Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word pedometer Bengali definition [পিডামিটা(র্‌)] (noun) যে যন্ত্রের সাহায্যে হাঁটাপথ পরিমাপ ও পদবিক্ষেপের সংখ্যাও গণনা করা যায়
  • English Word peduncle Bengali definition [পিডাংক্‌ল্‌] (noun) পুষ্পদণ্ড
  • English Word pee Bengali definition [পী] (verb intransitive) (কথ্য) প্রস্রাব করা: The baby is peeing. □ (noun) [Uncountable noun] প্রস্রাব; [Countable noun] প্রস্রাবকরণ: I want to have a pee.
  • English Word peek Bengali definition [পীক্] (verb intransitive) peek at উঁকি দেওয়া। □ (noun) চকিত দেখা: a quick peek through the window.
  • English Word peek-a-boo Bengali definition [পীকআবূ] (noun) ছোট শিশুদের মনোরঞ্জনের জন্য এক ধরনের লুকোচুরি খেলা
  • English Word peel 1 Bengali definition [পীল্] (verb transitive), (verb intransitive) peel (off) (১) (ফলের) খোসা ছাড়িয়ে ফেলা: peel an orange. (২) সরু হয়ে খসে যাওয়া: The banana peels easily. The distemper of the wall is peeling off; আবরণ/বস্ত্র খুলে ফেলা: She peeled off her overcoat. □ (noun) [Uncountable noun] ফল বা শাকসবজির খোসা। candied peel, দ্রষ্টব্য candy. peeler (noun) (যৌগশব্দে) খোসা ছাড়ানোর পদ্ধতি। peelings (noun) (plural) (বিশেষত আলুর ক্ষেত্রে) অংশত খোসা ছাড়ানো জিনিস।
  • English Word peel 2 Bengali definition [পীল্] (noun) বেড়া দিয়ে ঘেরা সুরক্ষিত স্থানpeel house দুর্গ দ্বারা সুরক্ষিত যে আবাসকক্ষের দোতলায় মইয়ের সাহায্যে উঠতে হয়।
  • English Word peeler Bengali definition [পীলা(র্‌)] (noun) পুলিশ; রক্ষক
  • English Word peen Bengali definition [পীন্] (noun) [Countable noun] হাতুড়ির মাথায় পাতলা খাঁজ
  • English Word peep 1 Bengali definition [পীপ্‌] (noun) (১) উঁকি; দ্রুত ও মুহূর্তের চাহনি; সংগোপন অথচ চকিত দৃষ্টি: I had just a quick peep at her. peep-hole (noun) দরজায় বা জানালায় উঁকি দেওয়ার ছোট ছিদ্র, যেখান দিয়ে পূর্বেই আগমনকারীকে শনাক্ত করা যায়। peep-show যে প্রদর্শনীর বিষয়সমূহকে আতশকাচের সাহায্যে দেখতে হয়। (২) peep of the day দিনের প্রথম আলো; উষা (verb intransitive) (ক) peep (at) সতর্ক দৃষ্টিতে বা চতুর দৃষ্টিতে দেখা: Some curious eyes were peeping at us from behind the curtains. peeping Tom যৌনবিষয়ে অত্যুৎসাহী যে ব্যক্তি অন্যের বিষয়ে অহেতুক ও সংগোপন দৃষ্টি রাখে; যে ব্যক্তি গোপনে যৌন বিষয় বা ছবি দেখে আনন্দ পায়; (খ) ধীরে অথবা অংশত দৃষ্টিগোচর হওয়া: The setting sun peeped through the clouds. peeper (noun) (ক) যে উঁকি দেয়; (খ) (অপশব্দ) চোখ।
  • English Word peep 2 Bengali definition [পীপ্] (noun) [Countable noun] মুরগি বা ইঁদুরের ডাকের মতো বিচিত্র মৃদু শব্দ (verb intransitive) অনুরূপ শব্দ করা।
  • English Word peepul, pipal Bengali definition [পীপাল্‌] (noun) ভারতীয় গাছ; অশ্বত্থ
  • English Word peer 1 Bengali definition [পীআ(র্‌)] (noun) (১) স্তর, মেধা ও গুণপনায় সমকক্ষ: He deals only with his peers. (২) (British/Britain) অভিজাত শ্রেণিভুক্ত ব্যক্তি; ডিউক; ব্যারন; আর্ল প্রভৃতিpeer of the realm যিনি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য। life peer যিনি উচ্চকক্ষের আজীবন সদস্য (hereditary peer এর বিপরীতে)। peeress [পিআরেস্‌] (noun) (মহিলা) উচ্চকক্ষের সদস্য। peerless (adjective) অতুলনীয়; সমকক্ষতাহীন।
  • English Word peer 2 Bengali definition [পীআ(র্‌)] (verb intransitive) peer (at/into) (যেন পুরোপুরি চোখ খুলে তাকানো সম্ভব নয় তাই) অর্ধনিমীলিত চোখে তাকানো; কাছ থেকে উঁকি দেওয়া: He peered over his glasses at me.
  • English Word peer 3 Bengali definition = pir.
