• Bengali Word octave English definition [অক্‌টিভ] (noun) ১ (সংগীত) যে স্বরের অবস্থান কোনো প্রদত্ত স্বরের ছয় পূর্ণ স্বর উপরে বা ছয় পূর্ণ স্বর নিচে; (দুটি অকটেভের মধ্যবর্তী) পাঁচটি পূর্ণ স্বর ও দুটি অর্ধ-স্বরের ব্যবধান।
    (২) (কবিতায়) চতুর্দশপদী কবিতা ও সনেটের প্রথম আট চরণ; আট চরণবিশিষ্ট কবিতার স্তবক।