P পৃষ্ঠা ৩৩
- English Word plethora Bengali definition [প্লেটারা] (noun) (আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য। (২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।
- English Word pleurisy Bengali definition [প্লুআরাসি] (noun) [Uncountable noun] কণ্ঠ ও ফুসফুসের সূক্ষ্ম ঝিল্লির প্রদাহজনিত গুরুতর ব্যাধি।
- English Word plexus Bengali definition [প্লেক্সাস্] (noun) (plural plexuses [প্লেক্সাসিজ্] অথবা 'plexus') (ব্যবচ্ছেদবিদ্যা) তন্তু বা রক্তবাহসমূহের বয়নবিন্যাস; কুণ্ডল; জালক: the solar plexus, নাভিকুণ্ড।
- English Word pliable Bengali definition [প্লাইআব্ল্] (adjective) সহজে বাঁকানো, প্যাঁচানো বা আকার দেওয়া যায় এমন; (মন) সহজে প্রভাবিত হয় এমন; সুনম্য; আনম্য; প্রভাবোন্মুখ। pliability [প্লাইআবিলাটি] (noun) [Uncountable noun] সুনম্যতা; প্রভাবোন্মুখতা।
- English Word pliant Bengali definition [প্লাইআন্ট্] (adjective) সুনম্য; সুখনম্য। pliantly (adverb) সুনম্যভাবে। pliancy [প্লাইআন্সি] (noun) সুনম্যতা।
- English Word pliers Bengali definition [প্লাইআজ্] (noun), (past participle) (pair of) pliers তার ইত্যাদি বাঁকানো, কাটানো ও ভাঁজ করার যন্ত্র; সাঁড়াশি; প্লাস।
- English Word plight 1 Bengali definition [প্লাইট্] (noun) গুরুতর অবস্থা; দশা; দুর্দশা; দুরবস্থা।
- English Word plight 2 Bengali definition [প্লাইট্] (verb transitive) (কেবল) plight one’s troth বাগদত্ত বা বাগদত্তা হওয়া।
- English Word Plimsoll Bengali definition [প্লিম্সাল্] (noun) Plimsoll line/mark বোঝাই অবস্থায় আইনত কতখানি নিমজ্জিত হতে পারবে, জাহাজের খোলের বহির্দেশে তার সূচকরেখা বা চিহ্ন; সর্বোচ্চ নিমজ্জনরেখা।
- English Word plimsolls Bengali definition [প্লিম্সাল্জ্] (noun) (plural) রবারের তলাযুক্ত চটি বা কেম্বিসের পাদুকাবিশেষ (America(n)= sneakers); খেলার জুতা: a pair of white plimsolls.
- English Word plinth Bengali definition [প্লিন্থ্] (noun) স্তম্ভ বা ভাস্কর্যের তলদেশস্থ চতুষ্কোণ ভিত্তি; স্তম্ভপীঠ; (মূর্তির) বেদিকা।
- English Word plod Bengali definition [প্লড্] (verb transitive), (verb intransitive) (plodded, plodding, plods) শ্রান্তভাবে, ধীরে ধীরে, ক্রমাগত এগিয়ে চলা বা করা: plod on one’s way, পরিশ্রান্তভাবে অবিরাম পথচলা: plod away at a dull task, নীরস কাজে অবিরাম লেগে থাকা; কাজের ঘানি টানা। plodder (noun) যে ব্যক্তি উক্তরূপে চলে বা কাজ করে; আয়াশগামী; মন্থর অথচ একনিষ্ঠ ব্যক্তি; নিত্যোদ্যোগী; নিত্যশ্রমী। ploddingly (adverb) ঠেলে ঠেলে, অতিক্লেশে মন্থরগতিতে ইত্যাদি।
- English Word plonk 1 Bengali definition [প্লঙ্ক্] (noun) (বিশেষত তরলে) কোনো কিছু পতনের শব্দ; টুপ টুপ। □ (adverb) টুপ করে। □ (verb transitive) plonk (down) টুপ করে ফেলে দেওয়া: He plonked it down on the table suddenly.
