Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word pituitary Bengali definition [পিট্যুইটারি America(n) পিটূআটেরি] (adjective) pituitary gland মস্তিষ্কের নিম্নভাগে অবস্থিত অন্তঃস্রাবী গ্রন্থিবিশেয; এ থেকে নিঃসৃত হরমোন শারীরিক বৃদ্ধিকে প্রভাবিত করে; পিটুইটারি গ্রন্থি। □ (noun) পিটুইটারি (গ্রন্থি)।
  • English Word pity Bengali definition [পিটি] (noun) (plural pities) (১) করুণা; অনুকম্পা; দয়া; মায়া; দরদ; কৃপা: be filled with/feel pity for somebody. have/take pity on somebody কাউকে দয়া/করুণা করা। for pity’s sake (অনুনয় হিসেবে ব্যবহৃত) দয়া করে: For pity’s sake rescue this poor girl from her master’s cruelty. out of pity দয়াপরবশ হয়ে; করুণা করে: give something out of pity. (২) (indefinite article- সহ, তবে নিম্নোক্ত ক্ষেত্র ছাড়া অন্যত্র বহুবচনে ব্যবহৃত হয় না) দুঃখের/দুর্ভাগ্যের/পরিতাপের বিষয়: It’s a pity (that) she can’t sing. The pity is that....It’s a thousands pities that...অত্যন্ত পরিতাপের বিষয়...। □ (verb transitive) (past tense, past participle pitied) (কারো জন্য) সত্যিকার দয়া/করুণা/অনুকম্পাবোধ করা; অবজ্ঞা/করুণা (বোধ) হওয়া: I really pity the unfortunate child. I pity your ignorance. pitying (adjective) অনুকম্পী; করুণাসূচক; করুণার্দ্র। pityingly (adverb) করুণা করে; করুণার্দ্রভাবে।
  • English Word pivot Bengali definition [পিভাট্] (noun) (১) যে পিন বা বিন্দুকে কেন্দ্র করে কোনো কিছু ঘোরে; আবর্তনকীলক(২) যার উপর যুক্তি বা আলোচনা নির্ভর করে; কেন্দ্রবিন্দু(৩) (সামরিক) যে ব্যক্তি বা একককে কেন্দ্র করে একটি সেনাদল ডানেবাঁয়ে দিক পরিবর্তন করে। □(verb transitive), (verb intransitive) (১) pivot on কেন্দ্র করে ঘোরা বা আবর্তিত হওয়া(২) আবর্তনকীলকের উপর স্থাপন করা; আবর্তনকীলক লাগানোpivotal [পিভাট্‌ল্] (adjective) আবর্তন কীলকসংক্রান্ত বা সদৃশ; (লাক্ষণিক) কেন্দ্রীয়; নিরতিশয় গুরুত্বপূর্ণ।
  • English Word pixie cut Bengali definition [পিকজি কাট্] (noun) চুলের যে ছাঁট ঘাড় পর্যন্ত চুল রেখে সামনের দিকে কপাল ঢেকে রাখে এবং কানের দুই পাশ দিয়েও থাকে ছন্দময় কাট। ঢিনএজারদের কাছে পিক্সি কাট বেশ জনপ্রিয়: Bushra has a blond, bright pixie cut.
  • English Word pixy, pixie Bengali definition [পিকসি] (noun) (plural pixies) খুদে পরী
  • English Word pizza Bengali definition [পীট্‌সা] (noun) (ইতালীয়) মাখা ময়দার স্তরের উপর টমেটো, পনির ইত্যাদি বসিয়ে তাপে তৈরি খাবারবিশেষ; পিৎসা
  • English Word pizzicato Bengali definition [পিট্‌সিকা:টোউ] (adjective), (adverb) (ইতালীয়) (সংগীত) (বেহালা ইত্যাদির ছড় ব্যবহার না-করে) তারে মৃদু আঘাত দিয়ে (বাজানো); তারটানা; তার টেনে
  • English Word placard Bengali definition [প্ল্যাকা:ড্] (noun) প্রকাশ্যে প্রদর্শনের জন্য লিখিত বা মুদ্রিত বিজ্ঞাপন; প্রাচীরপত্র; ঘোষণাপত্র; পোস্টার (verb transitive) প্রাচীরপত্র লাগানো; প্রাচীরপত্রের মাধ্যমে ঘোষণা করা।
  • English Word placate Bengali definition [প্লাকেইট্ America(n) প্লেইকেইট্] (verb transitive) শান্ত/আশ্বস্ত করা
  • English Word place 1 Bengali definition [প্লেইস্] (noun) (১) স্থান; জায়গা: How can you be in two places at the same time? (২) গ্রাম, শহর, নগর ইত্যাদি; স্থান: visit places and see thing,s পর্যটন করা। go places (কথ্য) উত্তরোত্তর সাফল্য পাওয়া। place-name (noun) শহর, গ্রাম, পাহাড়, হ্রদ ইত্যাদির নাম; স্থানিক নাম: an expert on the origin of place names. (৩) কোনো নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহৃত জমি বা ভবন; স্থান; আলয়; স্থল: a place of worship, উপাসনালয়; a place of amusement, বিনোদনশালা (রঙ্গালয়, সিনেমা, নৃত্যশালা ইত্যাদি); a market-place, বাজার; a place of