• Bengali Word walk 2 English definition [ওয়োক্] (verb intransitive), (verb transitive) ১ পদচারণা করা; হাঁটা। দ্রষ্টব্য run; দ্রষ্টব্য trot; দ্রষ্টব্যgallop.
    দ্রষ্টব্য run; দ্রষ্টব্য trot; দ্রষ্টব্য gallop. walk-about (noun) (ক) অস্ট্রেলীয় অপশব্দ, প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীদের মধ্যে যাত্রা; ভ্রমণ। (খ) (কথ্য) যে উপলক্ষে কোনো বিখ্যাত ব্যক্তি ঘুরে ঘুরে সাধারণের সঙ্গে ঘরোয়াভাবে মিলিত হন। walkaway from প্রতিযোগিতায় অনায়াসে হারানো। সুতরাং, walkaway (noun) অক্লেশে বিজিত প্রতিযোগিতা। (দ্রষ্টব্য নিচে walkover). walkaway with something কোনোকিছু অনায়াসে জিতে নেওয়া। walk off with something (কথ্য) নিয়ে যাওয়া; (ইচ্ছা করে কিংবা অনিচ্ছাকৃতভাবে) নেওয়া: He must have walked off with your magazines. walk into (অপশব্দ) (ক) খুশি হয়ে খাওয়া: walk into an applepie. (খ) গালাগাল দেওয়া; তিরস্কার করা। (গ) (কথ্য) ইচ্ছা করে কোনোকিছুর সম্মুখীন হওয়া: to walk into an ambush. walk on মঞ্চে কোনো নির্বাক ভূমিকায় অভিনয় সম্বন্ধীয়: (attributive(ly)) a walk on part. walk out (কথ্য) ধর্মঘট করা। সুতরাং walk-out (noun) (শ্রমিক) ধর্মঘট। walk out on somebody (অপশব্দ) কাউকে পরিত্যাগ করা। walk out with somebody (সেকেলে কথ্য) প্রেম করা। walkover somebody অনায়াসে হারানো। সুতরাং, walk-over (noun) অনায়াস বিজয়; যে প্রতিযোগিতায় কোনো বিরোধিতা নেই বললেই চলে: The match was a walkover for the local team. walk up (ক) প্রবেশের আহ্বান হিসেবে ভিতরে এসো/আসুন। (খ) (রাস্তা ইত্যাদি) ধরে হাঁটা: He was walking up Manik Miah Avenue. (গ) সিঁড়ি যেয়ে উপরে ওঠা। সুতরাং a walk-up flat, লিফটবিহীন ভবনের ফ্ল্যাট। (খ) walk up to (something) নিকটবর্তী হওয়া: The beggar walked up to the lady and begged a meal. (২) হাঁটানো: You should walk your horse every morning. walk somebody off his feet/legs বেশি হাঁটিয়ে পরিশ্রান্ত করা। (৩) (কোথাও) পায়ে হেঁটে চলা; হেঁটে বেড়ানো: He walked this neighbourhood for miles round. (বিভিন্ন noun(s)- সহ): walk the boards, অভিনেতা হওয়া; walk the wards, চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হওয়া: walk the plank, (পুরাকালে জলদস্যুদের হাতে বন্দিদের সম্বন্ধে) জাহাজের পাশে পাতা একটি তক্তা বরাবর চোখ-বাঁধা অবস্থায় হেঁটে সাগরের পানিতে পড়তে বাধ্য করা; walk the streets, বেশ্যাবৃত্তি অবলম্বন করা (a street walker, বাজারে মেয়ে)। walker (noun) যে ব্যক্তি বিশেষত ব্যায়াম বা আনন্দের জন্য হাঁটে; পদচারী। walking (noun) (যৌগশব্দে) walking shoes, হাঁটার (জন্য) মজবুত জুতা; walking-stick হাঁটাকালে ব্যবহারের লাঠি; walking-tour, বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে কাটানো ছুটি।