• Bengali Word pin 1 English definition [পিন্‌] (noun) ১ পিন; আলপিন; কাঁটা: don’t care a pin, সামান্যও তোয়াক্কা করি না; in a merry pin, খোশমেজাজে; neat as a pin, অত্যন্ত ছিমছাম।
    pins and needles দেহের রক্ত চলাচল সাময়িকভাবে স্থগিত থাকার পর পুনরায় সঞ্চালন আরম্ভ হলে যে অনুভূতির সৃষ্টি হয়। (২) অনুরূপ কোনো বস্তু, যার এক প্রান্ত অলংকারের ন্যায় এবং যা বিশেষ কারণে ব্যবহৃত হয়, যেমন tie-pin; hair-pin; safety-pin. (৩) কাঠ বা ধাতুর অনুরূপ বস্তু যা বিবিধ কারণে ব্যবহৃত হয়, যেমন drawing pin; rolling pin; ছোট যে ধরনের পেরেকের মতো বস্তুতে কোনো বাদ্যযন্ত্রের তার টেনে বেঁধে রাখা হয়। pin-ball (noun) ছোট বল, যা বৈদ্যুতিক প্রক্রিয়ায় চালনা করতে হয় অথবা এই বল দিয়ে চালু টেবিলের উপর অনুরূপভাবে খেলা। pin-table (noun) পিনবল খেলায় যে টেবিল ব্যবহৃত হয়। (৪) (যৌগশব্দে) pin-cushion (noun) যে পাত্রে পিন রাখা হয়; যে কোমল প্যাডে পিন গুঁজে রাখা হয়। pin-head (noun) (কথ্য) খুবই নির্বোধ ব্যক্তি। pin-money (noun) [Uncountable noun] কোনো মহিলাকে প্রদত্ত ভাতা অথবা মহিলা দ্বারা অর্জিত যে টাকা পোশাক বা ব্যক্তিগত টুকিটাকি কেনায় ব্যয় করা হয়। pin-point (noun) কোনো ছোট/ক্ষুদ্র বিষয়; (attributive(ly)) (লক্ষ্যবস্তু) বোমা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য নির্ভুল লক্ষ্য। □ (verb transitive) এমন নির্দিষ্ট লক্ষ্য খুঁজে বের করা; নির্ভুলভাবে কোনো বিষয়ের গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করা। pin-prick (noun) (লাক্ষণিক) বিরক্তি উৎপাদনে সক্ষম ছোটখাটো কাজ বা মন্তব্য। pin-stripe (adjective) (পোশাকে) বহু সরু লম্বাটে রেখাসহ। pin-tailed দীর্ঘ ও সরু লেজবিশিষ্ট।