• will 1 (বক্তার ইচ্ছা বা অভিপ্রায় জ্ঞাপক শর্তাধীন উক্তি গঠনের জন্য উত্তম পুরুষের সঙ্গে would ব্যবহৃত হয়): We would have come if it hadn’t rained.
      • aright [আরাইট্] (adverb) (পুরাতনী) ঠিকমতো; ঠিকভাবে: If I heard aright, যদি ঠিকমতো শুনে থাকি। (Past Participle–এর আগে rightly ব্যবহার করা বাঞ্ছনীয়: to be rightly informed).
      • if [ইফ্‌] (conjunction) ১ যদি। (ক) (if-যুক্ত উপবাক্যে Present বা Present Perfect Tense. এতে কোনোকিছু ঘটার সম্ভাবনা বা সম্ভাব্যতা প্রকাশ পায়): If you want to go, I will accompany you. (খ) (if-যুক্ত উপবাক্যে should-সহ এতে ঘটনার অসম্ভাব্যতা বা অসম্ভবনীয়তা নির্দেশ করে); If it should be necessary, he would help you. (গ) (If-যুক্ত উপবাক্যে will-সহ কেবল শিষ্টাচারমূলক): If you will stop shouting, I will try to hunt out your bag. (ঘ) (if-যুক্ত উপবাক্যে past tense এতে এমন শর্ত যুক্ত হয় যা পূরণ হওয়ার সম্ভাবনা অল্প কিংবা যা পূরণ হওয়া অসম্ভব, কিংবা যে শর্ত বিবেচনাসাপেক্ষ): If I were to ask her out to dinner, would she agree? (ঙ) (if-যুক্ত উপবাক্যে past perfect tense শর্ত পূরণ হয়নি নির্দেশ করে): If we had made concerted efforts, we would have succeeded. ২ (সাহিত্যিক রচনারীতিতে if বাদ দিয়ে তার বদলে subject এবং auxiliary verb intransitive বিশেষত were/had/should-এর অবস্থান-বিপর্যয় ঘটতে পারে): Had I know earlier....should it be necessary..., were I a skilled painter... ৩ (If ‘যখন’; বা ‘যখনি’; অর্থে ব্যবহৃত হলে কোনো শর্ত আরোপিত হয় না): সেক্ষেত্রে মুখ্য উপবাক্য এবং if-যুক্ত উপবাক্যে একই tense ব্যবহৃত হতে পারে: If you are ill, you consult a physician. ৪ (even) if একথা মেনে নিলে; যদিবা: Even if I did cause him a lot of trouble, I did not. intend it, তাকে বিপদে ফেললেও। ৫ (even) if যদিও: He will attend the meeting, even if he is awfully busy getting ready for his journey, দারুণ ব্যস্ত থাকলেও। ৬ (কথ্য) (প্রশ্নবোধক বাক্যের সূচনায় whether-এর বদলে if): He asked if I would come. (উল্লেখ্য: দ্ব্যর্থবোধকতার সম্ভাবনা থাকলে: whether-এর স্থলে if ব্যবহার করা উচিত নয়; তুলনীয় Let us know if he is running for mayor, হ্যাঁ এবং না- উভয়ক্ষেত্রেই জানাতে হবে)। Let us know if he is running for mayor, কেবল ইতিবাচক উত্তরের ক্ষেত্রে জানাতে হবে। ৭ as if যেন (it isn’t as if... বললে পরে যা বলা হচ্ছে তার উলটোটাই সত্য বলে নির্দেশ করে): It isn’t as if you were a mere child, তুমি যে নেহাত শিশু তা তো নয়। (অনেক সময় উৎক্রোশের সূচনায় as if ব্যবহৃত হয়): As if I would tolerate it! আমি এই কিছুতেই বরদাস্ত করব না। দ্রষ্টব্যas 2 (১১) । ৮ if only (বিশেষত উৎক্রোশে কোনো মনোবাঞ্ছা কিংবা কোনো অপূর্ণ শর্ত নির্দেশ করে): If only you had accepted my proposal! তুমি যদি আমার প্রস্তাবটি মেনে নিতে। If only I had been informed in time! (কিন্তু যথাসময়ে জানানো হয়নি)। ৯ (উৎক্রোশে if- এর পরে নঞর্থক ক্রিয়াপদ ব্যবহারে ভয়, বিস্ময় অভিব্যক্ত হয়): And if he didn’t try to rob me of my purse! সে আমার পার্সটা ছিনিয়ে নিতে যাচ্ছিল।