R পৃষ্ঠা ৫
- English Word rare gas Bengali definition [রেআ গ্যাস্] (noun) দ্রষ্টব্য inert (২).
- English Word rarebit Bengali definition [রেআবিট্] (noun) [Countable noun] Welsh rarebit (অপিচ, কথ্য 'rabit') মচমচে করে সেকা রুটির উপর গলানো বা ভাজা পনির।
- English Word rarefy Bengali definition [রেআরিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle rarefied) তরল বা পাতলা হওয়া বা করা; তনু করা বা হওয়া; বিশুদ্ধ বা পরিশুদ্ধ করা; সূক্ষ্ম করা: rarefied ideas/theories. rarefaction [রেআরিফ্যাক্শ্ন্] (noun) [Uncountable noun] তনুভবন; সূক্ষ্মকরণ; সূক্ষ্মভবন।
- English Word raring Bengali definition [রেআরিঙ্] (adjective) (কথ্য) উদগ্রীব; ব্যগ্র।
- English Word rarity Bengali definition [রেআরাটি] (noun) (plural rarities) (১) [Uncountable noun] বিরলতা। (২) [Countable noun] বিরল, অসাধারণ বা অস্বাভাবিক কোনো বস্তু; দুর্লভ বস্তু: Rain is a rarity in this country.
- English Word rascal Bengali definition [রা:স্ক্ল্ America(n) র্যাস্ক্ল্] (noun) (১) অসৎ ব্যক্তি; দুর্বৃত্ত; শঠ। (২) (পরিহাসচ্ছলে) পাজি; বদমাশ। rascally [রা:স্কালি] (adjective) পামরোচিত; শঠতাপূর্ণ; অসৎ: a rascally trick.
- English Word rase Bengali definition [রেইজ্] (verb transitive) দ্রষ্টব্য raze.
- English Word rash 1 Bengali definition [র্যাশ্] (noun) চামড়ার ছোট ছোট লাল ফুসকুড়ি; রক্তস্ফোট: a heat-rash; nettle-rash, আমবাত।
- English Word rash 2 Bengali definition [র্যাশ্] (adjective) হঠকারী; অপরিণামদর্শী; অবিমৃশ্যকৃত; হোঁতকা: a rash act; a rash youngman. rashly (adverb) হঠকারিতাপূর্বক। rashness (noun) হঠকারিতা; তাড়াহুড়া।
- English Word rasher Bengali definition [র্যাশা(র্)] (noun) শূকরের রান, পিঠ বা পাশের মাংসের পাতলা টুকরা, যা ভাজা হয়েছে বা হবে।
- English Word rasp Bengali definition [রা:স্প্ America(n) র্যাস্প্] (noun) [Countable noun] উখা; উখা চালনার ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ। □ (verb transitive), (verb intransitive) (১) rasp something (away/off) উখা দিয়ে ঘষা; ঘষে তুলে ফেলা। (২) (লাক্ষণিক) পীড়িত করা; উত্ত্যক্ত করা: rasp somebody’s feelings/nerves. (৩) rasp out কর্কশভাবে উচ্চারণ করা; ক্যাট ক্যাট করা: rasp out orders/insults. (৪) কর্কশ; খ্যাঁচ খ্যাঁচ শব্দ করা; ক্যাঁচর ক্যাঁচর করা: rasping (away) on a violin. raspingly (adverb) খ্যাঁচ খ্যাঁচ করে ইত্যাদি।
- English Word raspberry Bengali definition [রা:জ্ব্রি America(n) র্যাজ্বেরি] (noun) (plural raspberries) (১) ছোট হলুদ বা লাল ফলবিশেষ এবং ঐ ফলের ঝোপ (বুনো বা আবাদি); কণ্টকগুল্মফল: (attributive(ly)) raspberry jam/canes. (২) (অপশব্দ) বিরাগ, অবজ্ঞা বা অননুমোদন প্রকাশ করতে জিহ্বা ও ওষ্ঠযোগে উচ্চারিত আওয়াজ বা অঙ্গভঙ্গি; থুতু: give/blow somebody a raspberry.
