P পৃষ্ঠা ১৫
- English Word pellet Bengali definition [পেলিট্] (noun) (১) নরম ভেজা কাগজ বা পাউরুটির দলা। (২) বন্দুকে (বিশেষত এয়ারগানে) ব্যবহৃত ছোট গুলি। (৩) বড়ি।
- English Word pellucid Bengali definition [পেলূসিড্] (adjective) (আলংকারিক অর্থ) অত্যন্ত পরিষ্কার; স্বচ্ছ; নির্মল। pellucidly (adverb)
- English Word pelmanism Bengali definition [পেল্মেন্ইজাম্] (noun) [Uncountable noun] স্মরণশক্তি বৃদ্ধির প্রণালি।
- English Word pelmet Bengali definition [পেল্মিট্] (noun) দরজা-জানালার উপরিভাগে পরদার প্রান্তদেশ অগোচর রাখতে বিশেষ ধরনের কাঠের ফ্রেম।
- English Word pelota Bengali definition [পালোটা] (noun) [Uncountable noun] স্পেন, লাতিন আমেরিকা ও ফিলিপাইনের এক ধরনের বলখেলা।
- English Word pelt 1 Bengali definition [পেল্ট্] (noun) ফার ও পশমসমৃদ্ধ পশুর চামড়া।
- English Word pelt 2 Bengali definition [পেল্ট্] (verb transitive), (verb intransitive) (১) pelt something (at somebody), pelt somebody (with something) কোনো কিছু ছুড়ে কাউকে আক্রমণ করা: Do not pelt stones at the birds. (২) (বৃষ্টি ইত্যাদি) প্রবলভাবে বর্ষিত হওয়া: The rain was pelting down outside. □ (noun) at full pelt সম্ভবপর দ্রুতবেগে।
- English Word pelvis Bengali definition [পেল্ভিস্] (noun) (plural pelves [পেল্ভীজ্]) (শারীরবিদ্যা) শ্রোণি; নিম্নঔদরিক খাঁজ; মেরুদণ্ডের নিচের অংশ ও নিতম্বের মধ্যকার অস্থিকাঠামো। pelvic (adjective) শ্রোণিসংক্রান্ত।
- English Word pemmican Bengali definition [পেমিকান্] (noun) [Uncountable noun] খাবার মেলে না এমন এলাকায় পর্যটকদের ব্যবহার্য চর্বিহীন শুকনো মাংসের বড়া।
- English Word pen 1 Bengali definition [পেন্] (noun) (১) (পুরাতনকালে) বড় পালক, যার অগ্রভাগ তীক্ষ্ন ও বিভক্ত এবং যা কালিসহযোগে লেখনী হিসেবে ব্যবহৃত হয়; (আধুনিক প্রয়োগ) কলম; লেখনী; ঝরনাকলম; বলপেন। pen-nib (noun) কলমের অগ্রভাগের (সাধারণত) ধাতব তীক্ষ্ন অংশ। pen-holder (noun) কলম রাখার বাক্স; কলমদানি। (২) রচনাশৈলী: He has a mighty pen. (৩) pen-and-ink (attributive(ly)) কলম-কালিসহযোগে অঙ্কিত বিষয়; স্কেচ। pen-friend (noun) যার সঙ্গে পত্রালাপে বন্ধুত্ব সূচিত ও সম্প্রসারিত হয়। pen-knife (noun) ভাঁজ করা যায় এমন ছোট ছুরি। penman (noun) সুন্দর হস্তাক্ষরে লেখেন এমন ব্যক্তি। pen-manship (noun) লিপিকুশলতা। pen-name (noun) ছদ্মনাম। penpusher (noun) (নিন্দার্থে) কেরানি। pen-strike (noun) কলম ধর্মঘট; অফিসে উপস্থিতি কিন্তু কর্মবিরতি। □ (verb transitive) (penned, penning, pens) লেখা রচনা করা।
- English Word pen 2 Bengali definition [পেন্] (noun) (১) গরু, ভেড়া ও মুরগি রাখার জন্য ঘেরা জায়গা; খোঁয়াড়। (২) (play-) pen ছোট শিশুদের নিরাপদে রাখার জন্য ঘেরা জায়গা, যেখানে সে সহজে ঘুরতে ফিরতে বা খেলাধুলা করতে পারে। (৩) সাবমেরিনের বোমানিরোধক আশ্রয়। (৪) রাজহংসী।
- English Word pen-friend Bengali definition [পেন ফ্রেন্ড্] (noun) দ্রষ্টব্য pen 1 (৩)।