- English Word plonk 2 Bengali definition [প্লঙ্ক্] (noun) [Uncountable noun] (অপশব্দ) সস্তা মদ।
- English Word plop Bengali definition [প্লপ্] (noun) [Countable noun] ক্ষুদ্র মসৃণ বস্তুর জলে পতনের শব্দ; টুপ। □ (adverb) টুপ করে। □ (verb intransitive) (plopped, plopping, plops) টুপ করা; টুপ করে পড়া।
- English Word plosive Bengali definition [প্লৌসিভ্] (noun), (adjective) (ধ্বনিবিজ্ঞান) স্পৃষ্টধ্বনি; স্পৃষ্ট (যেমন ক, ট, প)।
- English Word plot 1 Bengali definition [প্লট্] (noun) (সাধারণত ছোট) জমি; ভূমিখণ্ড: a building plot; a plot of vegetable. □ (verb transitive) (plotted, plotting, plots) (১) নকশা/মানচিত্র/রেখাচিত্র অঙ্কন বা তৈরি করা; লেখচিত্রের বিন্দুসমূহ যুক্ত করে নকশায় কোনো কিছুর অবস্থান চিহ্নিত করা: plot a temperature Curve; plot aircraft movements by radar. (২) plot (out) (জমি ইত্যাদি) ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করা; খণ্ড করা।
- English Word plot 2 Bengali definition [প্লট্] (noun) [Countable noun] (১) (ভালো বা মন্দ) গোপন পরিকল্পনা; সম্মন্ত্রণা; কুমন্ত্রণা; ষড়যন্ত্র; কূটপ্রবন্ধ: a plot to eliminate one’s rival. (২) (বিশেষত উপন্যাস বা নাটকের ঘটনাপরম্পরার) পরিকল্পনা বা রূপরেখা; বস্তু; কথাবস্তু: secondary plot, প্রতিমুখ। □ (verb transitive), (verb intransitive) (plotted, plotting, plots) ষড়যন্ত্র করা; ষড়যন্ত্রে/চক্রান্তে যোগ দেওয়া; plot with somebody against the government. plotter (noun) ষড়যন্ত্রকারী।
- English Word plough Bengali definition (America(n)= plow) [প্লাউ] (noun) (১) লাঙল; হাল। put one’s hand to the plough (লাক্ষণিক) কাজে হাত দেওয়া। ploughboy (noun) লাঙল টানাকালে ঘোড়া পরিচালনায় নিযুক্ত বালক; কৃষকবালক। ploughman [প্লাউমান্] (noun) (plural ploughmen) হাল চষে যে; হেলে; হালবাহক। plough-man’s lunch (noun) সাধারণত সামান্যকিছু সালাদসহ রুচি ও পনির। plough-share (noun) লাঙলের ফলা বা ফাল। (২) লাঙলসদৃশ যান্ত্রিক কৌশল। snowplough (noun) পথঘাট ও রেলপথের উপর থেকে বরফ সরানোর যন্ত্র; বরফের লাঙল। (৩) [Uncountable noun] চষা জমি: 100 acres of plough. (৪) the Plough (জ্যোতির্বিদ্যা) সপ্তর্ষিমণ্ডল। □ (verb transitive), (verb intransitive) (১) plough (back) (জমিতে) লাঙল দেওয়া; কর্ষণ করা; plough a field; (লাক্ষণিক) plough back the profits of a business, মুনাফা ফের বিনিয়োগ করা। plough a lonely furrow (লাক্ষণিক) কারো সহযোগিতা ছাড়া একা করা; একাকী হাল চালানো। plough the sand (লাক্ষণিক) পণ্ডশ্রম/বৃথাশ্রম করা। (২) plough through বাধাবিপত্তি ঠেলে/অতিক্লেশে অগ্রসর হওয়া: a truck ploughing through heavy snow; plough through a dull textbook. (৩) (কথ্য) পরীক্ষায় (কোনো পরীক্ষার্থীকে) প্রত্যাখ্যান করা বা ফেল করানো।
- English Word plover Bengali definition [প্লাভা(র্)] (noun) সমুদ্রের নিকটবর্তী জলাভূমিতে বিচরণশীল দীর্ঘপদ, খর্বপুচ্ছ পাখিবিশেষ; টিট্টিভ।
- English Word plow Bengali definition [প্লাউ] (America(n))= plough.
