• Bengali Word town English definition [টাউন্‌] (noun) ১ টাউন; গ্রামের চেয়ে বড় অথচ পুরাপুরি শহর হিসেবে গড়ে ওঠেনি এমন জনপদ: God made the country and man made the town.
    (British/Britain তে city- এর বদলে প্রায়ই town ব্যবহৃত হয়) দ্রষ্টব্য city (১). be/go out on the town আমোদেপ্রমোদের জন্য শহরে যাও। paint the town red, দ্রষ্টব্য red (১). (২) (attributive(ly)) towncentre শহরের কেন্দ্রবিন্দু। townclerk টাউনের রেকর্ডসমূহ সংরক্ষণকারী। towncouncil টাউন পরিচালনা পরিষদ। towncouncillor টাউন পরিচালনা পরিষদের সদস্য; কাউন্সিলর। town-gas (noun) গৃহ বা শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য তৈরি গ্যাস। townhall টাউন হল। townhouse গাঁয়ে বাড়ি আছে এমন ব্যক্তির টাউনের বাড়ি। townplanning টাউন পরিকল্পনা। (৩) (preposition(al)-এর পরে ও art ছাড়া) (শহরতলির বিপরীতে ব্যবহৃত) শহরের দোকানপাট ও ব্যবসাকেন্দ্র। দ্রষ্টব্য downtown. go to town (অপশব্দ) টাকা-পয়সা উড়িয়ে যথেচ্ছ আচরণ করা। (৪) (art বাদে) শহরের আশপাশের বড় শহর। man about town নিজের আনন্দে ব্যস্ত বিলাসীব্যক্তি। (৫) the town কোনো শহরের লোকজন: The whole town took interest. the talk of the town, দ্রষ্টব্য talk 1 (৩). (৬) the town সাধারণ অর্থে ব্যবহৃত টাউন। (৭) townsfolk (noun), (plural. (ক) (definite article- সহ) যে শহর নিয়ে আলোচনা চলছে সে শহরের অধিবাসী। (খ) (definite article ছাড়া) শহরবাসী। townspeople (noun), (plural= townsfolk. townsman [টাউন্‌জ্‌মান্‌] (noun) (plural men) (ক) শহুরে। (খ) (প্রায়ই fellow- townsman) স্বশহরবাসী।