- English Word pen-name Bengali definition [পেন্নেইম্] দ্রষ্টব্য pen 1 (৩)।
- English Word penal Bengali definition [পীন্ল্] (adjective) দণ্ড বা শাস্তিসংক্রান্ত; দণ্ডনীয়; দণ্ডবিধানে ব্যবহৃত: penal law. Your offence deserves penal action. penal servitude সশ্রম কারাদণ্ড। penal settlement/colony যে স্থানকে শাস্তিদানের জন্য ব্যবহার করা হয়। penalcode শাস্তিদানের বিধি। penaly [পীনালি] (adverb)
- English Word penalize, penalise Bengali definition [পীনালাইজ্] (verb transitive) (১) শাস্তিদান করা; আইনত দণ্ডনীয় ঘোষণা করা। (২) penalize somebody (for something) কাউকে অসুবিধায় ফেলা; (খেলোয়াড়ের ক্ষেত্রে) প্রতিপক্ষকে সুবিধা দিয়ে শাস্তিমূলক শট নিতে দেওয়া। penalization, penalisation [পীনালাইজেইশ্ন্ America(n) পীনালিজশ্ন্] (noun)
- English Word penalty Bengali definition [পেন্ল্টি] (noun) (plural penalties) (১) [Uncountable noun] অপরাধ বা ত্রুটির জন্য বা কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য প্রদত্ত দণ্ড বা শাস্তি; [Countable noun] প্রদত্ত বা আরোপিত দণ্ড বা শাস্তি; যথা- কারাবাস, জরিমানা; (লাক্ষণিক) অপরাধীর স্বীয় অপরাধের কারণে নিজের বা অপরের উপর যে দুর্ভোগ বয়ে আনে: Loitering prohibited penalty Tk. 200. penalty clause (ব্যবসা) চুক্তির যে ধারাবলে কোনো শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গের জন্য প্রদেয় দণ্ড। on/under penalty of (death etc) (কোনো বিধিনিয়ম) লঙ্ঘনের শাস্তিস্বরূপ। penalty area ফুটবল বা হকি খেলার মাঠে নিয়মভঙ্গের জন্য যে নির্দিষ্ট এলাকা থেকে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়। penalty goal এ ধরনের শাস্তিবিধানের পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষীয় খেলোয়াড়ের দ্বারা প্রদত্ত সুবিধাজনক গোল। penaltykick শাস্তিমূলক আচরণের বিপরীতে গোল করার জন্য বলে পদাঘাত। (২) পূর্ববর্তী কোনো খেলায় বিজয়ের কারণে কোনো খেলোয়াড় বা দলের উপর আরোপিত প্রতিকূল শর্ত।
- English Word penance Bengali definition [পেনান্স্] (noun) [Uncountable noun] (১) কৃত অপরাধের শাস্তিস্বরূপ অনুশোচনা; কৃত পাপের জন্য পুরোহিত নির্দিষ্ট স্বেচ্ছা অনুশোচনা; প্রায়শ্চিত্ত। do penance (for something) অনুতাপবিদ্ধ হওয়া; প্রায়শ্চিত্ত করা। (২) (রোমান ক্যাথলিক চার্চে) যে অনুশাসনে মর্মপীড়া, স্বীকারোক্তি ও অনুশোচনা অন্তর্ভুক্ত থাকে।
- English Word pence Bengali definition [পেন্স্] (noun) দ্রষ্টব্য penny.
- English Word penchant Bengali definition [পানশান (French) পাঁশাঁ America(n) পেন্টশান্ট্] (noun) (ফরাসি) a penchant for রুচি; পছন্দ; ঝোঁক: penchant for classical music.
- English Word pencil Bengali definition [পেন্স্ল্] (noun) পেনসিল; কাঠ দিয়ে মোড়া গ্রাফাইট বা চক, বা লেখনী/অঙ্কন বা প্রসাধনের কাজে ব্যবহৃত হয়: an eyebrow pencil, a darwing pencil. □ (verb transitive) পেনসিল দিয়ে আঁকা; লেখা বা দাগ দেওয়া: pencilled sketch.