  • English Word peerage Bengali definition [পিআরিজ্‌] (noun) (১) অভিজাতমণ্ডলীর সব সদস্য; অনুরূপ মণ্ডলীর সদস্যপদraise somebody to the peerage অনুরূপ মণ্ডলীর সদস্যপদে কাউকে উন্নীত করা: Mr Nashit was raised to the peerage. (২) যে গ্রন্থে উক্ত সদস্যদের বংশপরিচয়সহ তালিকা অন্তর্ভুক্ত থাকে
  • English Word peery Bengali definition [পেরি] (noun) [Uncountable noun] নাশপাতির রস দিয়ে তৈরি মদ
  • English Word peeve Bengali definition [পীভ্‌] (verb transitive) (কথ্য) বিরক্ত করা; উত্ত্যক্ত করাpeeved (adjective) (কথ্য) বিরক্ত; উত্ত্যক্ত: It peeves me that they’re so unreliable.
  • English Word peevish Bengali definition [পীভিশ্‌] (adjective) বিরক্তিকর; (কাব্যে) বিকৃতবুদ্ধি। peevishly (adverb) peevishness (noun)
  • English Word peewit Bengali definition [পীউইট্]= pewit.
  • English Word peg 1 Bengali definition [পেগ্‌] (noun) (১) কাঠ বা লোহার পেরেক যার দ্বারা যেকোনো দুটি অংশকে একত্রে যুক্ত করা হয়a square peg in around hole পদমর্যাদার সঙ্গে বেমানান কোনো ব্যক্তি। (২) দড়ি বা রজ্জুকে ভূমির সঙ্গে নির্দিষ্ট করে রাখতে ব্যবহৃত পেরেক (a tent-peg); দরজা বা দেওয়ালের সঙ্গে গেঁথে রাখার পেরেক (hat and coat pegs); কোনো স্থান বা সীমানা চিহ্নিত করার পেরেক। (buy something) off the peg (কথ্য) তৈরি পোশাক কেনা। (৩) clothes-peg যার সাহায্যে লন্ড্রিতে এক সারিতে কাপড় ঝুলিয়ে রাখা হয়(৪) (লাক্ষণিক) মূলভাব, পটভূমি বা অজুহাত: a peg to justify one’s position. (৫) বেহালার ছড় শক্ত বা আলগা করে বাঁধতে ব্যবহৃত কাঠের স্ক্রুtake somebody down a peg (or two) কোনো ব্যক্তিকে আনত করা। (৬) পিপের ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত কাঠের টুকরা(৭) (কথ্য) কাঠের পা(৮) কীলক; ক্রিবিজ প্রভৃতি খেলায় পয়েন্ট হিসাব করার জন্য ব্যবহৃত পেরেক বা পিন
  • English Word peg 2 Bengali definition [পেগ্‌] (verb transitive), (verb intransitive) (pegged, pegging, pegs) (১) peg something (down) গোঁজ দিয়ে আটকানো; কোনো কিছু বিঁধে রাখাpeg somebody down (লাক্ষণিক) কাউকে নির্দিষ্ট নিয়মাবলি বা কর্মক্রমের মধ্যে বেঁধে রাখা। (২) peg something out মাঠের মধ্যে নির্দিষ্ট পেরেকের দ্বারা চিহ্নিত করাlevel pegging (প্রায়ই আলংকারিক অর্থ) একই গতিতে এগিয়ে চলা। (৩) জিনিসপত্রের দাম; মজুতের অবস্থা; বেচাকেনা সার্বিকভাবে সচল রাখা: The employer was bent on wage-pegging. (৪) peg away at অধ্যবসায়ের সঙ্গে কাজ করে যাওয়াpeg out (কথ্য) মারা যাওয়া।
  • English Word Pegasus Bengali definition [পেগাসাস্] (noun) (গ্রিকপুরাণ) দানবী মেডুসার রক্তজাত পক্ষিরাজ ঘোড়াবিশেষ
  • English Word pejorative Bengali definition [পিজারাটিভ্‌ America(n) পিজোরটিভ্‌] (adjective) মর্যাদাহানিকর, মূল্যহানিকর, নিন্দাসূচক; ব্যবহারে বা অর্থে নিন্দনীয়pejoratively (adverb)
  • English Word peke Bengali definition [পীক্] (noun) pekinese (কুকুর) শব্দের সংক্ষিপ্ত রূপ
  • English Word pekinese Bengali definition [পীকিনীজ্‌] (noun) রেশমি পশমযুক্ত ছোট আকৃতির চীনা কুকুরবিশেষ
  • English Word pekoe Bengali definition [পীকো] (noun) [Uncountable noun] উচ্চমানের কৃষ্ণবর্ণ চা
  • English Word pelf Bengali definition [পেল্‌ফ্‌] (noun) [Uncountable noun] (নিন্দার্থে) ধনসম্পদ; টাকাকড়ি
  • English Word pelican Bengali definition [পেলিকান্‌] (noun) বড় আকৃতির জলচর পাখিবিশেষ
  • English Word pell-mell Bengali definition [পেল্‌মেল্‌] (adverb) বিশৃঙ্খলভাবে; তাড়াহুড়ো করে (adjective) বিশৃঙ্খল; গোলমেলে: a pell-mell state, বিশৃঙ্খল অবস্থা; কলহের সহিংস পরিণতি।