Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word vent Bengali definition [ভেন্‌ট্] (noun) (১) (বাতাস, গ্যাস, তরলপদার্থ ইত্যাদি চলাচলে) রন্ধ্র; ছিদ্র; ফোকরvent-hole (noun) (বায়ু, ধোঁয়া ইত্যাদি নির্গত হতে) ছিদ্রপথ। (২) (ব্যবসায়িক প্রয়োগ) বা জ্যাকেটের পকেটের পশ্চাদ্দিকের চিড়(৩) নির্গমন পথ: Rainwater found a vent through the broken wall. (৪) (কেবল singular) আবেগঅনুভূতির নির্গমনপথgive vent to (লাক্ষণিক) অবাধ প্রকাশ ঘটানো: He gave vent to his feelings in an impassioned speech. □(verb transitive) vent something on somebody/something ঢালা; ঝাড়া: The insulted officer vented his ill-temper on the innocent servant.
  • English Word ventilate Bengali definition [ভেন্‌টিলেইট্ America(n) ভেন্‌টালেইট্] (verb transitive) (১) অবাধে বায়ুচলাচল করতে দেওয়া; বায়ুসঞ্চালিত করা: ventilate a room. (২) (লাক্ষণিক) (কোনো প্রশ্ন, অভাব-অভিযোগ) ব্যাপকভাবে প্রচার করা ও আলোচ্যবিষয়ে পরিণত করাventilator [ভেন্‌টিলেইটার America(n) ভেন্‌টালেইটার] (noun) বায়ুচলাচলের অবাধ পথ; বায়ুরন্ধ্র; ঘুলঘুলি। ventilation [ভেন্‌টিলেইশ্‌ন্ America(n) ভেন্‌টালেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] বায়ুচলন। ventilated participial adjective বাতায়িত।
  • English Word ventral Bengali definition [ভেন্‌ট্‌র্‌ল্‌] (adjective) উদর সম্বন্ধীয়; উদরিক
  • English Word ventricle Bengali definition [ভেনট্রিক্‌ল] (noun) শরীরের কোনো গর্ত বা রন্ধ্র; কোনো অঙ্গের, বিশেষত হৃৎপিণ্ডের ফাঁপা অংশ; নিলয়
  • English Word ventriloquism Bengali definition [ভেন্‌ট্রিলাকোয়িজাম্] (noun) [uncountable noun] ধ্বনি-উচ্চারণের যে কৌশলে ধ্বনিগুলো দূরবর্তী কোনো ব্যক্তি বা স্থান থেকে আসছে বলে শ্রোতাদের মনে ভ্রান্তধারণা সৃষ্টি হয়; মায়াস্বরventriloquist [ভেন্‌ট্রিলাকোয়িস্‌ট্] (noun) উক্ত কৌশলে পারদর্শী ব্যক্তি; মায়াকণ্ঠ।
  • English Word venture Bengali definition [ভেন্‌চা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] ঝুঁকিপূর্ণ উদ্যোগ/প্রযত্ন; স্পর্ধার কাজ; স্পর্ধা: □(verb transitive), (verb intransitive) (১) venture (on) ঝুঁকি নেওয়া/নিয়ে কিছু করা: venture one’s life to save a helpless child; venture on a perilous voyage. Nothing venture, nothing gain/win/have (প্রবাদ) বিনা ঝুঁকিতে কিছু লাভ করা যায় না। (২) (কিছু করতে বা বলতে) সাহসী হওয়া; venture (to put forward) an opinion; venture a guess. Venture Scout প্রবীণতর স্কাউট। venturesome [ভেন্‌চা(র্‌)সাম্] (adjective) (১) (ব্যক্তি) ঝুঁকি নিতে প্রস্তুত, অকুতোভয়(২) (কার্য/আচরণ) ঝুঁকিপূর্ণ; বিপদসংকুলventurous [ভেন্‌চারাস্‌] (adjective)= adventurous.
  • English Word venue Bengali definition [ভেন্যিউ] (noun) সংকেতস্থান; (সভা, ক্রীড়াপ্রতিযোগিতা) নির্দিষ্ট স্থান।
  • English Word Venus Bengali definition [ভীনাস্‌] (noun) (১) (রোমকপুরাণ) প্রেম ও সৌন্দর্যের দেবী; ভিনাস(২) শুক্রগ্রহ
  • English Word veracious Bengali definition [ভারেইশাস্‌] (adjective) (আনুষ্ঠানিক) সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদীveraciously (adverb) সত্যনিষ্ঠভাবে veracity [ভার‌্যাসাটি] (noun) [uncountable noun] সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা: I don’t doubt the veracious of your story.
  • English Word veranda(h) Bengali definition [ভার‌্যান্‌ডা] (noun) বারান্দা; অলিন্দ (America(n)- এ অনেক সময় porch বলা হয়)।
  • English Word verb Bengali definition [ভাব্‌] (noun) ক্রিয়া; ক্রিয়াপদ
  • English Word verbal Bengali definition [ভাব্‌ল্] (adjective) (১) শব্দঘটিত; বাচক: a verbal error; a verbal memory, যে স্মৃতিশক্তি কোনো বিবৃতির অন্তর্গত শব্দাবলি যথাযথভাবে স্মরণ করতে পারে। (২) মৌখিক; বাচনিক: a verbal statement. (৩) পদানুপদিক; আক্ষরিক: a verbal translation. (৪) ক্রিয়াপদঘটিত: a verbal noun, ক্রিয়াবাচক বিশেষ্য। verbaly [ভাবালি] (adverb) মৌখিকভাবে।
  • English Word verbalize, verbalise Bengali definition [ভাবালাইজ্‌] (verb transitive) শব্দে সমর্পণ করা; ভাষায় প্রকাশ করা
  • English Word verbatim Bengali definition [ভাবেইটিম্] (adverb), (adjective) অক্ষরে অক্ষরে; আক্ষরিক: report a speech verbatim; a verbatim report.
