• Bengali Word put 1 English definition [পুট্] (verb transitive), (verb intransitive) ১ রাখা; স্থাপন করা: Put the book on the table; ঢোকানো: He put the purse into his pocket; সংলগ্ন বা যুক্ত করা: put a knob on the door; সবলে ছোড়া; নিক্ষেপ করা: He put a bullet through his head; ধাক্কা দেওয়া: He put his hand through the window; কোনো কাজ বা কর্মস্থলে নিয়োগ করা: The office has put me in this remote place.
    Put pen to paper লেখা আরম্ভ করা। put one’s foot in it, দ্রষ্টব্য foot 1. (২) কারো সঙ্গে কোনো সম্পর্কে যুক্ত হওয়া। put oneself/something in/into/somebody’s hands নিজের সব ভার অন্যের উপর দেওয়া; তার সিদ্ধান্তের কাছে নিজেকে সমর্পণ করা: She put herself in her lawyer’s hands. put somebody in his (proper place) কাউকে নমিত হতে বাধ্য করা, তার সঠিক অবস্থানে নেমে আসতে বাধ্য করা। put oneself in somebody’s/somebody else’s position নিজেকে অন্যের অবস্থায় কল্পনা করা: If you put yourself in any position, you would understand my problem. (৩) কারো উপর দায়িত্ব, অপবাদ ইত্যাদি চাপানো। put the blame on somebody দোষারোপ করা। put the pressure on somebody (to do something) কাউকে কোনো কাজ করার জন্য চাপ দেওয়া। put (a) strain on somebody/something কাউকে বা কোনো কিছুকে কঠিন কাজ করতে বাধ্য করা। (৪) অগ্রগতিকে প্রভাবিত করা; বন্ধ করা। put an end/a stop to something সাঙ্গ করা। put an end to one’s life আত্মহত্যা করা। put the brake on something (লাক্ষণিক) (কথ্য) গতি কমানো; নিয়ন্ত্রণে আনা। (৫) put oneself to death আত্মহত্যা করা। put somebody to death হত্যা করা। put somebody at his ease কাউকে দুশ্চিন্তামুক্ত করা। put somebody to (great) expense কাউকে অনেক ব্যয় করতে বাধ্য করা। put somebody in mind of somebody/something কাউকেকারো কথা, কোনো কিছুর কথা স্মরণ করানো। put somebody on (his) oath কাউকে শপথ করানো। put somebody/something to test কাউকে/কোনো কিছুকে পরীক্ষা করা। put somebody in the wrong কাউকে ভ্রান্ত প্রমাণিত করা। (৬) কাউকে/কোনো কিছুকে কিছু হওয়ানো। put something right সংশোধন করা। put somebody right/straight কারো ভুল ধরিয়ে দেওয়া। কাউকে সঠিক তথ্য দেওয়া। (৭) লেখা; ইঙ্গিত করা: put a tick against the correct answer. (৮) put something to somebody উপস্থাপন করা; ব্যাখ্যা করা; বোঝানো: The proposal was put to the Executive Council. (৯) put a price/value/valuation on something কোনো কিছুর মূল্য নির্ধারণ করা। (১০) বাহুর সাহায্যে ছুড়ে দেওয়া। put the shot, দ্রষ্টব্য shot 1 (৩). shot-put একধরনের খেলা। (১১) (adverbial particle ও preps- সহযোগে বিশেষ ব্যবহার) put (a ship) about দিক পরিবর্তন করানো। put oneself about বিব্রত; বিপন্নবোধ করা: She was put about by the scandal. put something about (গুজব ইত্যাদি) ছড়ানো: They are putting about a lot of rumours. put something across কোনো কিছু সফলভাবে বোঝাতে পারা: The teacher cannot put his ideas across to his students. put something aside (ক) সরিয়ে রাখা: put aside your books. (খ) সঞ্চয় করা: Try to put aside some money. (গ) অবজ্ঞা করা; গ্রাহ্য না-করা: put aside the fact that he is often angry with you. put something away (ক) কোনো জিনিসকে তার যথাযোগ্য স্থানে রাখা: put your toys away in the box. (খ) সঞ্চয় করা: put money away for your future. (গ) (কথ্য) অতিমাত্রায় খাওয়া বা পান করা: He can put away