Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word penguin Bengali definition [পেঙ্গুইন্‌] (noun) আনটার্কটিকার (এন্টার্কটিকা) সামুদ্রিক পাখিবিশেষ
  • English Word penicillin Bengali definition [পেনিসিলিন্‌] (noun) [Uncountable noun] অ্যান্টিবায়োটিক ওষুধ
  • English Word peninsula Bengali definition [পেনিন্‌সিউলা America(n) পেনিন্‌সালা] (noun) সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপPeninsula স্পেন ও পর্তুগাল। peninsular [পেনিন্‌সালা(র্‌)] (adjective) উপদ্বীপসংক্রান্ত।
  • English Word penis Bengali definition [পীনিস্‌] (noun) পুংজননেন্দ্রিয়; শিশ্ন; লিঙ্গpenisenvy (মনোবিজ্ঞান) রমণীর অবচেতন মনে পুরুষ হওয়ার বাসনা।
  • English Word penitence Bengali definition [পেনিটান্‌স্‌] (noun) [Uncountable noun] penitence (for) কৃত অপরাধ, ত্রুটি বা পাপের জন্য অনুতাপ বা প্রায়শ্চিত্ত
  • English Word penitent Bengali definition [পেনিটান্‌ট্] (adjective) কৃত অপরাধের জন্য অনুতপ্ত বা অনুতাপবিদ্ধpenitently (adverb)
  • English Word penitential Bengali definition [পেনিটেন্‌শ্‌ল্‌] (adjective) অনুতাপ বা প্রায়শ্চিত্ত সংক্রান্ত; প্রায়শ্চিত্তের বিধানসংক্রান্তpenitentialy [পেনিটেন্‌শালি] (adverb)
  • English Word penitentiary Bengali definition [পেনিটেন্‌শারি] (noun) (plural penitentiaries) (America(n)) মারাত্মক অপরাধের জন্য যে কারাগারে অপরাধীদের পাঠানো হয় (adjective) দণ্ডদায়ক ও চরিত্রসংশোধক।
  • English Word penn'orth Bengali definition [পেনাথ্‌] (noun)= pennyworth, দ্রষ্টব্য penny (৫)।
  • English Word pennant Bengali definition [পেনান্‌ট্‌] (noun) সংকেতদান ও শনাক্তকরণের জন্য জাহাজের লম্বা ও সরু পতাকাবিশেষ
  • English Word penniless Bengali definition [পেনিলিস্‌] (adjective) কপর্দকশূন্য; টাকাকড়িহীন
  • English Word pennon Bengali definition [পেনান্‌] (noun) (১) লম্বা ও সরু সাধারণত ত্রিকোণাকৃতি পতাকা যা নাইটরা তাদের বর্শাগ্রে ব্যবহার করতেন; সংকেতদানের জন্য জাহাজে ব্যবহৃত অনুরূপ পতাকা(২) (America(n)) এ ধরনের পতাকার অনুরূপ স্কুলের ব্যানার যেখানে স্কুলের নাম ও প্রতীক অঙ্কিত থাকে
  • English Word penny Bengali definition [পেনি] (noun) (plural pence [পেন্‌স্] plural pennies [পেনিজ্‌]) (১) (১৯৭১ সাল পর্যন্ত) এক শিলিংয়ের এক-দ্বাদশাংশ (সংক্ষেপ d)। (২) (১৯৭১ সালে দশমিক মুদ্রামানের প্রচলনের সময় থেকে) ব্রিটিশ মুদ্রামানের এক পয়সা (একশ পয়সায় এক পাউন্ড- এই মানে) (সংক্ষেপ p)। (৩) (America(n)) (কথ্য) সেন্ট(৪) প্রবচন (সবগুলোই ১৯৭১ সালের পূর্ব থেকে প্রচলিত)। (cost) a pretty penny বড় অঙ্কের অর্থ। in for a penny, in for a pound যেকোনো মূল্যে সূচিত কাজ সম্পন্ন করতেই হবে। penny wise pound foolish ছোটখাটো বিষয়ে অত্যন্ত যত্নশীল, কিন্তু বড় বিষয়ে অমনোযোগী; তুলনীয় পিছন দিয়ে হাতি যাক, কিন্তু সামনে দিয়ে সুচও গলতে পারে না এমন। not a penny worse সামান্যও ক্ষতি হয়নি। turn an honest penny সৎভাবে সামান্য কিছু টাকা কামানো। pennies from heaven অপ্রত্যাশিত অর্থলাভ। (৫) (যৌগশব্দে) penny dreadful (কথ্য) সস্তা রোমাঞ্চকর জনপ্রিয় সাহিত্যpenny pincher (কথ্য) কৃপণ। penny pinching (adjective) নীচ; কৃপণতা। pennyweight (noun) আউন্সের ১/২৪ ভাগpenny whistle সাধারণ সস্তা বাঁশি। pennyworth (অপিচ penn'orth) পেনি দিয়ে যতটুকু কেনা/পাওয়া যায়। a good/bad penny worth ভালো/মন্দ দরকষাকষি। (৬) (পয়সা দ্বারা পরিচালিত মেশিনে পেনির ব্যবহার সূত্রে)। spend a penny (কথ্য) প্রস্রাব করা। the penny dropped প্রার্থিত লাভ হয়েছে; কোনো মন্তব্যের সারকথা বোঝা হয়েছে।
