C পৃষ্ঠা ৩১
- English Word co-ordinate 1 Bengali definition [কোউওডানাট্] (adjective) সমপদস্থ; সমগুরুত্বসম্পন্ন; (ব্যাকরণ) মিশ্র বাক্যে উপস্থিত clause বা বাক্যাংশ যাকে প্রায়ই সংযোজক অব্যয় (conjunction) দ্বারা অন্য clause বা clauses-এর সঙ্গে যুক্ত করা হয়। দ্রষ্টব্য subordinate. co-ordinately (adverb)
- English Word co-ordinate 2 Bengali definition [কোউওডিনাট্] (verb transitive) সমগুরুত্বসম্পন্ন করা; সঠিক সম্পর্কে অন্বিত করা; সমন্বয় বিধান করা: to co-ordinate the work of different departments of the office. co-ordinators (noun) সমন্বয়কারী।
- English Word co-ordination Bengali definition [কোউওডিনেইশ্ন্] (noun) সমন্বয়; সমর্থিত অবস্থা। Co-ordination Geometry বৈশ্লেষিক জ্যামিতি।
- English Word co-partner Bengali definition [কোউপা:ট্না(র্)] (noun) সমঅংশীদার। co-partnership (noun) ব্যবসা বা শিল্পোদ্যোগে অংশীদার রাখার প্রথা।
- English Word co-religionist Bengali definition [কোউরিলিজানিস্ট্] (noun) একই ধর্মাবলম্বী ব্যক্তিদের একজন; সমধর্মী; ধর্মভাই।
- English Word co-respondent Bengali definition [কোউরিস্পন্ডান্ট্] (noun) (আইন সম্বন্ধীয়) বিবাহবিচ্ছেদের মামলায় অভিযুক্ত স্বামী বা স্ত্রীর সঙ্গে ব্যভিচারের দায়ে যে ব্যক্তি অভিযুক্ত হয়; বিবাহবিচ্ছেদের মামলার বিবাদী; বিবাদিনী।
- English Word co-signatory Bengali definition [কোউসিগ্নাটারি America(n) কোউসিগ্নাটোরি] (noun), (adjective) অন্যের সঙ্গে যৌথভাবে স্বাক্ষরদানকারী।
- English Word co-star Bengali definition [কোউস্টা:(র্)] (noun) সহ-চিত্রতারকা। co-star with অন্য তারকার সঙ্গে একযোগে অভিনয়রত।
- English Word co-tenant Bengali definition [কোউটেনান্ট্] (noun) সহ-ভাড়াটে।
- English Word coach 1 Bengali definition [কোউচ্] (noun) (১) চার চাকাওয়ালা ঘোড়ার গাড়ি। (২) drive a coach and horses through (something) শব্দ ব্যবহারের ত্রুটির সুযোগ নিয়ে (আইনকানুন ইত্যাদির) উদ্দেশ্য ব্যর্থ করা। (৩) (America(n)= car) রেলগাড়ির কামরা (যাত্রীদের) জন্য। (৪) (motorcoach) দূরপাল্লার যাত্রীবাহী মোটরগাড়ি।
- English Word coach 2 Bengali definition [কোউচ্] (Noun) গৃহশিক্ষক; খেলাধুলার পেশাদার প্রশিক্ষক: football coach. □ (verb transitive), (verb intransitive) শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া।
- English Word coagulate Bengali definition [কোউঅ্যাগিউলেইট্] (verb transitive), (verb intransitive) (তরল পদার্থ) ঘনীভূত করা বা হওয়া। coagulation (noun)
- English Word coal Bengali definition [কোউল্] (noun) [uncountable noun] কয়লা; [countable noun] কয়লার টুকরা; জ্বলন্ত কয়লা। carry coals to Newcastle (লাক্ষণিক) তেলা মাথায় তেল দেওয়া। heap coals of fire on somebody’s head অপকারের বিনিময়ে উপকার করে মনস্তাপ সৃষ্টির চেষ্টা। coalfield (noun) কয়লাখনি অঞ্চল। coal-gas আলো জ্বালার এবং তাপ সৃষ্টির উদ্দেশ্যে কয়লা হতে প্রস্তুত গ্যাস; অঙ্গারগ্যাস। coalmine/pit (noun(s)) কয়লাখনি। coalscuttle (noun) কয়লা রাখার ঝুড়ি। coalseam (noun) ভূগর্ভস্থ কয়লাস্তর। coaltar (noun) কয়লাজাত আলকাতরা। □ (verb intransitive) (উনুনে) কয়লা নেওয়া। coaling station যে বন্দরে জাহাজে কয়লা নেওয়ার ব্যবস্থা আছে।
- English Word coalesce Bengali definition [কোউআলেস্] (verb intransitive) মিলিত হওয়া; একাঙ্গীভূত হওয়া। coalescence (noun)
- English Word coalition Bengali definition [কোউআলিশ্ন্] (noun) [Uncountable noun] মিলন; [countable noun] বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক দলসমূহের সাময়িক মিলন: a coalition government; to form a coalition.
