P পৃষ্ঠা ৩১
- English Word plane 3 Bengali definition [প্লেইন্] (noun) (১) noun (attributive(ly)), plane geometry সমতলের উপর অঙ্কিত চিত্রের জ্যামিতি। plane sailing জাহাজ সমতলের উপর দিয়ে অগ্রসর হচ্ছে, এই তত্ত্বের ভিত্তিতে জাহাজের অবস্থান নির্ণয়ের কৌশল; সমতল-নৌচালনা। দ্রষ্টব্য plain 1 (১) ভুক্তিতে plain sailing. (২) উড়োজাহাজের প্রধান আলম্বনতল। (৩) (লাক্ষণিক) (উন্নয়ন ইত্যাদির) স্তর বা পর্যায়: on a higher social plane. □ (verb transitive) plane (down) (উড়োজাহাজে) ওড়া; ভেসে চলা।
- English Word plane 4 Bengali definition [প্লেইন্] (noun) aeroplane- এর কথ্য সংক্ষিপ্ত রূপ; উড়োজাহাজ।
- English Word planet Bengali definition [প্ল্যানিট্] (noun) গ্রহ। planetary [প্ল্যানিট্রি America(n) প্ল্যানিটেরি] (adjective) গ্রহ সম্বন্ধীয়; গ্রহ। planetarium [প্ল্যানিটেআরিআম্] (noun) আকাশরূপ একটি বৃহৎ গম্বুজের অভ্যন্তরদেশে প্রক্ষিপ্ত আলোকবিন্দুর সাহায্যে গ্রহনক্ষত্রের গতিবিধি প্রদর্শনের কৌশল এবং এই উদ্দেশ্যে ব্যবহৃত ভবন; নক্ষত্রশালা; প্লানিটারিয়াম।
- English Word plangent Bengali definition [প্ল্যান্জান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) (ধ্বনি) অনুনাদী; অনুরণনশীল; গভীর/উচ্চনাদী।
- English Word plank Bengali definition [প্ল্যাঙ্ক্] (noun) (১) কাষ্ঠফলক; তক্তা। plank-bed (noun) (গদি ছাড়া) তক্তপোষ। walk the plank, দ্রষ্টব্য walk 2 (৪). (২) রাজনৈতিক মঞ্চের মূলনীতি; দলনীতি। □(verb transitive) (১) তক্তা লাগানো; তক্তা দিয়ে ঢাকা; কাষ্ঠফলকমণ্ডিত করা; (মেঝে) ফলকাস্তীর্ণ করা। (২) plank something down (কথ্য) (বিশেষত অর্থ) জমানো; সঙ্গে সঙ্গে মূল্য শোধ করা। planking (noun) [Uncountable noun] (মেঝেতে) কাঠের আস্তরণ; ফলকাস্তরণ।
- English Word plankton Bengali definition [প্ল্যাঙ্ক্টন্] (noun) [Uncountable noun] সাগর, নদী, হ্রদ ইত্যাদিতে ভাসমান (প্রধানত আণুবীক্ষণিক) জীবাণুবিশেষ; প্ল্যাংকটন।
- English Word plant 1 Bengali definition [প্লা:ন্ট্ America(n) প্ল্যান্ট্] (noun) (১) উদ্ভিদ; চারাগাছ; গাছড়া: garden plants; a tobacco plant. plant-louse (noun) গাছপালার ক্ষতিসাধক কীট; গেছোউকুন। (২) [Uncountable noun] শিল্পোৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি; কলকবজা; স্থাবর দ্রব্যসামগ্রী: an industrial plant. (৩) [Uncountable noun] (America(n)) কারখানা; প্রতিষ্ঠানের ভবন ও সরঞ্জাম। (৪) (অপশব্দ) পরিকল্পিত প্রতারণা; ধাপ্পাবাজি; অপরাধীদের সম্বন্ধে প্রমাণ সংগ্রহে তাদের সঙ্গে যুক্ত ব্যক্তি।
- English Word plant 2 Bengali definition [প্লা:ন্ট্ America(n) প্ল্যান্ট্] (verb transitive) (১) (বাগান ইত্যাদি) গাছপালা, লতাগুল্ম শোভিত করা: plant a garden with rose-bushes. (২) (গাছগাছড়া) রোপণ করা; লাগানো; (লাক্ষণিক) কোনো ভাব মনে উপ্ত করা। (৩) দৃঢভাবে ন্যস্ত করা; গাড়া; পোঁতা: to plant one’s foot firmly on the ground. (৪) (সমাজ, উপনিবেশ ইত্যাদি) প্রতিষ্ঠিত করা (কোনো ব্যক্তিকে) ঔপনিবেশিকরূপে নির্বাসিত করা। (কিল, ঘুষি ইত্যাদি) হানা; মারা: plant a blow on somebody’s head. (৫) (অপশব্দ) (বিশেষত প্রতারণার উদ্দেশ্যে কিংবা নির্দোষ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করার জন্য) লুকানো: plant stolen goods on somebody. planter (noun) (১) রোপয়িতা; আবাদকারী। (২) রোপণযন্ত্র।
