• Bengali Word parallel English definition [প্যারালেল্‌] (adjective) (রেখা) সমান্তরাল; (অন্য কোনো রেখার সঙ্গে) সমান্তরাল সম্পর্কযুক্ত: a road running parallel to/with the railway.
    parallel bars শরীরচর্চায় ব্যবহৃত প্যারালেল বার। □ (noun) (১) parallel of latitude মানচিত্রে বিষুবরেখার উত্তরে বা দক্ষিণে সব স্থানে সমান ব্যবধানের সমান্তরাল রেখা; সমাক্ষরেখা। in parallel (বৈদ্যুতিক সার্কিট) প্রতিটি অংশে স্বতন্ত্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (দ্রষ্টব্য series)। (২) [Uncountable noun, Countable noun] সম্পূর্ণ এক রকম ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি: an achievement without (a) parallel in recent times. (৩) তুলনা: draw a parallel between.... □ (verb transitive) (১) অনুরূপ বা তুলনীয় কোনো কিছু উদ্ধৃত, উপস্থাপন বা উল্লেখ করা। (২) সমান্তরাল বা অনুরূপ হওয়া: His career parallels mine in many respects. The road parallels the railway. parallelism [প্যারালেল্‌ইজাম্] (noun) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) সমান্তরালতা; সমান্তরতা; সাদৃশ্য। parallelogram [প্যারালেলাগ্র্যাম্] (noun) যে চতুর্ভুজ সমতল ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল; সামন্তরিক ক্ষেত্র।