• Bengali Word pen 1 English definition [পেন্‌] (noun) ১ (পুরাতনকালে) বড় পালক, যার অগ্রভাগ তীক্ষ্ন ও বিভক্ত এবং যা কালিসহযোগে লেখনী হিসেবে ব্যবহৃত হয়; (আধুনিক প্রয়োগ) কলম; লেখনী; ঝরনাকলম; বলপেন।
    pen-nib (noun) কলমের অগ্রভাগের (সাধারণত) ধাতব তীক্ষ্ন অংশ। pen-holder (noun) কলম রাখার বাক্স; কলমদানি। (২) রচনাশৈলী: He has a mighty pen. (৩) pen-and-ink (attributive(ly)) কলম-কালিসহযোগে অঙ্কিত বিষয়; স্কেচ। pen-friend (noun) যার সঙ্গে পত্রালাপে বন্ধুত্ব সূচিত ও সম্প্রসারিত হয়। pen-knife (noun) ভাঁজ করা যায় এমন ছোট ছুরি। penman (noun) সুন্দর হস্তাক্ষরে লেখেন এমন ব্যক্তি। pen-manship (noun) লিপিকুশলতা। pen-name (noun) ছদ্মনাম। penpusher (noun) (নিন্দার্থে) কেরানি। pen-strike (noun) কলম ধর্মঘট; অফিসে উপস্থিতি কিন্তু কর্মবিরতি। □ (verb transitive) (penned, penning, pens) লেখা রচনা করা।