- English Word ploy Bengali definition [প্লয়] (noun) [Countable noun] চাল; কূটচাল; ছল।
- English Word pluck Bengali definition [প্লাক্] (verb transitive), (verb intransitive) (১) (হাঁস, মুরগি ইত্যাদির) পালক ছাড়ানো/উৎপাটন করা। (২) (ফুল, ফল ইত্যাদি) তোলা; চয়ন করা। pluck something out/up (আগাছা ইত্যাদি) তুলে ফেলা; বাছা; উৎপাটন করা। (৩) pluck at টানা; টান মারা: The beggar pluck at my shirt-sleeves. (৪) pluck up courage সাহস সঞ্চয় করা; ভয়কে জয় করা। (৫) (অপশব্দ) (বিশেষত তরুণ বা অনভিজ্ঞকে) ঠকানো; প্রতারিত করা। □ (noun) (১) [Uncountable noun] সাহস; তেজ; বুকের পাটা। (২) [Uncountable noun] উৎপাটিত বস্তু (বিশেষত মৃত পশুর হৃৎপিণ্ড, যকৃৎ ও ফুসফুস)। (৩) [Countable noun] হেঁচকা টান। plucky (adjective) (pluckier, pluckiest) সাহসী; তেজি। pluckily [প্লাককিলি] (adverb)
- English Word plug Bengali definition [প্লাগ] (noun) (১) ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত কাঠ, ধাতু, রাবার ইত্যাদির টুকরা; ছিপি; পিধান (America(n)= stopper)। plug-hole (noun) প্লাগের ছিপি লাগানোর ছিদ্র; নালি (America(n)= drain)। (২) বৈদ্যুতিক সংযোগ স্থাপনের ছিপি; প্লাগ: a three-/two-pin plug, তিন/দুই পদ্ধতিবিশিষ্ট কাটার যন্ত্র। দ্রষ্টব্য spark 1 ভুক্তিতে sparking-plug. (৩) চাপপ্রয়োগে সংকুচিত বা পাকানো তামাকের পিণ্ড; চিবানোর জন্য উক্ত পিণ্ডের কর্তিত অংশ; তামাকের দলা। (৪) (অপশব্দ)(বেতার বা টেলিভিশনের অনুষ্ঠানে) কোনো পণ্যের অনুকূল প্রচার। নিচে ৫ দ্রষ্টব্য। □ (verb transitive), (verb intransitive) (plugged, plugging, plugs) (১) plug (up) ছিপি আঁটা; পিধান লাগানো: plug a beak. (২) (কথ্য) plug away at (কোনো কাজে) প্রচণ্ড পরিশ্রম করা; খাটা। (৩) plug (something) in প্লাগ লাগানো: plug in the refrigerator. (৪) (America(n) অপশব্দ) মারা; গুলি করা। (৫) (অপশব্দ) পুনঃপুন প্রচারের দ্বারা (কোনো কিছু) সুপরিচিত করা; সুপরিচিতকরণ।
- English Word plum Bengali definition [প্লাম্] (noun) (১) আলুবোখারা; আলুচা; আলুবোখারার গাছ। (২) plum cake কিশমিশ ইত্যাদি শুষ্ক ফলযুক্ত কেক। plum duff কিশমিশ ইত্যাদি যুক্ত সিদ্ধ পুডিং। plum-pudding শুষ্ক ফল ও মসলাযুক্ত সিদ্ধ পুডিং-বড়দিনের ঐতিহ্যিক খাবারের অংশ। (৩) (কথ্য) উৎকৃষ্ট ও কাম্য বলে বিবেচিত কোনো কিছু; মোটা মাইনের চাকরি; লোভনীয়/শাঁসালো পদ।
- English Word plumage Bengali definition [প্লূমিজ্] (noun) [Uncountable noun] পাখির পালক; পালকভার; পুচ্ছ: birds in their colourful plumage.
- English Word plumb Bengali definition [প্লাম্] (noun) জলের গভীরতা নির্ণয় কিংবা প্রাচীরের উল্লম্বতা পরীক্ষায় দড়ির সঙ্গে বাঁধা সিসাখণ্ড বা বল; ওলন; ওলনদড়ি। (a plumb-line). out or plumb উল্লম্ব নয়। □ (adverb) (১) ঠিক, যথাযথভাবে। (২) (America(n) কথ্য) রীতিমতো: plumb crazy. □ (verb transitive) (লাক্ষণিক) মূলে পৌঁছা: plumb the depths of a mystery.
- English Word plumbago 1 Bengali definition [প্লাম্বেইগোউ] (noun) [Uncountable noun] কালো পদার্থবিশেষ, যা পেনসিলের শিষরূপে ব্যবহৃত হয়; কৃষ্ণশিষ; সুর্মা পাথর।
- English Word plumbago 2 Bengali definition [প্লাম্বেইগোউ] (noun) (plural plumbagos [প্লাম্বেইগোজ্]) নীল পুষ্পবিশিষ্ট উদ্ভিদবিশেষ।
- English Word plumber Bengali definition [প্লামা(র্)] (noun) জলের কল, চৌবাচ্চা ইত্যাদি স্থাপন ও সংস্কারের কাজে দক্ষ শ্রমিক; পানির মিস্ত্রি।