Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word clergy Bengali definition [ক্লা:জি] (noun) গির্জার যাজকমণ্ডলীclergymam [ক্লা:জিমান্‌] (noun) (plural clergymen) যাজক।
  • English Word cleric Bengali definition [ক্লেরিক্] (noun)= clergyman.
  • English Word clerical Bengali definition [ক্লেরিক্‌ল্‌] (adjective) (১) যাজকমণ্ডলীসংক্রান্ত(২) কেরানিসংক্রান্ত: clerical work; a clerical error নকল করা বা লিখনসংক্রান্ত ত্রুটি।
  • English Word clerihew Bengali definition [ক্লেরিহিউ] (noun) কৌতুকপূর্ণ বা অর্থহীন ছড়া কবিতা
  • English Word clerk Bengali definition [ক্লা:ক America(n) ক্লার্‌ক্‌] (noun) (১) কেরানি(২) দলিলপত্র সংরক্ষণকারী কর্মচারী(৩) (America(n)) দোকানের বিক্রয় সহকারী(৪) যাজক; পুরোহিত। □ (verb intransitive) ( কেবল America(n)) দোকানে বিক্রয় সহকারী হিসেবে কাজ করা।
  • English Word clever Bengali definition [ক্লেভা(র্‌)] (adjective) (clever, cleverest) (১) চালাক; চতুর; দক্ষ(২) (সম্পাদিত কাজ) সামর্থ্য ও দক্ষতা প্রকাশকারী; a clever speech. (৩) চটপটেcleverly (adverb) cleverness (noun)
  • English Word clew Bengali definition [ক্লূ] (noun) (১) (নৌচালনবিদ্যা) নৌকাদির পালের নিচের দিকের কোনার সঙ্গে লাগানো ধাতব ফাঁস(২) জাহাজের হ্যামকের তারের সঙ্গে লাগানো ফাঁস(৩) রহস্যাদি সমাধানের সূত্র। □ (verb transitive) (অপিচ clue) (নৌচালনবিদ্যা) পাল টেনে তোলা বা নামানো।
  • English Word cliché Bengali definition [ক্লীশেই America(n) ক্লীশেই] (noun) [countable noun] সস্তা বা গতানুগতিক পদসমষ্টি; অতিব্যবহৃত বা অনাধুনিক ধারণা বা কথাবার্তা
  • English Word click 1 Bengali definition [ক্লিক্] (verb transitive), (noun) ক্লিক বা টিক শব্দ করা; ঐ ধরনের শব্দ
  • English Word click 2 Bengali definition [ক্লিক্‌] (verb intransitive) (কথ্য America(n) -এ নয়) সঙ্গে সঙ্গে পরস্পরকে ভালো লাগা: The two of us clicked the moment we met.
  • English Word clickjacking Bengali definition [ক্লিক্‌জ্যাকিঙ্] (noun) ওয়েবসাইটে কোনো অপরিচিত লাইক বাটনে ক্লিক করে ভয়াবহ ভাইরাসের শিকার হওয়া, ক্লিকজ্যাকিং ('hijacked' আর 'clicking' মিলে তৈরি)। এটা এক ধরনের ভয়ানক ভাইরাস যা ইন্টারনেট ব্যবহারকারীকে কোনো লাইক বাটনে চাপ দিতে প্রলুব্ধ করে: combat a common form of click. এটা user interface redress attack, UI redress attack ও UI redressing নামেও পরিচিত। □ (noun) clickjack.
  • English Word client Bengali definition [ক্লাইআন্‌ট্‌] (noun) (১) উকিল প্রভৃতির মক্কেল(২) খরিদ্দারclientele [ক্লীআনটেল্‌ America(n) ক্লাইআন্‌টেল্] (noun) খরিদ্দারবৃন্দ; রেস্তোরাঁ, থিয়েটার ইত্যাদির পৃষ্ঠপোষকবৃন্দ।
  • English Word cliff Bengali definition [ক্লিফ্] (noun) উঁচু খাড়া পাহাড়; বিশেষত সমুদ্র কিনারেcliff hanger (noun) কাহিনি বিতর্ক ইত্যাদির অংশবিশেষ যা এর পরিণতি সম্পর্কে পাঠক দর্শককে উৎকণ্ঠায় রাখে।
  • English Word climacteric Bengali definition [ক্লাইম্যাক্‌টারিক্] (noun) (১) মানুষের সংকটকাল; আপৎকাল; (মধ্যযুগে)' ৪৫-৬০ মধ্যবর্তী বয়সে ঐরূপ সংকট(২) জীবনের সংকটকাল (৭ বছর অন্তর ঘটে বলে ধারণা) climacterical (adjective) সংকটকালীন; সংকটপূর্ণthe grand climacteric কোনো ব্যক্তির তেষট্টিতম বছর যা চরম সংকটপূর্ণ বলে মনে করা হতো।
  • English Word climactic Bengali definition [ক্লাইম্যাক্‌টিক্] (adjective) চরম পরিণতি সৃষ্টিকারী; চরম সীমায় পৌঁছে দেয় এমন
  • English Word climate Bengali definition [ক্লাইমিট্] (noun) (১) জলবায়ু(২) জলবায়ু-অঞ্চল(৩) বিদ্যমান অবস্থা: the political climate. climatic [ক্লাইম্যাটিক্](adjective) জলবায়ুসংক্রান্ত। climatology [ক্লাইমাটলাজি](noun) [uncountable noun] জলবায়ুবিদ্যা।
  • English Word climate canary Bengali definition [ক্লাইমিট্ কানেআরি] (noun) [countable noun] জলবায়ু বলিদান; খনিতে বিষাক্ত গ্যাস আছে কি না, তা পরীক্ষা করতে খনি শ্রমিকরা সঙ্গে করে একটি পিঁজরাবদ্ধ হলুদ ক্যানারি পাখি নিয়ে যায়। বিষাক্ত গ্যাস থাকলে পাখিটি আগে মারা যায়, যা দেখে শ্রমিকরা সতর্ক হতে পারে, তেমনি জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক জগতে অপ্রত্যাশিত পরিবর্তনের প্রপঞ্চই ক্লাইমেট ক্যানারি; climate was chosen as the most useful word by scientists.
