• Bengali Word shift 2 English definition [শিফ্‌ট্‌] (verb transitive), (verb intransitive) ১ shift something (from/to) অবস্থান বা দিক পরিবর্তন করা; স্থানান্তরিত করা; বদল করা: shift the blame (on) to somebody else অন্যের ঘাড়ে দোষ চাপানো: The cargo has shifted , জাহাজের আন্দোলনে নড়েচড়ে গেছে।
    shift one’s ground তর্কের সময়ে অবস্থান পরিবর্তন করা/ বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। (২) (মোটরযান চালনা) (গিয়ার) বদলানো: shift into second gear. (৩) shift for oneself নিজ সামর্থ্যে সামাল দেওয়া; নিজ বাহুবলে যথাসাধ্য করা: As we had none to help us, we had to shift for ourselves. shifty (adjective) (shiftier, shiftiest) ধূর্ত; শঠ; ধড়িবাজ; কুটিল: a shifty customer; shift behaviour; shift eyes. shiftily [শিফ্‌টিলি] কুটিলভাবে, কূটকৌশলে ইত্যাদি। shiftiness (noun) ধূর্ততা; শঠতা; কুটিলতা।