- English Word coaming Bengali definition [কোউমিং] (noun) পানি ঠেকানোর জন্য জাহাজের ডেকের চারপাশে উঁচু প্রান্তদেশ।
- English Word coarse Bengali definition [কোস্] (adjective) (coarser, coarsest) (১) মোটা; অসূক্ষ্ম: coars rice, coarse cloth. (২)(খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; coarse fish. (৩) অমার্জিত; অনিষ্ট: coarse manners; coarse jokes. coarsen [কোস্ন্] (verb transitive),(verb intransitive) মোটা স্থূল সাধারণ ইত্যাদি মানে পরিণত করা বা হওয়া। coarsely (adverb) coarseness (noun)
- English Word coast 1 Bengali definition [কোউস্ট্] (noun) [countable noun] সমুদ্রতীর; উপকূল। coastguard (noun) উপকূল প্রহরী। coastline (noun) উপকূল রেখা। coastal (adjective) উপকূলসম্পর্কিত; উপকূলবর্তী। coastwise (adjective) উপকূল বরাবর।
- English Word coast 2 Bengali definition [কোউস্ট্] (verb intransitive), (verb transitive) (১) coast along (জাহাজাদিতে) উপকূল ধরে চলা। (২) পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নামা। (যেমন ঢালু পথে সাইকেলে চেপে প্যাডেল না-ঘুরিয়ে নামতে থাকা)। coaster (noun) (১) যে জাহাজ সমুদ্রের উপকূল ধরে বন্দর থেকে বাণিজ্য করে। (২) টেবিলে খাবার গ্লাসের নিচে বিছানোর জন্য ছোট মাদুরবিশেষ।
- English Word coat Bengali definition [কৌট্] (noun) (১) জামার উপরে পরার লম্বা হাতাওয়ালা এবং বুকখোলা পোশাক; কোট। turn one’s coat পক্ষ বা মত পরিবর্তন করা। coat of arms বংশমর্যাদাসূচক বা শহর বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়বাহী নকশা বা চিত্র; ঐরূপ চিত্রাঙ্কিত ঢাল। coat of mail ধাতব বলয় বা পাত নির্মিত বক্ষাবরণ। (২) জ্যাকেট। (৩) পোশাকতুল্য যেকোনো আবরণ। (৪) প্রলেপ; পোঁচ। (verb transitive) পোশাকে আবৃত করা; আস্তরণ পড়া: coated with dust, লেপন করা। coating (noun) (১) পাতলা স্তর বা আবরণ। (২) [uncountable noun] কোটের কাপড় বা আস্তরণের কাপড়।
- English Word coax Bengali definition [কোউক্স্] (verb transitive), (verb intransitive) coax (from/into/out of) মিষ্ট কথায় ভুলানো; প্রলুব্ধ করা: He took a lot of coaxing before he agreed to take her to the theatre. coaxing (noun) [uncountable noun, countable noun] প্রলোভন; আদর। coaxingly (adverb)
- English Word cob Bengali definition [কব্] (noun) (১) রাজহাঁস। (২) খাটো পাওয়ালা ছোট তেজি ঘোড়া। (৩) (অপিচ cob-nut) এক জাতীয় বড় আকারের বাদাম। (৪) ভুট্টাশিষের মাঝে যেখানে ভুট্টাদানা লেগে থাকে।
- English Word cobalt Bengali definition [কোউবোল্ট্] (noun) শক্ত রুপালি সাদা ধাতু; কোবাল্ট (রাসায়নিক প্রতীক Co)।
- English Word cobber Bengali definition [কবা(র্)] (noun) (অস্ট্রেলিয়া, কথ্য) সঙ্গী।
- English Word cobble 1 Bengali definition [কব্ল্] (noun) (অপিচ cobblestone) খোয়া। (verb transitive) খোয়া বা পাথর দিয়ে বাঁধানো: cobbled path.
- English Word cobble 2 Bengali definition [কব্ল্] (verb transitive) মেরামত করা (জুতা ইত্যাদি) তালি দেওয়া; জোড়া দেওয়া।
- English Word cobbler Bengali definition [কব্লা(র্)] (noun) (১) মুচি। (২) অমার্জিত শ্রমিক। (৩) (America(n)) এক ধরনের পিঠা। a load of old cobbler (British/Britain কথ্য) বাজে কথা।
- English Word cobra Bengali definition [কোউব্রা] (noun) গোখরা সাপ।
- English Word cobweb Bengali definition [কোব্ওয়েব্] (noun) [countable noun] মাকড়সার জাল; উর্ণা।
- English Word Coca-Cola Bengali definition [কোউকাকোউলা] (noun) (Proprietary name) পানীয়বিশেষ; কোকা-কোলা।