• Bengali Word sequestrate English definition [সিকোয়েস্‌ট্রেইট্] (verb transitive) ১ (আইন সম্বন্ধীয়) (ঋণী ব্যক্তির সম্পত্তি, জমিজমা ইত্যাদি) দেনা পরিশোধ কিংবা অন্যান্য দাবি না মেটানো পর্যন্ত সাময়িকভাবে দখলে নেওয়া; ক্রোক করা।
    (২) বাজেয়াপ্ত করা। sequestration [সীকোয়েস্‌ট্রেইশ্‌ন্] (noun) ক্রোক; বাজেয়াপ্তকরণ।