- English Word plantain 1 Bengali definition [প্ল্যান্টিন্] (noun) কলাগাছ; কদলী।
- English Word plantain 2 Bengali definition [প্ল্যান্টিন্] (noun) প্রশস্ত পত্রবিশিষ্ট বুনো গাছড়াবিশেষ- যার বীজ পোষা পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়; কাষ্ঠকদলী।
- English Word plantation Bengali definition [প্ল্যানটেইশ্ন্] (noun) (১) বৃক্ষরোপিত এলাকা; আবাদ; উপবন: plantations of fir and pine. (২) চা, তুলা, আখ, তামাক ইত্যাদি বাণিজ্যিক ফসল চাষের জন্য বিস্তৃত ভূমি; বাগান। plantation songs উত্তর আমেরিকার তুলার ক্ষেতে কর্মরত নিগ্রো ক্রীতদাসের গীত গান।
- English Word plaque 1 Bengali definition [প্লা:ক্ America(n) প্ল্যাক্] (noun) অলংকার বা স্মারক হিসেবে দেয়ালে টাঙানো ধাতুর পাত বা চীনামাটির পট; ফলক।
- English Word plaque 2 Bengali definition [প্লা:ক্ America(n) প্ল্যাক্] (noun) [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) দাঁতের উপর জমে-ওঠা নরম সাদা পদার্থবিশেষ, যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রবৃদ্ধিতে সহায়তা করে; দন্তমল।
- English Word plasm Bengali definition [প্ল্যাজ্ম্] (noun) [Uncountable noun] কোষমধ্যস্থ বংশগতিনিয়ামক উপাদান; প্রাণরস।
- English Word plasma Bengali definition [প্ল্যাজ্মা] (noun) (blood) plasma [Uncountable noun] রক্তকণিকাবাহক স্বচ্ছ হলুদাভ তরলপদার্থ; রক্তরস।
- English Word plaster Bengali definition [প্লা:সটা(র্) America(n) প্ল্যাসটা(র্)] (noun) (দেয়ালে লেপ দেওয়ার) আস্তর; পলেস্তারা। plaster of Paris (noun) আদল বা প্রতিমান তৈরি করার কাজে ব্যবহৃত জিপসামের সাদা মণ্ড, যা শুকালে অত্যন্ত কঠিন হয়ে ওঠে; প্যারিস-পলেস্তারা। plaster cast (noun) (ক) ভাঙা বা স্থানচ্যুত অস্থি যথাস্থানে ধরে রাখার জন্য গজ ও প্যারিস পলেস্তারা দিয়ে তৈরি ছাঁচ; পলেস্তারার ছাঁচ। (খ) ছোট মূর্তি ইত্যাদি গড়ার জন্য প্যারিস-পলেস্তারার পরিবর্তে জিপসাম ও পুরু কাগজ বা কার্ডবোর্ড দিয়ে তৈরি ফলক; পলেস্তারাফলক। (২) [countable noun] বেদনার উপশম, ক্ষতস্থান ঢাকা ইত্যাদি উদ্দেশ্যে শরীরের অংশবিশেষে লাগানোর জন্য ভেষজদ্রব্যে আস্তীর্ণ বস্ত্রখণ্ড। (৩) (sticking-) plaster [Uncountable noun, Countable noun] কাটা, ছেঁড়া, পোড়া, ঘা ইত্যাদি ঢেকে রাখার জন্য কোনো আঠালো পদার্থসম্পৃক্ত সামগ্রীবিশেষ। (verb transitive) (১) (দেওয়াল ইত্যাদিতে) পলেস্তারা/আস্তর করা। (২) plaster something with something; plaster something on something (ঘন করে) প্রলেপ দেওয়া: hair plastered with oil. plastered (adjective) (কথ্য) মাতাল। plasterer (noun) আস্তর-মিস্ত্রি।
