খলারক্ষার দায়িত্বে নিয়োজিত স্বনির্বাচিত ব্যক্তিবর্গ; পাহারা-পরিষদ।
- English Word vigilant Bengali definition [ভিজিলান্ট্] (adjective) সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক। vigilantly (adverb) সতর্কভাবে।
- English Word vigilante Bengali definition [ভিজিল্যান্টি] (noun) কোনো পাহারা-পরিষদের সদস্য।
- English Word vignette Bengali definition [ভীনিয়েত্] (noun) [countable noun] (১) বিশেষত কোনো বইয়ের নামপত্রে কিংবা অধ্যায়ের শুরুতে বা শেষে অলংকারমূলক নকশা; আভরণচিত্র। (২) ক্রমশ ঘনতর পশ্চাৎপটমঞ্চে কোনো ব্যক্তির মাথা ও গ্রীবার চিত্র; আবক্ষচিত্র। (৩) (কোনো ব্যক্তির) সংক্ষিপ্ত চরিতালেখ্য।
- English Word vigour Bengali definition (America(n)= vigor) [ভিগা(র্)] (noun) [uncountable noun] শারীরিক বা মানসিক শক্তি; তেজ; বলবত্তা; বলিষ্ঠতা; (ভাষার) ওজোগুণ; ওজস্বিতা। vigorous [ভিগারাস্] (adjective) বলিষ্ঠ; তেজস্বী; বলবান; প্রবল; তেজীয়ান। vigorously (adverb) বলিষ্ঠভাবে।
- English Word vile Bengali definition [ভাইল্] (adjective) (viler, vilest) (১) লজ্জাজনক ও অরুচিকর; গর্হিত; বীভৎস; কুৎসিত; ঘৃণাবহ: vile habits/language. (২) (কথ্য) খারাপ; বিশ্রী: vile weather. (৩) (প্রাচীন প্রয়োগ) মূল্যহীন; অসার: this vile body, অর্থাৎ আত্মার সঙ্গে বৈপরীত্যক্রমে। vilely [ভাইল্লি] (adverb) জঘন্যভাবে, বীভৎসভাবে। vileness (noun) বীভৎসতা; জঘন্যতা।
- English Word vilify Bengali definition [ভিলিফাই] (verb transitive) (past tense, past participle vilified) কাউকে অপবাদ দেওয়া; কারো কুৎসা/পরিবাদ করা; কলঙ্ক প্রচার/রটনা করা। vilification [ভিলিফিকেইশ্ন্] (noun) কলঙ্করটনা; কলঙ্ক লেপন; অপবাদরটনা।
- English Word villa Bengali definition [ভিলা] (noun) (১) (ব্রিটেন) (সাধারণত ঠিকানার অংশস্বরূপ) বিশেষত শহরের উপকণ্ঠে বিচ্ছিন্ন বা প্রায়-বিচ্ছিন্ন বাড়ি। (২) বিশেষত দক্ষিণ ইউরোপে বৃহৎ উদ্যানসহ গ্রামস্থ বাড়ি; ভদ্রাসন; বাড়ি; ভিলা।
- English Word village Bengali definition [ভিলিজ্] (noun) গ্রাম: (attributive(ly)) the village post-office, গ্রামীণ ডাকঘর। villager [ভিলিজা(র্)] (noun) গ্রামবাসী।
- English Word villain Bengali definition [ভিলান্] (noun) (১) দুর্বৃত্ত; দুর্জন; দুরাত্মা; দুষ্কৃতকারী; বদমায়েশ; পামর; পাপিষ্ঠ। (২)= villein. villainous [ভিলানাস্] (adjective) দুর্বৃত্তোচিত। villainy (noun) (plural villainies) [uncountable noun] দুরাচার; পাপাচার; (plural) দুষ্ক্রিয়া; দুষ্কৃতি; দুষ্কর্ম।
- English Word villein Bengali definition [ভিলেইন্] (noun) (ইতিহাস) (মধ্যযুগে সামন্ত ব্যবস্থায়) ভূমিদাস। villeinage [ভিলিনিজ্] (noun) [uncountable noun] ভূমিদাসত্ব।
- English Word vim Bengali definition [ভিম্] (noun) [uncountable noun] (কথ্য) শক্তি; কর্মশক্তি: feel full of vim.
- English Word vinaigrette Bengali definition [ভিনিগ্রেট্] (noun) [uncountable noun] (সালাদ ইত্যাদির জন্য) সিরকা ও তেলের উপচার।