P পৃষ্ঠা ৩৬
- English Word pole 2 Bengali definition [পোল্] (noun) (১) (বিশেষত তাঁবু, টেলিগ্রাফের তার, পতাকা ইত্যাদির জন্য কাঠ বা ধাতুর দীর্ঘ, সরু, সুগোল) দণ্ড বা খুঁটি। under bare poles (নৌচালনবিদ্যা) সব পাল গুটিয়ে। up the pole (অপশব্দ) (ক) বিপাকে; ফ্যাসাদে। (খ) আড়পাগলা; খ্যাপাটে। pole-jumping (noun) দীর্ঘ দণ্ডের সাহায্যে লাফ; সদণ্ড লম্ফন/লাফ। pole-vault (noun) উঁচুনিচু করা যায় এমন একটি অবরোধের উপর দিয়ে পূর্ববৎ লাফ; সদণ্ড উল্লম্ফন। (২) দৈর্ঘ্যের মাপবিশেষ (rod বা perch নামেও পরিচিত), ৫.৫ গজ বা প্রায় ৫ মিটার; নল। দ্রষ্টব্য পরি ৫।
- English Word pole-axe, pole-ax Bengali definition [পোল্ অ্যাক্স্] (noun) (১) (ইতিহাস) যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ হাতলবিশিষ্ট কুঠার। (২) গরুছাগল হত্যা করার জন্য কশাইয়ের অস্ত্রবিশেষ; খাঁড়া; কাটারি। □ (verb transitive) কুঠারাঘাত করা; (লাক্ষণিক) হত্যা/নিধন/ধ্বংস করা।
- English Word polecat Bengali definition [পোল্ক্যাট্] (noun) গন্ধগোকুল; খট্টাশ; খাটাশ।
- English Word polemic Bengali definition [পালেমিক্] (noun)[Uncountable noun (আনুষ্ঠানিক) বিবাদ; বাদানুবাদ; বিসংবাদ; তর্কবিতর্ক; (plural) বিতর্কনৈপুণ্য; বিবাদকুশলতা; বাদানুবাদচাতুর্য। polemical (adjective) বিবাদপ্রিয়; বাদানুবাদকুশল; বিবাদকুশল; বিবাদাত্মক; বিতর্কমূলক; বাদানুবাদাত্মক। polemically [পালেমিক্লি] (adverb) বিসংবাদীরূপে, বিবাদাত্মকভাবে।
- English Word police Bengali definition [পালীস্] (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ। police constable (noun) সাধারণ পদমর্যাদার পুলিশ; পুলিশ কনস্টেবল। policedog (noun) সন্দেহভাজন অপরাধীকে ধরা বা খুঁজে বের করতে ব্যবহৃত প্রশিক্ষিত কুকুর; পুলিশের কুকুর। policeforce (noun) পুলিশবাহিনী। policeman [পালীস্মান্] (noun) (plural policemen) পুলিশবাহিনীর পুরুষ সদস্য; পুলিশ কর্মচারী। police-office (noun) পুলিশ দফতর। police-officer (noun) পুলিশ কর্মকর্তা। policestate (noun) রাজনৈতিক পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র; পুলিশিরাষ্ট্র। police-station (noun) থানা। policewoman (noun) (plural women) মহিলা পুলিশ। □ (verb transitive) পুলিশের সাহায্যে বা মতো নিয়ন্ত্রণ করা; আইনশৃঙ্খলা রক্ষা করা।
- English Word policy 1 Bengali definition [পলাসি] (noun) (plural policies) (১) [Uncountable noun, Countable noun] নীতি; কর্মপন্থা; কর্মসূচি: foreign policy, পররাষ্ট্রনীতি। (২) [Uncountable noun] সুনীতি; নীতিকুশলতা; নীতিজ্ঞতা; রাজ্যশাসননীতি।
- English Word policy 2 Bengali definition [পলাসি] (noun) বিমার লিখিত চুক্তি; বিমাপত্র: a fire-insurance policy; a policy -holder.
- English Word polio Bengali definition [পোলিও] (noun) polio myelitis-এর কথ্যসংক্ষেপ; দ্রষ্টব্য polio myelitis পোলিও: polio victims; anti-policy injections.
