• Bengali Word plain 1 English definition [প্লেইন্‌] (adjective) (plainer, plainest) ১ স্পষ্ট; সোজা; সুগম; সুবোধ্য: plain English; in plain speech; plain language; (তারবার্তা) সাংকেতিক নয়।
    plain sailing (লাক্ষণিক) সহজ ও নির্বিঘ্ন কার্যক্রম; নিষ্কণ্টক যাত্রা: After we met our old friend, everything was plain sailing. (৪) সরল; সাধারণ; অনাড়ম্বর; সাদামাটা; আটপৌরে: a plain white dress; in plain clothes, (বিশেষত পুলিশের লোক) উর্দিপরা নয়; সাধারণ পোশাক পরিহিত: plain food/cooking; a plain cook. (৩) (ব্যক্তি ও তার চিন্তা, কর্ম) সরল; সরলচিত্ত; ঋজু; স্পষ্ট; অকপট; অমায়িক: in plain words, অকপটে; খোলাখুলি: plain dealing, অকপটতা; সততা; আন্তরিকতা। to be plain with you খোলাখুলি বলতে গেলে। plain-spoken (adjective) স্পষ্টবাদী। (৪) (চেহারা) সাদামাটা; সাধারণ; মামুলি। (৫) plain-song/chant (noun) অ্যাংলিকান বা রোমান ক্যাথলিক গির্জার উপাসনা-অনুষ্ঠানে বহুকণ্ঠে গীত ঐকতানসংগীত; সমবেত কণ্ঠের গান/গীত। □ (adverb) খোলাখুলি: learn to speak plain. plainly (adverb) স্পষ্টত; স্পষ্টভাবে ইত্যাদি: He is plainly wrong. plainness (noun) সরলতা; স্পষ্টতা; আড়ম্বরহীনতা।