• Bengali Word case 1 English definition [কেইস্‌] (noun) ১ ঘটনা; প্রকৃত অবস্থা; ব্যাপার; কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্কিত বিশেষ পরিস্থিতি: Is it the case (= এটা কি সত্য) that you have lost all your money? If that is the case (= পরিস্থিতি যদি এমনই হয়) you will have to work much harder. I can’t make an exception in your case (= তোমার ব্যাপারে) । Such being the case (= এমতাবস্থায়) you can’t go away.
    I can’t make an exception in your case (= তোমার ব্যাপারে) । Such being the case (= এমতাবস্থায়) you can’t go away. (২) (চিকিৎসাশাস্ত্র) রোগী; রুগ্‌ণ অবস্থা: There were five cases of cholera (= কলেরা-আক্রান্ত পাঁচ ব্যক্তি)। (৩) মামলা; মোকদ্দমা। a case in point, দ্রষ্টব্য point 1 (৯)। in case ঘটনাচক্রে। in case of এমন ঘটলে; এমতাবস্থায়। in any case যা-ই ঘটুক না কেন। in no case কোনো অবস্থাতেই না। in this/that case এমন/তেমন অবস্থায়; এমন/তেমন ঘটলে। make out a case (for) কোনো ব্যক্তি বা কাজের পক্ষে যুক্তি দেখানো। make out one’s case আত্মপক্ষ সমর্থন করা। (৪) (ব্যাকরণ) কারক।