business, ব্যবসাস্থল। (৪) কোনো কিছুর পৃষ্ঠদেশে বিশেষ স্থান: a sore place on my left arm. (৫) বই ইত্যাদির অংশ/অনুচ্ছেদ; জায়গা; স্থল: to use book-mark to keep one’s place. ৬ (সমাজ, সংগঠন ইত্যাদিতে) স্থান; অবস্থান: keep/know one’s place. (৭) (দৌড় প্রতিযোগীদের মধ্যে) স্থান: first/second place; to back the favourite for a place, সম্ভাব্য প্রথম তিনটির মধ্যে একটির উপর বাজি ধরা। place-bet (noun) স্থানভিত্তিক বাজি। (৮) (গণিত) দশমিক বা অন্য অঙ্কপাতনে একটি শ্রেণির অন্তর্গত কোনো সংখ্যার মূল্যনির্দেশক অবস্থান; ঘর: calculated to five place of decimals/to five decimal places. যেমন ৬. (৫৭১৩২)(৯) যুক্তিতর্কের একটি মাত্র পর্যায় বা ক্রমin the first/second, etc place প্রথমত, দ্বিতীয়ত ইত্যাদি। (১০) যথাস্থান; স্বস্থান; নির্দিষ্ট/নির্ধারিত স্থান/আসন: I’ll go back to my place. Let us have a place for everything and everything in its place. You’ll always have a place around our table, আপনি সব সময়েই স্বাগতম। in place (ক) যথাস্থানে: Is everything in place? (খ) (লাক্ষণিক) যথোচিত; উপযুক্ত: The comment is not quite in place. out of place (ক) অস্থানে। (খ) অনুচিত; অনুপযুক্ত: His suggestion was rather out of place. in place of স্থলে: in place of a parent, পিতৃস্থানে। give place মেনে নেওয়া; নতি স্বীকার করা। give place to স্থান ছেড়ে দেওয়া। make place for (ক) জায়গা করে দেওয়া (এ অর্থে make room- ই অধিক প্রচলিত) (খ) অগ্রাধিকারের দাবি (কাউকে) ছেড়ে দেওয়া। (গ) নিরাকৃত/অপসারিত হওয়া। put somebody in his (proper) place; put oneself in somebody’s/somebody else’s place, দ্রষ্টব্য put 1 (২)। take the place of স্থান দখল করা; প্রতিকল্প হওয়া; Can he take your place? take place ঘটা; অনুষ্ঠিত হওয়া: The demonstration will take place tomorrow. pride of place গৌরবের স্থান। ১১ পদ; নিয়োগ; পদবি; পদাধিকারীর দায়িত্ব বা কর্তব্য: It’s his place to see that the projects are completed in time. placeman, place-seeker (noun(s)) যে ব্যক্তি লোভনীয় পদ (যেমন সরকারি) অন্বেষণ করে; পদবিশিকারি। (১২) বাড়ি; বাসভবন; বাসস্থান; নিলয়; গৃহ: He’s a nice little place in the suburbs. (১৩) (সংজ্ঞাবাচক নামের অংশরূপে) street, square ইত্যাদির বিকল্প; বীথিকা: Governor place. (১৪) place-kick (noun) (রাগবিতে) পদাঘাত করার উদ্দেশ্যেই বল আগে মাটিতে বসিয়ে মারা লাথি; বসা লাথি
  • English Word place 2 Bengali definition [প্লেইস্‌] (verb transitive) (১) (কোনো স্থানে) রাখা; ন্যস্ত/বিন্যস্ত করা; সাজিয়ে রাখা; স্থাপিত/স্থাপন/নিবেশিত করা: Can you place the figures in the right order? (২) নিয়োগ/নিযুক্ত করা: He should be placed in a good position. (৩) (অর্থ) বিনিয়োগ করা; ন্যস্ত করা: place Ɛ 500 to somebody’s credit in a bank. (৪) (সরবরাহের ফরমাশ) পেশ করা: place an order for stationery. (৫) (পণ্য ইত্যাদি) বিক্রি করা: It is difficult to place such a big stock overnight. (৬) থাকা; রাখা; স্থাপন করা: place confidence in somebody. (৭) অতীত অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে (কাউকে) শনাক্ত বা পরিমাপ করা; পুরাপুরি চেনা: He’s not an easy man to place. I can’t place her, though her face is not quite unknown to me. (৮) (ক্রীড়া প্রতিযোগিতায়) প্রতিযোগীদের অবস্থান নির্ণয় করাbe placed প্রথম তিনটির মধ্যে স্থান পাওয়া।
  • English Word placebo Bengali definition [প্লাসীবোউ] (noun) (plural placebos) (১) রোগনিরাময়ের জন্য নয়, শুধু রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওষুধের নামে প্রদত্ত অন্য কিছু(২) কাউকে শান্ত বা প্রশমিত করার জন্য যে আয়োজন বা প্রয়াস: These measures are simply a placebo and do not deal with the real causes of dissent.