- English Word rat Bengali definition [র্যাট্] (noun) (১) ধেড়ে ইঁদুর; দলের আশু ব্যর্থতা আঁচ করে যে ব্যক্তি দল ত্যাগ করে। smell a rat অন্যায়ের বা অপকর্মের গন্ধ পাওয়া। (look) like a drowned rat কাকের মতো অসহায়ভাবে ভেজা। the rat race চাকরির উন্নতি, সামাজিক মর্যাদা ইত্যাদির জন্য নির্লজ্জ, নিরন্তর প্রতিযোগিতা; ইঁদুরদৌড়। (২) (লাক্ষণিক) হীনচেতা বিশ্বাসঘাতক; বেইমান; ধর্মঘট পণ্ডকারী কর্মী। Rats! (প্রা.অপশব্দ) শালা! □ (verb intransitive) (ratted, ratting, rats) (১) ইঁদুর ধরা। (২) rat (on somebody) কথার খেলাপ করা; উদ্যোগ থেকে কেটে পড়া। ratter (noun) ইঁদুর শিকারি (মানুষ বা বিড়াল)। ratty (adjective) (rattier, rattiest) (কথ্য) খিটখিটে।
- English Word rat-a-tat-tat Bengali definition [র্যাট্ আ ট্যাট্ ট্যাট্], দ্রষ্টব্য rat-tat.
- English Word ratable, rateable Bengali definition [রেইটাব্ল্] (noun) পৌরকর আরোপের উপযুক্ত; করারোপযোগ্য: the ratable value of a house, পৌরকর ধার্য করার জন্য নির্ণীত বাড়ির মূল্য। ratability, rateability [রেইটাবিলাটি] (noun) [uncountable noun] করারোপযোগ্যতা।
- English Word ratan Bengali definition [র্যাট্যান্] দ্রষ্টব্য rattan.
- English Word ratch Bengali definition [র্যাচ্] (noun) = ratchet.
- English Word ratchet Bengali definition [র্যাচিট্] (noun) হুকযুক্ত দাঁতালো চাকা, যা হুক থাকায় কেবল একদিকেই ঘুরতে পারে।
- English Word rate 1 Bengali definition [রেইট্] (noun) (১) [Countable noun] হার; দর। দ্রষ্টব্য per; to 1(১২). birth/marriage/death, etc rate জন্ম/বিবাহ/মৃত্যু ইত্যাদির হার। rate of exchange (দুটি মুদ্রার মধ্যে) বিনিময় হার। the discount rate, the bank rate হুন্ডি বা বিল নির্ধারিত সময়ের পূর্বে পরিশোধের ক্ষেত্রে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সরকারিভাবে ঘোষিত বাটার হার। (২) (বাক্যাংশ) at this/that rate এমন/সে রকম হলে; এ কথা সত্য বলে ধরে নিলে। at any rate সে যাই হোক; যতই হোক। (৩) (the) rates (British/Britain) সম্পত্তির উপর প্রদেয় স্থানীয় কর; অভিকর। rates and taxes স্থানীয় কর্তৃপক্ষ ও জাতীয় সরকার কর্তৃক আরোপিত খাজনা ও কর। rate-payer (noun) করদাতা। অপিচ দ্রষ্টব্য water 1 rate (৭) ভুক্তিতে water-rate. (৪) (পূরণবাচক সংখ্যাসহ) শ্রেণি বা গুণগতমান: first rate, উৎকৃষ্ট; second rate, মাঝারি মানের; third rate, তৃতীয় শ্রেণির, (attributive(ly)), যোজকচিহ্নসহ) a first-rateartist.
- English Word rate 2 Bengali definition [রেইট্] (verb transitive), (verb intransitive) (১) rate (at) মূল্য নির্ণয় করা; মূল্যায়ন করা; বিবেচনা/গণ্য করা। (২) rate something (at) (British/Britain) স্থানীয় কর আরোপণের জন্য (সম্পত্তির) মূল্য ধার্য করা। (৩) rate somebody as (নৌচালনবিদ্যা) বিশেষ কোনো শ্রেণিভুক্ত করা। (৪) (কথ্য) বিশেষ শ্রেণিভুক্ত হওয়া: He rates as a midshipman.
- English Word rateable Bengali definition [রেইটাব্ল্] (adjective) দ্রষ্টব্য ratable.
