• Bengali Word living 1 English definition [লিভিং] (adjective) ১ জীবিত; এখনো অস্তিত্ব আছে এমন।
      within/in living memory স্মৃতিতে উজ্জ্বল। (২) (সদৃশতার ক্ষেত্রে) জীবন্ত প্রতিরূপ। (৩) জোরালো; সক্রিয়; প্রাণোচ্ছল। The living theatre রঙ্গমঞ্চ (সিনেমা বা টিভির পরদায় নয়)। □ (noun) the living (plural verb-সহ) এখন যারা জীবিত।
    • Bengali Word living 2 English definition [লিভিং] (noun) জীবিত রাখার উপায়; জীবিকা: make living as an actor.
      (২) [uncountable noun] জীবনযাপনপ্রণালি: plain living and high thinking; standard of living. living wage জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি। living-room (noun) দিনের বেলায় বিভিন্ন কাজে (বিশেষ করে ভোজন, আমোদপ্রমোদের জন্য) ব্যবহারের রুম। living -space (noun) কোনো রাষ্ট্রের বিবেচনায় তার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় এলাকা। (৩) খ্রিষ্টান যাজকের ভরণপোষণের জন্য প্রদত্ত সম্পত্তি।