- English Word plastic Bengali definition [প্ল্যাস্টিক্] (adjective) (১) সহজে আকার/মূর্তি দেওয়া যায় বা ছাঁচে ঢালা যায় এমন; নমনীয়; মূর্তিগ্রাহী; রূপকার: a plastic substance; (পণ্য) উক্তরূপ উপাদানে তৈরি; প্লাস্টিক: plastic flowers/cups/raincoats. plastic explosive যে বিস্ফোরক নাশনীয় বস্তুর চারদিকে সহজে ছড়ানো যায়; নমনীয় বিস্ফোরক। plastic-bomb উক্তরূপ পদার্থে তৈরি বোমা; প্লাস্টিক বোমা। (২) নমুনা, প্রতিমা ইত্যাদি গড়ার শিল্প-সম্বন্ধীয়: the plastic arts, রূপকারক শিল্প। plastic surgery (ত্বক ইত্যাদি নিবেশিত করে) শরীরের বিকৃত বা রোগাক্রান্ত অংশের উদ্ধারের জন্য অস্ত্রচিকিৎসা; রূপকারক অস্ত্রচিকিৎসা। (৩) (লাক্ষণিক) সহজে প্রভাবিত বা পরিবর্তিত হয় এমন; সুকুমার; নমনীয়: the plastic mind of a child. □ (noun) [Countable noun] প্লাস্টিক (পদার্থ)। plastics (noun) (plural) (ক) বিশেষত সংশ্লেষজাত, সিনথেটিকজাতীয় নমনীয় পদার্থ, যা উত্তপ্ত অবস্থায় উচ্চচাপে ছাঁচে ঢালা হয় কিংবা বস্ত্রশিল্পে ব্যবহারের জন্য সুতায় রূপান্তরিত করা হয়; প্লাস্টিক উপাদান। (খ) (singular verb-সহ) প্লাস্টিকবিজ্ঞান। plasticity [প্ল্যাস্টিসাটি] (noun) [Uncountable noun] নমনীয়তা; রূপগ্রাহিতা।
- English Word plasticine Bengali definition [প্ল্যাস্টিসীন্] (noun) [Uncountable noun] (Proprietary name) বিদ্যালয়ে প্রতিমা গড়ার কাজে ব্যবহৃত দেখতে কাদার মতো পদার্থ, যা দীর্ঘ সময় ধরে নরম থাকে; প্লাস্টিসিন।
- English Word plate 1 Bengali definition [প্লেইট্] (noun) (১) [Countable noun] বাসন; থালা; রেকাবি: a dinner/soup plate; a plate of chicken curry. hand/give somebody something on a plate. (কথ্য) সহজলভ্য করে দেওয়া; মুখে তুলে দেওয়া। on one’s plate হাতে (কাজ ইত্যাদি): I’ve a lot/enough on my plate. plate-rack (noun) বাসনকোসন ধোয়ার পর পানি ঝরাতে যে তাকে রাখা হয়; বাসনকোসনের তাক। (২) [Countable noun] গির্জায় অর্থসংগ্রহের জন্য অনুরূপ (সাধারণত ধাতব) পাত্র; ভাণ্ড: put a dime in the plate. (৩) [Uncountable noun] (সমষ্টিগত) সোনা বা রুপার তৈজসপত্র; a fine piece of plate, ঐরূপ তৈজসপত্রের যেকোনো একটি। দ্রষ্টব্য plate 2 (২)। plate-powder (noun) [Uncountable noun] থালাবাসন মাজার গুঁড়া। (৪) [Countable noun] ধাতু, কাচ ইত্যাদির পাত: boiler plates. plate-glass দরজা, জানালা, আয়না ইত্যাদির জন্য অতি স্বচ্ছ, পুরু কাচের ফলক; আয়নার কাচ। (৫) [Uncountable noun, Countable noun] আলোকচিত্রশিল্পে ব্যবহৃত সুবেদী প্রলেপযুক্ত কাচের ফলকবিশেষ; পাত: whole-plate, half-plate, quarter-plate, এই ধরনের পাতের প্রচলিত আকার পরিমাণ। (৬) [countable noun] (নামের) ফলক। (৭) ধাতু, প্লাস্টিক, রাবারের যে ফলক থেকে বইয়ের পৃষ্ঠা মুদ্রিত হয়; (গ্রন্থমধ্যে আলাদাভাবে মুদ্রিত) চিত্র; প্লেট। (৮) dental plate (denture নামেও পরিচিত) মাড়ির ছাঁদে গড়া; নকল দন্তপঙ্ক্তি। (৯) [Countable noun] ঘোড়দৌড়ের পুরস্কার হিসেবে প্রদত্ত রুপা বা সোনার কাপ; ঘোড়দৌড়। (১০) (বেসবলে) যে পক্ষ ব্যাট করে তাদের নিজস্ব সীমানা (অপিচ home plate)। plateful [প্লেইট্ফুল্] (noun) একথালা; বাসনভরতি।
- English Word plate 2 Bengali definition [প্লেইট্] (verb transitive) plate (with) (১) (বিশেষত জাহাজ) ধাতব পাতে আচ্ছাদিত করা। (২) (ধাতু) সোনা, রুপা, তামা বা রাঙতায় মোড়া: gold-plated dishes; silver-plated spoons.