- English Word rather Bengali definition [রা:দা(র্) America(n) র্যাদা(র্)] (adverb) (১) বরং; বরঞ্চ; অধিকতর আগ্রহের সঙ্গে (সাধারণত would/had rather ... than; rather than would): Wouldn’t you rather see the chairman? (২) or rather আরো যথাযথভাবে: We saw him in a gloomy or rather distraught state of mind. (৩) (fairly থেকে পৃথক, উল্লেখ্য যে তুলনাত্মক বিশেষণ, too, (noun(s)) (verb(s))-এর সঙ্গে fairly ব্যবহৃত হয় না) কিছুটা; কতকটা; খানিকটা; বেশ। (ক) (adjective-সহ indefinite article- এর আগে বা পরে, definite article- এর পরে) : a rather irritating situation; the rather pretty girl on the balcony. (খ) (তুলনাত্মক বিশেষণসহ): That car is rather cheaper than this. (গ) (too-সহ): This hotel is rather too expensive for us. (ঘ) (noun(s)) -সহ): She’s rather a darling. (ঙ) (verb(s) ও past participle-সহ): We were all rather surprised at the news. (চ) (adverb (s)-সহ): He returned rather earlier than we expected. (৪) (কথ্য British/Britain [রা:দা(র্)] (জবাবে) অবশ্যই; নিঃসন্দেহে।
- English Word ratify Bengali definition [র্যাটিফাই] (verb transitive) (past tense, past participle ratified) স্বাক্ষর দিয়ে (চুক্তি ইত্যাদি) দৃঢ়ভাবে অনুমোদন করা; অনুসমর্থন করা। ratification [র্যাটিফিকেইশ্ন্] (noun) অনুসমর্থন; সত্যাকৃতি; দৃঢ়ীকরণ।
- English Word rating Bengali definition [রেইটিঙ্] (noun) (১) [Countable noun] স্থানীয় কর আরোপের জন্য সম্পত্তির মূল্য নিরূপণ; মূল্য নির্ধারণ, দ্রষ্টব্য rate 2 (২). (২) [Countable noun] টনের হিসেবে প্রমোদতরি, ইনজিনের ক্ষমতা বা অশ্বশক্তির হিসেবে মোটরগাড়ি প্রভৃতির শ্রেণি বা শ্রেণিকরণ, নির্বাচিত ব্যক্তিবর্গের প্রশ্নোত্তরের ভিত্তিতে বেতার বা টিভি অনুষ্ঠানের জনপ্রিয়তা; (নৌবাহিনী) জাহাজের খাতায় লিপিবদ্ধ ব্যক্তির পদমর্যাদা বা শ্রেণি; অনাযুক্ত (non-commissioned) নাবিক: officers and ratings.
- English Word ratio Bengali definition [রেইশিওউ] (noun) (plural ratios [রেইশিওউজ্]) [Countable noun] অনুপাত।
- English Word ratiocination Bengali definition [র্যাটিঅসিনেইশ্ন্ America(n) র্যাশিঅসিনেইশ্ন্] (noun) [Uncountable noun] বিশেষত ন্যায়ের সাহায্যে প্রণালিবদ্ধভাবে বিচার করার প্রক্রিয়া।
- English Word ration Bengali definition [র্যাশ্ন্] (noun) এক ব্যক্তিকে প্রদেয় বিশেষত খাদ্যের নির্ধারিত পরিমাণ; (plural) সশস্ত্র বাহিনীর সদস্য প্রভৃতিকে প্রদত্ত নির্ধারিত ভাতা; রেশন; সংবিভাগ। ration card/ration book রেশন কার্ড। be on short rations বরাদ্দ অপেক্ষা কম খাদ্য পাওয়া। □ (verb transitive) (১) (কাউকে) সীমিত রেশন দেওয়া। (২) ration out (খাদ্য, পানি ইত্যাদি) সীমিতভাবে বণ্টন করা।
- English Word rational Bengali definition [র্যাশ্নাল] (adjective) (১) যৌক্তিক, যুক্তিসংক্রান্ত। (২) বিচারবুদ্ধিসম্পন্ন; বিচারক্ষম। (৩) যুক্তিসহ; যুক্তিসিদ্ধ: rational conduct/explanations. rationaly [র্যাশ্নালি] (adverb) যুক্তিগতভাবে। rationality [র্যাশান্যালাটি] (noun) যুক্তিসম্পন্নতা; যৌক্তিকতা।
- English Word rationale Bengali definition [র্যাশানা:ল্] (noun) যৌক্তিক ভিত্তি; মূলনীতি; মৌল যুক্তি: The rationale for capital punishment is being challenged.
- English Word rationalism Bengali definition [র্যাশ্নালিজাম্] (noun) [uncountable noun] অন্যান্য বিষয়ের মতো ধর্মের আলোচনাতেও যুক্তিকে চূড়ান্ত মানদণ্ডরূপে গ্রহণের নীতি; যুক্তিবাদ। rationalist [র্যাশ্নালিস্ট্] (noun) যুক্তিবাদী rationalistic [র্যাশ্নালিস্টিক্] (adjective) যুক্তিবাদী।