  • English Word verbena Bengali definition [ভাবীনা] (noun) লতাগুল্মজাতীয় উদ্ভিদ, যার কোনো-কোনো শ্রেণি নানাবর্ণের ফুলের জন্য উদ্যানে চাষ করা হয়
  • English Word verbiage Bengali definition [ভাবিইজ্] (noun) [uncountable noun] শব্দবাহুল্য; শাব্দিকতা
  • English Word verbose Bengali definition [ভাবোস্‌] (adjective) বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ: a verbose speech/speaker/style. verbosely (adverb) বাগাড়ম্বরপূর্ণরূপে। verboseness, verbosity [ভাব্‌সাটি] (noun(s)) [uncountable noun] বাগাড়ম্বর; শব্দাড়ম্বর; বাগ্বিস্তার; বাগ্বাহুল্য।
  • English Word verdant Bengali definition [ভাড্‌ন্‌ট্] (adjective) (১) (সাহিত্যিক) (বিশেষত তৃণ, গাছপালা ও মাঠ) তাজা ও সবুজ; সুশ্যামল(২) (লাক্ষণিক) অপরিণত; কাঁচা; অনভিজ্ঞverdancy [ভাড্‌ন্‌সি] (noun) শ্যামলিমা; শ্যামলতা; অপক্বতা; অনভিজ্ঞতা।
  • English Word verdict Bengali definition [ভাডিক্‌ট্] (noun) [countable noun] (১) মামলায় তথ্যগত কোনো প্রশ্নে জুরির সিদ্ধান্ত; নির্ণয়: a verdict of guity/not guity. open verdict, দ্রষ্টব্য open 1 (৬). (২) পরীক্ষণ ও যাচাইবাছাইয়ের পর প্রদত্ত সিদ্ধান্ত বা অভিমত; রায়: The verdict of the electors.
  • English Word verdigris Bengali definition [ভাডিগ্রি] (noun) [uncountable noun] তামা, পিতল ও কাঁসার উপরিভাগে সঞ্চিত (লোহার উপরে যেমন মরিচা) সবুজ উপরে পদার্থবিশেষ; তাম্রমল; তাম্রকলঙ্ক
  • English Word Verey Bengali definition [ভেরি] (adjective) Vereylight, দ্রষ্টব্য Very.
  • English Word verge Bengali definition [ভাজ্] (noun) (১) [countable noun] প্রান্ত; কিনার; শেষপ্রান্ত; উপান্ত(২) be on the verge of; bring (somebody) to the verge of অতি সন্নিকটে/কিনারায়/উপান্তে পৌঁছা/নিয়ে আসা: The company is on the verge of bankruptcy. □(verb intransitive) verge on/upon প্রান্তবর্তী/সন্নিকটবর্তী হওয়া; (কোনোকিছুর) শামিল হওয়া: verge on madness.
  • English Word verger Bengali definition [ভাজা(র্)] (noun) (১) (ইংল্যান্ডীয় গির্জা) বিভিন্ন দায়িত্ব পালনে (যেমন লোকজনকে তাদের আসন দেখিয়ে দেওয়া) নিযুক্ত কর্মচারীবিশেষ; তত্ত্বাবধায়ক(২) গির্জায় বিশপ, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রভৃতির সামনে পদমর্যাদাসূচক অন্য প্রতীক বহনকারী কর্মকর্তা; আসাবরদার
  • English Word verify Bengali definition [ভেরিফাই] (verb transitive) (past tense, past participle verified) সত্যতা/যথার্থতা যাচাই/পরীক্ষা করা; সত্যাখ্যান করা: verify a report/statement/facts. (২) (ঘটনা ইত্যাদির) সত্যতা প্রতিপন্ন/প্রতিপাদন করা: The future will verify my prediction. verifiable [ভেরিফাইআব্‌‌ল্] (adjective) প্রতিপাদনযোগ্য; যাচনযোগ্য। verification [ভেরিফিকেইশ্‌ন্‌] (noun) সত্যাসত্য নির্ধারণ; প্রতিপাদন; প্রমাণ; সাব্যস্তকরণ।
  • English Word verily Bengali definition [ভেরালি] (adverb) (পুরাতনী) বস্তুত; যথার্থই
  • English Word verisimilitude Bengali definition [ভেরিসিমিলিট্যিঊড্ America(n) ভেরিসিমিলিটূড্] (noun) [uncountable noun] সত্য বলে প্রতীয়মানতা; সত্যোপম্য; সত্যসদৃশতা; [countable noun] সত্য বলে প্রতীয়মান কোনোকিছু; আপাতসত্য।
  • English Word veritable Bengali definition [ভেরিটাব্‌ল্] (adjective) সত্যিকার; যথার্থ; প্রকৃত
  • English Word verity Bengali definition [ভেরাটি] (noun) (plural verities) (১) [uncountable noun] (প্রাচীন প্রয়োগ) (বিবৃতি ইত্যাদির) সত্যতা; যথার্থতা(২) [countable noun] যার সত্যিকার অস্তিত্ব আছে; সত্যthe eternal verities মৌলিক নৈতিক নিয়মাবলি; ঈশ্বরের বিধানসমূহ; শাশ্বত সত্যসমূহ।
  • English Word vermicelli Bengali definition [ভামিসেলি] (noun) [uncountable noun] ময়দার লেই দিয়ে তৈরি সরু সুতার মতো খাদ্যদ্রব্য; ভার্মিচেল্লি
  • English Word vermiform Bengali definition [ভামিফোম্] (adjective) কীটাকার: The vermiform appendix, উপাঙ্গ।