- English Word plateau Bengali definition [প্ল্যাটোউ America(n) প্ল্যাটোউ] (noun) (plural 'plateaus' বা 'plateaux' [প্ল্যাটোউজ্]) মালভূমি।
- English Word platelayer Bengali definition [প্লেইট্লেইআ(র্)] (noun) রেললাইন বসানো ও মেরামতের কাজে নিয়োজিত শ্রমিক; রেলস্থাপক।
- English Word platform Bengali definition [প্ল্যাট্ফোম্] (noun) (১) (রেলস্টেশনের) মঞ্চ; প্লাটফর্ম। (২) (বক্তৃতা ইত্যাদির) মঞ্চ; মঞ্চমণ্ডপ। (৩) রাজনৈতিক দলের কর্মসূচি; মঞ্চ।
- English Word plating Bengali definition [প্লেইটিঙ্] (noun) [Uncountable noun] (বিশেষত) সোনা, রুপা ইত্যাদির পাতলা আবরণ; গিলটি; কলাই।
- English Word platinum Bengali definition [প্ল্যাটিনাম্] (noun) [Uncountable noun] (রসায়ন) অলংকারশিল্পে এবং অন্য ধাতুর সঙ্গে সংকররূপে যন্ত্রশিল্পে ব্যবহৃত পাংশুবর্ণ, চিরঅম্লান ধাতুবিশেষ (প্রতীক Pl); প্লাটিনাম। platinum blonde (কথ্য) স্বাভাবিক রজতশুভ্র কেশবিশিষ্ট নারী; রজতকেশী।
- English Word platitude Bengali definition [প্ল্যাটিটিঊড্ America(n) প্ল্যাটিটূড্] (noun) (১) স্বতঃসিদ্ধ উক্তি, বিশেষত যখন তা অভিনব উক্তিরূপে উচ্চারিত হয়; মামুলি কথা। (২) [Uncountable noun] মামুলিত্ব। platitudinous [প্ল্যাটিটিঊডিনাস্ America(n) প্ল্যাটিটূডানাস্] (adjective) স্বতঃপ্রমাণ; মামুলি: platitude remarks.
- English Word Platonic Bengali definition [প্লাটনিক্] (adjective) প্লেটো বা তাঁর শিক্ষাসম্বন্ধীয়; প্লেটোনিক: Platonic love/friendship, নিষ্কাম প্রেম; বন্ধুত্ব।
- English Word platoon Bengali definition [প্লাটূন্] (noun) একজন লেফটেনেন্টের অধীনে সেনাবাহিনীর এককরূপে সক্রিয় সেনাদল; কোম্পানির উপবিভাগ।
- English Word platter Bengali definition [প্ল্যাটা(র্)] (noun) (America(n) খাদ্য; বিশেষত মাছ-মাংস পরিবেশন করার বড় অগভীর পাত্রবিশেষ; কোশন; (British/Britain পুরাতনী) প্রায়ই কাঠের তৈরি হালকা পাত্র; বারকোশ।
- English Word platypus Bengali definition [প্ল্যাটিপাস্] (noun) (plural platypuses) [প্ল্যাটিপাসিজ্] (duck-billed) platypus (duckbill নামেও পরিচিত) অস্ট্রেলিয়ার ডিম্বজ ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণিবিশেষ; হংসচঞ্চু।