half a gallon of beer. ঘ) পরিত্যাগ করা: Put away your idea of becoming a film star. put somebody away (ক) আটকাবস্থায় রাখা (বিশেষত মানসিক হাসপাতালে)। (খ) (কথ্য) হত্যা করা (যেমন বার্ধক্যগ্রস্ত কিংবা রুগ্‌ণ কুকুরকে): The old dog had to be put away. put back (জাহাজসংক্রান্ত) প্রত্যাবর্তন করা: The ship put back to the port. put something back (ক) আগের জায়গায় রাখা: Put the reference books back on the shelf when you’ve finished with them. (খ) পিছন দিকে ঘুরিয়ে দেওয়া: I put the clock back ten minutes. (গ) বাধাগ্রস্ত করা: The Childs illness put back his growth. put something by ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা: Put some money by for the future. put (something) down (ক) মাটিতে নামানো: The pilot put down his plane on a narrow strip. (খ) রাখা; নামানো: put down the toy. put one’s foot down দ্রষ্টব্য foot (গ) জমা করা; ভাঁড়ার ঘরে রাখা: We should put down enough foodgrains for the coming hartal days. (ঘ) বলপ্রয়োগে দমন করা: The army put down the rebellion. (ঙ) লিখে রাখা: I put down his address in my note book. put something forth (আনুষ্ঠানিক) মঞ্জরিত করা: The tree is put ting forth new leaves. put something forward (ক) উপস্থাপন করা: He put forward a new proposal. (খ) সামনে এগিয়ে দেওয়া: If the clock is running slow, you’ll have to put it forward. put somebody forward কাউকে এগিয়ে দেওয়া; কারো নাম প্রস্তাব করা: He is trying to put forward his son as a candidate for the job. put in বাক্যালাপের মধ্যে নিজের বিস্ময়সূচক কথা ঢুকিয়ে দেওয়া: ‘What will happen to us!’ he put in. put in/into (জাহাজসংক্রান্ত) ভিড়ানো; নোঙর করা: The ship put in at Chittagong. put in for something দরখাস্ত করা: He put in for the job of a clerk. put in for leave ছুটির জন্য দরখাস্ত করা। put something in (ক) ভিতরে রাখা: He put his money in his pocket. (খ) দাখিল করা: He put in the claim of the insurance money. (গ) কোনো কথা উচ্চারণ করতে পারা: He put in a word at last. put something in/into something কোনো কিছুতে মনোযোগ, সময় ইত্যাদি দেওয়া: Mr Fahim put a lot of labour into his latest research. put somebody in for something পদোন্নতি, পুরস্কার ইত্যাদির জন্য সুপারিশ করা: put in a good word for somebody; কারো পক্ষে, কাউকে সহায়তা করার জন্য কিছু বলা; (ঘ) করা: He put in an hour’s work before lunch. (ঙ) সময় কাটানো: We didn’t know how to put in ten hours at the station. put somebody in (ক) দায়িত্ব দেওয়া; নিযুক্ত করা: We have to put in a caretaker for the buildings. (খ) কোনো পদে নির্বাচিত করা। put off (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা। (ক) স্থগিত করা: The marriage was put off by a week. (খ) (পোশাক) খুলে ফেলা; সন্দেহ, ভয় ইত্যাদি থেকে মুক্ত হওয়া: put off all your doubts. put somebody off (something) কোনো কিছু থেকে কারো মনোযোগ সরিয়ে নেওয়া: The sound of the flute put him off his reading. put something on (ক) কাপড় পরা: put on our dress. (খ) ভান করা: Hamlet put on an antique disposition (madness). (গ) বাড়ানো: He has put on much weight since I saw him last. (ঘ) যোগ করা: The new budget will put on new burden on the consumers. (ঙ) আয়োজন করা: Extra trains are put on during the Bid. (চ) এগিয়ে দেওয়া: He put his