• Bengali Word colour 1 English definition (America(n)= color) [কালা(র্‌)] (noun) ১ [uncountable noun] বর্ণ; রং; আভা; [countable noun] রঙের প্রভাব বা ছাপ।
    colour-blind (adjective) বর্ণান্ধ; বিশেষ বর্ণের মধ্যে পার্থক্য করতে বা বিশেষ বিশেষ বর্ণ দেখতে অক্ষম। colourscheme (noun) কোনো নকশায় বিভিন্ন রঙের মিশ্রণসম্পর্কিত পরিকল্পনা। colour-wash (noun) গৃহাদিতে রঙের প্রলেপ। (২) [uncountable noun] মুখের রক্তিমাভা। change colour স্বাভাবিক অপেক্ষা বেশি বিবর্ণ বা রক্তিম হওয়া। have a high colour রক্তিম বর্ণের হওয়া। lose colour বিবর্ণ হওয়া। be/feel/look off colour (কথ্য) অসুস্থ বোধ করা; (কোনো কিছুতে) উৎসাহ না-পাওয়া। (৩) (plural) চিত্রকর্মে ব্যবহৃত রঞ্জক পদার্থ: water colours; রং ব্যবহারের ফলে কোনো বস্তুর স্বরূপ; (লাক্ষণিক) বিশেষরূপে প্রতিভাত করা: see something appear in its true colours. (৪) [uncountable noun] (ঘটনাদি প্রসঙ্গে) বাস্তবতার স্বরূপ; অজুহাত; ছুতা। give/lend colour to সম্ভাব্যতার ইঙ্গিত দেওয়া; বিশ্বাসযোগ্য করে তোলা। give false colour to কোনো কিছুতে মিথ্যা রং চড়ানো। (৫) local colour (সাহিত্যিক) কোনো স্থান, দৃশ্য বা কালের বর্ণনা বাস্তবধর্মী করার প্রয়োজনে খুঁটিনাটি বিবরণ। (৬) [uncountable noun] (সংগীত) ধ্বনিবৈশিষ্ট্য; সুর; প্রকাশবৈচিত্র্য। (৭) (plural) স্কুল-ক্লাব প্রভৃতির প্রতীক হিসেবে পরিহিত ফিতা; টুপি বা পোশাক। get/win one’s colours (কলেজ/বিশ্ববিদ্যালয়ের) খেলোয়াড়দলে স্থান লাভ করা। (৮) (plural) (জাহাজের) পতাকা; সেনাদলের প্রতীকচিহ্ন। come through/off with flying colours কোনো কিছুতে বিরাট সাফল্য লাভ করা। lower one’s colours দাবি ত্যাগ করা; আত্মসমর্পণ করা। nail one’s colours to the mast (প্রবাদ) কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তা ঘোষণা করা এবং তাতে অটল থাকা। sail under false colours (প্রবাদ) ভণ্ডামি করা। show one’s true colours (প্রবাদ) নিজের স্বরূপ প্রকাশ করা। stick to one’s colours নিজের দল বা মত না-বদলানোর ব্যাপারে অটল থাকা। (৯) [uncountable noun] গাত্রচর্মের বর্ণের জাতিগত বৈশিষ্ট্য; অশ্বেতকায় জাতি। colour-bar অশ্বেতকায় জাতিসমূহের প্রতি আরোপিত বিধিনিষেধ। colourful (adjective) রঙিন; উজ্জ্বল; আনন্দময়। colourless (adjective) বিবর্ণ; নিষ্প্রাণ; অনুজ্জ্বল।