• Bengali Word subordinate English definition [সাবোডিনাট্‌ America(n) সাবোডানাট্] (adjective) ১ submit (to) অপ্রধান; গৌণ; অধীন, অধস্তন: a subordinate position.
    (২) subordinate clause (ব্যাকরণ) অধীন খণ্ডবাক্য; সংযোজক অব্যয় দ্বারা আরম্ভ; বিশেষ্য, বিশেষণ কিংবা ক্রিয়াবিশেষণ-স্থানীয় খণ্ডবাক্য। দ্রষ্টব্য co-ordinate. □ (noun) অধীনস্থ বা অধস্তন কর্মচারী/কর্মকর্তা। □ (verb transitive) [সাবোডিনেইট্ America(n) সাবোডানেইট্] subordinate something to অধস্তন হিসেবে বিবেচনা/গণ্য করা; অধীন/অধীনস্থ করা। subordinating clause (ব্যাকরণ) যে সংযোজক অব্যয় দিয়ে অধীন খণ্ডবাক্যের সূত্রপাত করা হয় (যেমন because, as, if); গৌণতাবাচক সংযোজক অব্যয়। subordination [সাবোডিনেইশ্‌ন্‌ America(n) সাবোডান্‌এইশ্‌ন্‌] (noun) অধীনতা; গৌণতা; অপ্রধানতা; অধীনীকরণ; গুণীভবন। subordinative [সাবোডিনাটিভ America(n) সাবোডানেইটিভ] (adjective) গৌণতাবাচক।