watch one hour on when he disembarked at the airport. put somebody on কাউকে প্রতারিত করা। put on প্রতারণা। put it on (ক) (কথ্য) যা নয় তা-ই হওয়ার ভান করা; ভণ্ডামিপূর্ণ আচরণ করা। (খ) ভাড়া ইত্যাদি বেশি চার্জ করা (যেমন হোটেলে): All the hotels put it on during the summer. put somebody on (to bowl) (ক্রিকেটে) কাউকে অন্তত এক ওভারের জন্য বল করতে দেওয়া। put money on somebody/something টাকা বাজি ধরা (ঘোড়দৌড়)। put out (from) (নৌচালনবিদ্যা) বন্দর থেকে নৌকা ছাড়া; যাত্রা করা। put something out (ক) নিভিয়ে ফেলা: He put out the candle in front of us. (খ) হাড় স্থানচ্যুত হওয়া/করা: He fell from his bicycle and put his shoulder out. (গ) সুদে টাকা ধার দেওয়া: The money was put out at 10% interest. (ঘ) উৎপাদন করা: The new factory puts out 10 thousand tonnes of sugar a year. (ঙ) গণমাধ্যমে প্রচার করা: The TV is put ting out special programmes on the Eid day. put one’s tongue out ভেংচি কাটা। put somebody out (ক) হতাশ, বিব্রত করা: Mrs Bushra is easily put out. (খ) অসুবিধায় পড়া: The man was much put out by the late arrival of the train. put somebody out (of) বহিষ্কার করা। put something over to somebody (কথ্য)= put something across to somebody. put something through সম্পাদন করা। put somebody through টেলিফোনে সংযোগ দেওয়া: Could you put me through the Chairman? put somebody through to something কাউকে কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে বাধ্য করা: The students were put through a very hard test this year. put a person through his paces, দ্রষ্টব্য pace (noun) (৩). Be hard put to it to do something কোনো কিছু করতে অসুবিধার সম্মুখীন হওয়া: He was hard put to it to answer the question. put something together পূর্ণ রূপ দিতে অংশসমূহকে একত্র করা: Put your ideas together before you write your essay. put our/your/their heads together নিজেদের মধ্যে পরামর্শ করা। put two and two together, দ্রষ্টব্য two. put up (at) আহার ও বাসস্থান খুঁজে পাওয়া: They put up at a cheap hotel. put up (for something) নির্বাচনে দাঁড়ানো। put something up (ক) উঠানো: Please put up your hands. put one’s hair up (লম্বা চুল) মাথার উপর চূড়া করে বাঁধা। (খ) ঘর, তাঁবু ইত্যাদি বানানো। (গ) (নোটিশ) টাঙানো। (ঘ) বাড়ানো: The rent was put up by 30 percent. (ঙ) প্যাকেট করা; মোড়কে আবৃত করা: The kebabs were put up in parcels. (চ) প্রতিরোধ করা: They put up a brave fight against the hijackers. (ছ) সরবরাহ করা: Somebody will have to put up the capital. Foreigners will put up funds for the betterment of the poor villagers. (জ) (পুরনো অর্থে) তরবারি কোষবদ্ধ করা। (ঝ) বন্যপাখিকে তার লুকানোর জায়গা থেকে বেরুতে বাধ্য করা। put somebody’s back up, দ্রষ্টব্য back 1 (১). put something up for auction/sale নিলামে চড়ানো। a put -up job প্রতারণামূলক কাজ। put somebody up থাকা-খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া: Can you put me up for a few days? put somebody up (for something) কোনো পদের জন্য কাউকে মনোনীত করা; কারো নাম প্রস্তাব করা। put somebody up to something কাউকে খারাপ কিছু করার মতলব যোগানো: Somebody has put him upto all these nasty tricks. put up with সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া: She could not put up with her new room-mate.