- English Word pendant Bengali definition [পেন্ডান্ট্] (noun) (১) গলার হার; বাহুবন্ধনী প্রভৃতিতে ঝুলে থাকে এমন অলংকার। (২) (সামুদ্রিক)= pennant.
- English Word pendent Bengali definition [পেন্ডান্ট্] (noun) (adjective) (আনুষ্ঠানিক) (১) ঝুলন্ত; ঝুলছে এমন; দোলায়মান: pendent branches. (২)= pending. pendency (noun) অনিশ্চিত/সংশয়যুক্ত বা দ্বিধাগ্রস্ত অবস্থা।
- English Word pending Bengali definition [পেন্ডিং] (adjective) মুলতবি; বর্তমান সময় পর্যন্ত অনির্ধারিত; অমীমাংসিত: pending bills; pending decision; pending suit. □ (preposition(al)) (১) মধ্যে: pending further communication. (২) যতক্ষণ পর্যন্ত: pending his approval.
- English Word pendulous Bengali definition [পেন্ডোলাস্ America(n) পেন্জোলাস্] (adjective) (আনুষ্ঠানিক) এমন আলগাভাবে ঝুলন্ত যা সহজেই দোলায়মান; নিয়মিত দোলনরত: the pendulous creepers.
- English Word pendulum Bengali definition [পেন্ডোলাম America(n) পেন্জোউলাম] (noun) দোলক (সাধারণত ঘড়ির); উপরদিক এমনভাবে গ্রথিত দণ্ড যেটি সহজভাবে দুলতে পারে। the swing of the pendulum (আলংকারিক অর্থ) জনগণের অভিমত একবিন্দু থেকে একেবারে বিপরীত বিন্দুতে পরিবর্তন।
- English Word peneplain Bengali definition [পীনিপ্লেইন্] (noun) (ভূতত্ত্ব) ভূমিক্ষয়জনিত কারণে সৃষ্ট প্রায় সমভূমিতে পরিণত অঞ্চল।
- English Word penetrable Bengali definition [পেনিট্রাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) বলপূর্বক অনুপ্রবেশযোগ্য। penetrability [পেনিট্রাবিলাটি] (noun)
- English Word penetrate Bengali definition [পেনিট্রেইট্] (verb transitive), (verb intransitive) (১) penetrate (into/to/through) কোনো কিছুর মধ্যে ঢোকানো; বিদ্ধ করা বা ভেদ করা; (আলংকারিক অর্থ) অন্তর্দৃষ্টি দিয়ে দেখা; মূল কেন্দ্রীয় বিষয় দেখতে পাওয়া: The light penetrated through the curtain. Dust has penetrated into the camera. We could not penetrate the ideas of the Opposition. (২) be penetrated with কোনো ধারণা বা অনুরূপ কিছু দ্বারা পূর্ণ হওয়া: be penetrated with the idea of living with the Eskimos. penetrating (adjective) (১) (ব্যক্তি) কোনো কিছু দেখার বা অনুধাবনের গুণসম্পন্ন। (২) (স্বর, চিৎকার) শব্দভেদী, কর্ণভেদী, উচ্চ ও তীক্ষ্ন। penetrately (adverb)
- English Word penetration Bengali definition [পেনিট্রেইশ্ন্] (noun) [Uncountable noun] (১) প্রবেশ; ভেদ; ভেদন: peaceful penetration; বল ব্যতিরেকে প্রভাব বিস্তার বা নিয়ন্ত্রণের গুণ অর্জন: ideological penetration; ব্যবসাবাণিজ্য বা পুঁজি বিনিয়োগের মাধ্যমে কোনো দেশের উপর প্রভাব বিস্তার। (২) মানসিক শক্তির তীক্ষ্নতা; কোনো ধারণা বা বিষয় অনুধাবনের ক্ষমতা।
- English Word penetrative Bengali definition [পেনিট্রেটিভ্ America(n) পেনিট্রেইটিভ্] (adjective) প্রবেশ বা ভেদ করতে সমর্থ; ভেদকর; তীক্ষ্নধীসম্পন্ন।