• Bengali Word clear 3 English definition [ক্লিআ(র্‌)](verb transitive), (verb intransitive) ১ clear something of/from অপসারণ করা; অবাঞ্ছিত কিছু থেকে মুক্তি পাওয়া; পরিষ্কার করা: clear the streets of snow/ clear snow from the streets.
    clear one’s throat (কেশে) গলা পরিষ্কার করা। (২) অতিক্রম করা; পার হওয়া (স্পর্শ না-করে): He cleared six feet. (৩) নিট লাভ বা মুনাফা হিসেবে পাওয়া; ব্যয়; পাওনাদারের দাবি ইত্যাদি মিটিয়ে ফেলা। (৪) বন্দরে প্রবেশ বা বন্দর ত্যাগের সময় কাগজপত্রাদি স্বাক্ষরকরণ; শুল্ক প্রদান ইত্যাদির মাধ্যমে জাহাজ বা এর মালপত্র বিমোচিত করা: clear goods through customs, শুল্ক-কর্তৃপক্ষের দাবি পূরণ করে মালপত্র বিমোচিত করা; শুল্ক কর্তৃপক্ষের দাবি পূরণ। clear away সরে যাওয়া: The clouds have cleared away. clear something away সরিয়ে নেওয়া। clearoff (কথ্য, ব্যক্তি সম্বন্ধে) চলে যাওয়া; নিষ্কৃতি পাওয়া। clearsomething off কিছুর অবসান ঘটানো; কোনো কিছু থেকে নিষ্কৃতি পাওয়া। clearout (কথ্য) চলে যাওয়া; ত্যাগ করা। clear something out খালি করা; শূন্য করা। clear up পরিষ্কার হওয়া। clear something up (ক) গোছগাছ করা;(খ) পরিষ্কার করা; সমাধান করা (রহস্য জটিলতা ইত্যাদির)।