• Bengali Word plough English definition (America(n)= plow) [প্লাউ] (noun) ১ লাঙল; হাল।
    put one’s hand to the plough (লাক্ষণিক) কাজে হাত দেওয়া। ploughboy (noun) লাঙল টানাকালে ঘোড়া পরিচালনায় নিযুক্ত বালক; কৃষকবালক। ploughman [প্লাউমান্‌] (noun) (plural ploughmen) হাল চষে যে; হেলে; হালবাহক। plough-man’s lunch (noun) সাধারণত সামান্যকিছু সালাদসহ রুচি ও পনির। plough-share (noun) লাঙলের ফলা বা ফাল। (২) লাঙলসদৃশ যান্ত্রিক কৌশল। snowplough (noun) পথঘাট ও রেলপথের উপর থেকে বরফ সরানোর যন্ত্র; বরফের লাঙল। (৩) [Uncountable noun] চষা জমি: 100 acres of plough. (৪) the Plough (জ্যোতির্বিদ্যা) সপ্তর্ষিমণ্ডল। □ (verb transitive), (verb intransitive) (১) plough (back) (জমিতে) লাঙল দেওয়া; কর্ষণ করা; plough a field; (লাক্ষণিক) plough back the profits of a business, মুনাফা ফের বিনিয়োগ করা। plough a lonely furrow (লাক্ষণিক) কারো সহযোগিতা ছাড়া একা করা; একাকী হাল চালানো। plough the sand (লাক্ষণিক) পণ্ডশ্রম/বৃথাশ্রম করা। (২) plough through বাধাবিপত্তি ঠেলে/অতিক্লেশে অগ্রসর হওয়া: a truck ploughing through heavy snow; plough through a dull textbook. (৩) (কথ্য) পরীক্ষায় (কোনো পরীক্ষার্থীকে) প্রত্যাখ্যান করা বা ফেল করানো।