  • English Word penology Bengali definition [পীনলাজি] (noun) [Uncountable noun] আইনত দণ্ডবিধান ও কারাগার পরিচালনা শাস্ত্র; দণ্ডবিজ্ঞান
  • English Word pensile Bengali definition [পেন্‌সাইল্] (adjective) ঝুলন্ত; শূন্যে ঝুলন্ত আবাস তৈরিতে পটু (পাখিদের সম্বন্ধে)।
  • English Word pension 1 Bengali definition [পেন্‌শ্‌ন্‌] (noun) [Countable noun] অবসরভাতা; চাকরির পূর্ণ মেয়াদশেষে চাকরিজীবীকে প্রদত্ত বেতনভিত্তিক কল্যাণমূলক ভাতা; রাষ্ট্র কর্তৃক পঙ্গু বা বৃদ্ধ/বৃদ্ধাকে প্রদেয় নিয়মিত ভাতা: retirement pension, old-age pension, ware pension. draw a/one’s pension একবার অথবা নিয়মিতভাবে অবসরভাতা গ্রহণ করা। on (a) pension অবসরভাতা গ্রহণ। (verb transitive) pension somebody off কাউকে অবসরভাতা অনুমোদন বা দান করা; কাউকে অবসরভাতাসহ চাকরি থেকে অব্যাহতি দেওয়া। pensionable [পেন্‌শ্‌ন্‌আব্‌ল্] (adjective) অবসরভাতা প্রদানযোগ্য। pensioner (noun) যিনি অবসরভাতা গ্রহণ করেন।
  • English Word pension 2 Bengali definition [পেন্‌শিঅন্] (noun) (ইউরোপে কিন্তু ব্রিটেনে নয়) ভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট ভাড়ার পান্থশালা
  • English Word pensive Bengali definition [পেন্‌সিভ্‌] (adjective) চিন্তামগ্ন; গভীর ভাবনায় নিমগ্ন; বিষাদক্লিষ্ট; বিষণ্ণpensively (adverb) pensiveness (noun)
  • English Word penstock Bengali definition [পেন্‌স্টক্] (noun) স্লুইস গেট; নদনদীর জলকপাট
  • English Word pent 1 Bengali definition [পেন্‌ট্‌] (adjective) ভালোভাবে সুরক্ষিত; বন্ধ
  • English Word pent 2 Bengali definition [পেন্‌ট্‌] (penta-) পঞ্চ; পঞ্চকpentachord (noun) পঞ্চতারযুক্ত বাদ্যযন্ত্র; পাঁচতারা। pentacle (adjective) পঞ্চভুজাকার কবচ (সাধারণত জাদুমন্ত্রপূত)। pentad (adjective) পঞ্চক; পাঁচসালা; পঞ্চদিবস। pentamerous পঞ্চঅংশযুক্ত। pentangle (noun) পঞ্চভুজ। pentangular (adjective) পঞ্চকোণী।
  • English Word pent-up Bengali definition [পেন্‌টআপ্‌] (adjective) চাপা; অবদমিত: pent-up emotions; pent-up rage.
  • English Word pentagon Bengali definition [পেনটাগান্‌ America(n) পেনটাগন্] (noun) পঞ্চভুজ বা পঞ্চকোণthe Pentagon যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দেশটির সশস্ত্রবাহিনীর সদর দফতর; (রাজনৈতিক ও আলংকারিক অর্থ) যুক্তরাষ্ট্র।
  • English Word pentameter Bengali definition [পেন্‌ট্যামিটা(র্‌)] (noun) (ইংরেজি কাব্যে) পঞ্চ স্বরাঘাতবিশিষ্ট দশ মাত্রিক কাব্যিক চরণ
  • English Word pentateuch Bengali definition [পেন্‌টাটিওক্] (noun) the pentateuch বাইবেলের অন্তর্গত ‘পুরাতন নিয়ম’ গ্রন্থের প্রথম পাঁচখানি পুস্তক
  • English Word pentathlon Bengali definition [পেন্‌ট্যাথলান্‌] (noun) (আধুনিক অলিম্পিক ক্রীড়ায়) প্রতিযোগীরা যে পাঁচটি বিষয়ে (ইভেন্ট) অংশ নেন (দৌড়, অশ্বচালনা, সাঁতার, বর্শানিক্ষেপ ও শুটিং)।
  • English Word Pentecost Bengali definition [পেন্‌টিকস্‌ট্ America(n) পেন্‌টিকা:স্‌ট্‌] (noun) [Uncountable noun] (১) ইহুদিদের নবান্ন উৎসব (Passover অনুষ্ঠানের পর ৫০তম দিবসে অনুষ্ঠিত হয়)। (২) (প্রধানত যুক্তরাষ্ট্রে) হুইট সানডে-ইস্টারের পর সপ্তম রবিবার
  • English Word penthouse Bengali definition [পেন্‌ট্‌‌হাউস্] (noun) (১) বৃষ্টি বা রোদ আড়াল করার জন্য বাড়ির দেওয়ালসংলগ্ন ঢালু ছাদ(২) কোনো উঁচু বাড়ির ছাদে নির্মিত আবাসকক্ষ
  • English Word penultimate Bengali definition [পেন্আল্‌টিমেট্] (noun), (adjective) (শব্দ, মাত্রা, ঘটনা) সবশেষটির পূর্ববর্তী
  • English Word penumbra Bengali definition [পিনামব্রা] (noun) উপছায়া; গ্রহণের সময় সূর্য বা চন্দ্রের চারপাশে আংশিক প্রচ্ছায়া