  • English Word climax Bengali definition [ক্লাইম্যাক্‌স্‌] (noun) (১) কাহিনি নাটক প্রভৃতির গুরুত্বক্রমের শেষ ধাপ; চরম পরিণতি(২) যৌন উত্তেজনার চরম অবস্থা; রাগমোচন।  (verb transitive), (verb intransitive) (১) চরম পরিণতির দিকে আনা বা আসা(২) যৌন উত্তেজনার শীর্ষে আনা বা আসা
  • English Word climb Bengali definition [ক্লাইম্] (verb transitive), (verb intransitive) আরোহণ করা; অবতরণ করা; কোনো কিছু বেয়ে ওঠা বা নামা; (উড়োজাহাজ ইত্যাদি সম্বন্ধে) ঊর্ধ্বে ওঠা; (উদ্ভিদ সম্বন্ধে) লতিয়ে ওঠা। climbdown (লাক্ষণিক) ভুল বা অযৌক্তিক আচরণ বা গর্ব সম্পর্কে স্বীকার করা। climb-down (noun) ভুল বা অযৌক্তিক আচরণ ইত্যাদির স্বীকৃতি। climber (noun) আরোহণকারী বা অবতরণকারী; সামাজিকভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকারী ব্যক্তি।
  • English Word clime Bengali definition [ক্লাইম্] (noun) (কাব্যিক) দেশ; ভূখণ্ড
  • English Word clinch Bengali definition [ক্লিন্‌চ্] (verb transitive), (verb intransitive) (১) পেরেক ইত্যাদির মাথা বাঁকিয়ে এবং পিটিয়ে ভিতরে ঢোকানো(২) ভালোভাবে উপলব্ধি করানো (যুক্তি ইত্যাদি) কোনো বিতর্কের চূড়ান্ত মীমাংসা করা(৩) (মুষ্টিযুদ্ধে) প্রতিপক্ষের দেহ হাত দিয়ে জাপটে ধরা।  (noun) (মুষ্টিযুদ্ধে) প্রতিপক্ষকে হাত দিয়ে জাপটে ধরার অবস্থা; (কথ্য) আলিঙ্গন। clincher (noun) (কথ্য) অকাট্য যুক্তি।
  • English Word cline Bengali definition [ক্লাইন্] (noun) (জীববিদ্যা) শ্রেণিগত পার্থক্যের ধারাবাহিকতা
  • English Word cling Bengali definition [ক্লিং] (verb intransitive) (past tense, past participle clung [ক্লাং]) এঁটে থাকা; দৃঢ়ভাবে লেগে থাকা; দৃঢ়ভাবে আসক্ত বা অনুরক্ত থাকাclinging clothes (noun) যে পোশাক শরীরের সঙ্গে সেঁটে থেকে দেহরেখাকে স্পষ্ট করে তোলে।
  • English Word clinic Bengali definition [ক্লিনিক্‌] (noun) (১) বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত চিকিৎসাকেন্দ্র: a birth-control clinic; আরোগ্যশালা (সাধারণত ব্যক্তিগতভাবে পরিচালিত)। (২) হাসপাতালের অংশবিশেষ বা কোনো চিকিৎসা-প্রতিষ্ঠান যেখানে রোগীদের শয্যাপাশে পর্যবেক্ষণের মাধ্যমে ছাত্রদের ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়; ঐ জাতীয় শিক্ষা; ঐ জাতীয় শিক্ষাপ্রাপ্ত ছাত্রবর্গ
  • English Word clinical Bengali definition [ক্লিনিক্‌ল্‌] (adjective) (১) (চিকিৎসা শিক্ষাদান প্রসঙ্গে) হাসপাতালের শয্যাপাশেclinical thermometre শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র। (২) বস্তুনিষ্ঠ; ব্যক্তিনিরপেক্ষ: clinical judgement.
  • English Word clink 1 Bengali definition [ক্লিংক্] (verb transitive), (verb intransitive), (noun) ঠুন শব্দ (করা); পরস্পরের পানপাত্রে মৃদু টোকা দিয়ে পান শুরু করা: The party started with the clinking of glasses.
  • English Word clink 2 Bengali definition [ক্লিংক্] (noun) (অপশব্দ) জেলখানা; হাজত
  • English Word clinker Bengali definition [ক্লিংকা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] অমসৃণ অতি কঠিন ধাতুমল জাতীয় বস্তুপিণ্ড; ঝামা
  • English Word clinker-built Bengali definition [ক্লিংকাবিল্‌ট্‌] (adjective) (নৌকা সম্বন্ধে) বাইরের পৃষ্ঠদেশের তক্তা বা ধাতবপাতের একটি অংশবিশেষ অপর একটির নিচে বিস্তৃত হয়ে থাকে এমনভাবে প্রস্তুত
  • English Word clip 1 Bengali definition [ক্লিপ্‌] (noun) [countable noun] (কাগজ; চুল ইত্যাদি) একত্রে এঁটে ধরে রাখার কল; ক্লিপ