• Bengali Word bank 3 English definition [ব্যাঙ্‌ক্‌] (noun) ১ ব্যাংক।
    the B‍ank ইংল্যান্ডের সরকারি ব্যাংক; have money in the bank, ব্যাংকে সঞ্চয় থাকা; bank clerk ব্যাংকের কেরানি। bank-bill (noun) যে প্রতিজ্ঞাপত্রবলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে অর্থ আদায় করে; ব্যাংকের প্রতিজ্ঞাপত্র বা হুন্ডি; ব্যাংকবিল। bank-book (noun) (অপিচ passbook) গ্রাহকের ব্যাংকের হিসাবের বিবরণসংবলিত পুস্তক; ব্যাংক বই। bank card (noun) (একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত) গ্রাহকের চেক পরিশোধের নিশ্চয়তাসংবলিত (কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত) কার্ড; ব্যাংক কার্ড। bank draft = bank bill. bank holiday (noun) (সাপ্তাহিক ছুটির দিন বাদে) যেসব দিন রাষ্ট্রীয় বিধানবলে ব্যাংকসমূহ বন্ধ থাকে; ব্যাংকের ছুটি। bank note (noun) ব্যাংক কর্তৃক প্রবর্তিত কাগজের টাকা; ব্যাংকনোট। bank-rate (noun) হুন্ডি, বিল ইত্যাদি আদায়ের জন্য সরকারি ব্যাংক কর্তৃক গৃহীত বাটার হার। bankroll (noun) টাকার তাড়া। merchant bank (noun) বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠানে অর্থের জোগান দেওয়া যে ব্যাংকের বিশেষত্ব; বাণিজ্য ব্যাংক। (২) জুয়ার টেবিলের অধিকারীর হস্তগত অর্থ, যা থেকে সে বিজেতার প্রাপ্য পরিশোধ করে; পুঞ্জি। (৩) সংরক্ষিত সঞ্চয়; সংরক্ষণস্থল; ভাণ্ডার। blood bank (noun) রক্তভাণ্ডার।