• Bengali Word spring 1 English definition [স্প্রিঙ্] (noun) ১ উল্লম্ফন; লাফানি।
    (২) ঝরনা: hot spring; (attributive(ly)) spring water. (৩) স্প্রিং: The spring of a watch. spring-balance (noun) স্প্রিং ব্যবহার করা দাঁড়িপাল্লা। spring-board (noun) ঝাপ খাওয়ার জন্য স্প্রিং-আঁটা লাফানো তক্তাবিশেষ। spring-gun (noun) যে বন্দুকের ট্রিগারের সঙ্গে একটি তার এমনভাবে লাগানো আছে যেকোনো অনুপ্রবেশকারী তারটির সংস্পর্শে আসামাত্র গুলি ছুটে আসে। spring-mattress (noun) স্প্রিং-আঁটা গদি। spring tide (noun) (দুই শব্দ; spring 2 শিরোনামায় spring tide, spring time দ্রষ্টব্য) অমাবস্যা ও পূর্ণিমার অব্যবহিত পরে সৃষ্ট জোয়ার। neap শিরোনামে neap-tide দ্রষ্টব্য. (৪) স্থিতিস্থাপকতা: These rubber bands have lost their spring. (৫) (প্রায়ই plural) কারণ বা উৎস: The springs of human conduct. springless (adjective) স্প্রিংশূন্য: a springless cart. springy (adjective) (চলন বা গতি) লাফানো: walk with a springy step; (পদার্থ) স্থিতিস্থাপক: Rubber is a springy substance.