- English Word poliomyelitis Bengali definition [পোলিওমাইআলাইটিস্] (noun) [Uncountable noun] মেরুদণ্ডের মজ্জার প্রদাহঘটিত, ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি, যাতে রোগী প্রায়ই শারীরিকভাবে পঙ্গু হয়ে যায়।
- English Word polish Bengali definition [পলিশ্] (verb transitive), (verb intransitive) (১) polish (up) ঘষামাজা করা; পালিশ/উজ্জ্বল/ঝকঝকে/চাকচিক্য/মসৃণ করা বা হওয়া: This material won’t polish. (২) (সাধারণত past participle) মার্জিত/পরিমার্জিত করা: a polished speech/performance. (৩) polish something off দ্রুত শেষ করা; সাবাড়/খতম করা: polish off a large plateful of sweets. □ (noun) (১) [Uncountable noun, countable noun] মসৃণতা; পালিশ: shoes/tables with a good polish. (২) [Uncountable noun, Countable noun] পালিশ করার উপাদান; পালিশ। (৩) [Uncountable noun] (লাক্ষণিক) শিষ্টতা; সভ্যাচার; পরিমার্জনা।
- English Word polish 2 Bengali definition [পোলিশ্] (adjective) পোল্যান্ড বা পোল্যান্ড সম্বন্ধীয়; পোলীয়। □ (noun) [Uncountable noun] পোলীয়/পোল্যান্ডীয় ভাষা।
- English Word politburo Bengali definition [পলিট্বিঊআরো] (noun) (plural politburos [পলিট্বিঊআরোজ্]) (বিশেষত কমিউনিস্ট) রাজনৈতিক দলের প্রবীণ নির্বাহী পরিষদ; কেন্দ্রীয় পরিষদ।
- English Word polite Bengali definition [পালাইট্] (adjective) (১) শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত: a polite boy; a polite remark. (২) শিষ্ট; পরিশীলিত; সভ্য; সভ্যাচারসম্পন্ন: polite society; polite literature. politely (adverb) শিষ্টবৎ; শিষ্টাচারসম্পন্নভাবে; মার্জিতভাবে; সদাক্ষিণ্যে; সবিনয়ে। politeness (noun) শিষ্টতা; শিষ্টাচার; সৌজন্য।
- English Word politic Bengali definition [পলাটিক্] (adjective) (১) (ব্যক্তি) নীতি; নীতিকুশল; নীতিবিশারদ; ব্যবহারকুশল; ব্যবহারদক্ষ; বিচক্ষণ। (২) (কাজ) সুপ্রযুক্ত; সুনীত; সুবিবেচনাপ্রসূত; চতুর: follow a politic course; make a politic retreat. (৩) the body politic সুসংগঠিত নাগরিক গোষ্ঠী হিসেবে রাষ্ট্র; রাষ্ট্রসংগঠন; রাষ্ট্রশরীর।
- English Word political Bengali definition [পালিটিক্ল্] (adjective) (১) রাষ্ট্রীয়; রাজনৈতিক; রাষ্ট্রনৈতিক; রাষ্ট্রনীতিক: political liberties; for political reasons. political asylum রাজনৈতিক আশ্রয়। political economy রাষ্ট্রপালনবিদ্যা; রাষ্ট্রপোষণবিদ্যা। political geography রাজনৈতিক ভূগোল। তুলনীয় physical ও economic geography. political prisoner রাজবন্দি। (২) রাজনীতি সম্বন্ধীয়: a political crisis. politically [পালিটিক্লি] (adverb) রাজনৈতিকভাবে।
- English Word politician Bengali definition [পলিটিশ্ন্] (noun) (১) রাজনীতিবিদ; রাজনীতিক; রাজনীতিবিশারদ। (২) (মন্দ অর্থে) নীতির প্রশ্নে বাছবিচার না-করে যে ব্যক্তি কেবল জীবিকারূপে রাজনীতি চর্চা করে; রাজনীতিজীবী; রাজনীতিবাজ: party politicians. He is not a statesman, only a politician.
- English Word politicize, politicise Bengali definition [পালিটিসাইজ্] (verb transitive), (verb intransitive) রাজনীতিসচেতন করা বা হওয়া; (রাজনীতি) সংঘবদ্ধ/প্রভাবিত করা বা হওয়া।
- English Word politick Bengali definition [পলাটিক্] (verb intransitive) রাজনীতি করা।
- English Word politico Bengali definition [পলিটিকোউ] (noun) (তুচ্ছার্থে) রাজনীতিবিদ।
- English Word politics Bengali definition [পলাটিক্স্] (noun) (plural) (singular বা plural verb- সহ) রাজনীতি; রাজ্যশাসনবিদ্যা: party politics; local politics.