  • English Word placenta Bengali definition [প্লাসেন্‌টা] (noun) (প্রাণীবিদ্যা) অন্তঃসত্ত্বাবস্থায় ভ্রূণের পুষ্টি জোগাতে জরায়ুর অন্তরাচ্ছদক অঙ্গবিশেষ; গর্ভপত্রplacental (adjective) ডিম্বকবাহী গর্ভপত্রসংক্রান্ত। placentation (noun) গর্ভপত্রবিন্যাস বা অমরাবিন্যাস।
  • English Word placid Bengali definition [প্ল্যাসিড্] (adjective) শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকারplacidly (adverb) শান্তভাবে; সুসমাহিতভাবে ইত্যাদি। placidity [প্লাসিডাটি] (noun) [Uncountable noun] শান্ততা; প্রসন্নতা।
  • English Word placket Bengali definition [প্ল্যাকিট্] (noun) পরা ও খোলার জন্য মেয়েদের স্কার্টের মুখ, এর নিচে অবস্থিত পকেট; স্কার্টের ছেদ
  • English Word plage Bengali definition [প্লা:জ্‌] (noun) (ফরাসি) সমুদ্রসৈকত
  • English Word plagiarize, plagiarise Bengali definition [প্লেইজারাইজ্‌] (verb transitive) অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করা; কুম্ভিলতা করাplagiarism [প্লেইজারিজাম্‌] (noun) [Uncountable noun, Countable noun] কুম্ভিলকবৃত্তি। plagiarist [প্লেইজারিস্‌ট্] (noun) কুম্ভিলক।
  • English Word plague Bengali definition [প্লেইগ্‌] (noun) (১) the plague = bubonic plague, মহামারী; মড়কplague-spot (noun) (ক) মারী-ঘা। (খ) মহামারী এলাকা। (গ) নৈতিক অধঃপতনের উৎস, কেন্দ্র বা লক্ষণ। (২) বিঘ্ন, বিরক্তি বা বিপর্যয়ের হেতু; উৎপাত; অনর্থপাত; উপদ্রব: a plague of locusts/flies. □ (verb transitive) plague (with) (বিশেষত বারবার অনুরোধ বা প্রশ্ন করে) বিরক্ত/পীড়িত করা। plaguy [প্লেইগি] (adjective) (কথ্য) পীড়াদায়ক; ক্লেশকর। plaguily [প্লেইগ্‌গিলি] (adverb) পীড়াদায়কভাবে ইত্যাদি।
  • English Word plaice Bengali definition [প্লেইস্‌] (noun) (plural অপরিবর্তিত) রূপচাঁদা (মাছ)।
  • English Word plaid Bengali definition [প্ল্যাড্] (noun) (১) [Countable noun] স্কটল্যান্ডের পাহাড়িদের গলদেশে পরার দীর্ঘ পশমি বস্ত্রবিশেষ(২) [Uncountable noun] উক্ত গলবস্ত্রের জন্য কাপড়বিশেষ; উত্তরীয়
  • English Word plain 1 Bengali definition [প্লেইন্‌] (adjective) (plainer, plainest) (১) স্পষ্ট; সোজা; সুগম; সুবোধ্য: plain English; in plain speech; plain language; (তারবার্তা) সাংকেতিক নয়। plain sailing (লাক্ষণিক) সহজ ও নির্বিঘ্ন কার্যক্রম; নিষ্কণ্টক যাত্রা: After we met our old friend, everything was plain sailing. (৪) সরল; সাধারণ; অনাড়ম্বর; সাদামাটা; আটপৌরে: a plain white dress; in plain clothes, (বিশেষত পুলিশের লোক) উর্দিপরা নয়; সাধারণ পোশাক পরিহিত: plain food/cooking; a plain cook. (৩) (ব্যক্তি ও তার চিন্তা, কর্ম) সরল; সরলচিত্ত; ঋজু; স্পষ্ট; অকপট; অমায়িক: in plain words, অকপটে; খোলাখুলি: plain dealing, অকপটতা; সততা; আন্তরিকতা। to be plain with you খোলাখুলি বলতে গেলে। plain-spoken (adjective) স্পষ্টবাদী। (৪) (চেহারা) সাদামাটা; সাধারণ; মামুলি(৫) plain-song/chant (noun) অ্যাংলিকান বা রোমান ক্যাথলিক গির্জার উপাসনা-অনুষ্ঠানে বহুকণ্ঠে গীত ঐকতানসংগীত; সমবেত কণ্ঠের গান/গীত। □ (adverb) খোলাখুলি: learn to speak plain. plainly (adverb) স্পষ্টত; স্পষ্টভাবে ইত্যাদি: He is plainly wrong. plainness (noun) সরলতা; স্পষ্টতা; আড়ম্বরহীনতা।