- English Word polity Bengali definition [পলাটি] (noun) (plural polities) (১) [uncountable noun] সরকারের রূপ বা প্রক্রিয়া; রাষ্ট্রব্যবস্থা। (২) [Countable noun] সংগঠিত রাষ্ট্র হিসেবে সমাজ; রাষ্ট্রস্থিতি।
- English Word polka Bengali definition [পল্কা America(n) পোউল্কা] (noun) [Countable noun] (পূর্ব ইউরোপে উদ্ভূত) দ্রুত তালের নৃত্যবিশেষ; উক্ত নাচের সহগামী সংগীত; পলকা। polkadots কাপড়ে বড় বড় ফোঁটার সমরূপ নকশাবিশেষ; ফুটকির নকশা: (attributive(ly)) a polkadot scarf.
- English Word poll 1 Bengali definition [পোল্] (noun) (১) নির্বাচনে ভোটদান বা ভোটগ্রহণ; ভোটারতালিকা; ভোটগণনা; ভোটকেন্দ্র: a light/heavy poll, আনুপাতিকভাবে অল্পসংখ্যক/বহুসংখ্যক ভোটারের ভোটদান; go to the polls (=polling-booths); exclude people from the poll, ভোটাধিকার বঞ্চিত করা; be successful at the poll, নির্বাচনে সাফল্য লাভ করা; head the poll, প্রার্থীদের তালিকার শীর্ষে থাকা; declare the poll, নির্বাচনে ফলাফল ঘোষণা করা। (২) জনমত জরিপ করা: a public opinion poll. (৩) (প্রাচীন প্রয়োগ) মাথা: (হাস্যরসাত্মক) a grey poll, পলিতকেশ বৃদ্ধ; পলিতমুণ্ড। poll-tax (noun) কোনো সম্প্রদায়ের প্রত্যেকের উপর আরোপিত কর; মাথাপিছু কর।
- English Word poll 2 Bengali definition [পোল্] (verb transitive), (verb intransitive) (১) ভোট দেওয়া বা পাওয়া; (কোনো নির্বাচনী এলাকার) নির্বাচকমণ্ডলীর ভোট নেওয়া: The socialist candidate polled over 5000 votes. The constituency was polled last week. polling-booth/polling-station (noun(s) ভোটকেন্দ্র। polling-day (noun) ভোটের দিন। (২) (গবাদিপশুর শিংয়ের) অগ্রভাগ কাটা; গাছের চূড়া কাটা/ছাঁটা (=pollard)।
- English Word poll 3 Bengali definition [পল্] (noun) (অপিচ poll parrot) শুক পাখির প্রচলিত নাম; টিয়া; তোতা।
- English Word pollack Bengali definition [পলাক্] (noun) দীর্ঘ সরু চোয়ালবিশিষ্ট; গুল্ফহীন; কড জাতীয় মাছবিশেষ।
- English Word pollard Bengali definition [পলাড্] (verb transitive) নতুন পত্রপল্লব গজাতে পারে, এই উদ্দেশ্যে গাছের মাথা কেটে ফেলা। □ (noun) ঐভাবে যে গাছের মাথা কেটে ফেলা হয়েছে; ছিন্নাগ্রবৃক্ষ: The willows need to be pollarded.
- English Word pollen Bengali definition [পলান্] (noun) [Uncountable noun] পরাগ; পুষ্পরেণু। pollencount হে ফিভার (hay fever) প্রভৃতির সম্ভাব্য আক্রমণের সূচক হিসেবে আবহমণ্ডলে একটি নির্দিষ্ট পরিমাণ বাতাসে ২৪ ঘণ্টার (কাচের পাতে সঞ্চিত) পরাগের পরিমাণ; পরাগগণনা।
- English Word pollinate Bengali definition [পলিনেইট্] (verb transitive) পরাগনিষিক্ত/পরাগযুক্ত করা। pollination [পলিনেইশ্ন্] (noun) [Uncountable noun] পরাগযোগ।
- English Word pollster Bengali definition [পোল্স্টা(র্)] (noun) (কথ্য) জনমত যাচাইকারী।