  • English Word plain 2 Bengali definition [প্লেইন্] (noun) সমভূমি; সমতলভূমি: the wide plains of Canada. plainsman [প্লেইন্‌জ্‌মান্‌] (noun) সমতলভূমির অধিবাসী।
  • English Word plaint Bengali definition [প্লেইন্‌ট্‌] (noun) (১) (আইন সম্বন্ধীয়) নালিশ; অভিযোগ(২) (কাব্যিক) বিলাপ
  • English Word plaintiff Bengali definition [প্লেইন্‌টিফ্‌] (noun) বাদী; ফরিয়াদি। দ্রষ্টব্য defendent.
  • English Word plaintive Bengali definition [প্লেইন্‌টিভ্‌] (adjective) বিলাপসূচক; খেদসূচক; শোকপূর্ণ; সবিলাপplaintively (adverb) সবিলাপে; সখেদে; শোকার্তভাবে। plaintiveness (noun) বিলাপ; পরিবেদনা।
  • English Word plait Bengali definition [প্ল্যাট্] (verb transitive) (চুল, খড়) বিনুনি করা (noun) বিনুনি: wearing her hair in a plaintive.
  • English Word plan Bengali definition [প্ল্যান্] (noun) (১) (ঘরবাড়ি) নকশা; আলেখ্য; আকল্প: plan for a hospital. দ্রষ্টব্য elevation(৫). (২) (যন্ত্রাংশের) রেখাচিত্র; পরিলেখ(৩) (উদ্যান, নগর) পরিকল্পনা; নকশা। তুলনীয় (বৃহৎ ভূখণ্ডের ক্ষেত্রে) map. (৪) কোনো কিছু করার বা ব্যবহারের আগাম আয়োজন; পরিকল্পনা: a five year plan; make plans for the holidays. (go) according to plan পরিকল্পনা মতো চলা। (verb transitive) (planned, planning, plans) (১) পরিকল্পনা/নকশা করা: plan for a school/garden. (২) plan to do something কিছু করার পরিকল্পনা/সংকল্প করা(৩) plan (out) পরিকল্পনা রচনা করা: plan (out) a military campaign. a planned economy (সরকার কর্তৃক) পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা। দ্রষ্টব্য town (২). planer (noun) পরিকল্পক; পরিকল্পনাবিদ। planless (adjective) পরিকল্পনাহীন।
  • English Word planchette Bengali definition [প্লা:ন্‌শেট্ America(n) প্ল্যানশেট্] (noun) অধ্যাত্মবৈঠকে ব্যবহৃত চাকা লাগানো ক্ষুদ্র ফলকবিশেষ, এর উপরে খাড়াভাবে স্থাপিত একটি পেনসিল হাতের সচেতন নিয়ন্ত্রণ ছাড়াই দাগ কাটে বলে কথিত; প্লানশেট
  • English Word plane 1 Bengali definition [প্লেইন্‌] (noun) plane (plane-tree) বিস্তৃত শাখা-প্রশাখা, প্রশস্ত পাতা ও পাতলা বাকল (যা তবকের মতো খুব সহজেই উঠে আসে) বিশিষ্ট কয়েক প্রকার গাছের যেকোনো একটি
  • English Word plane 2 Bengali definition [প্লেইন্‌] (noun) র‌্যাঁদা। □ (verb transitive), (verb intransitive): র‌্যাঁদা করা / ঠেলা দেওয়া / মারা: plane something smooth. কোনো কিছু মসৃণ করা। plane away/down র‌্যাঁদা মেরে সমান করা।