C পৃষ্ঠা ২৪
- English Word cigar Bengali definition [সিগা:(র্)](noun) চুরুট। cigar-shaped (adjective) চুরুট আকৃতির।
- English Word cigarette Bengali definition [সিগারেট্ America(n) সিগারেট্] (noun) সিগারেট। cigarette case (noun) সিগারেট রাখার বাক্স। cigarette holder (noun) সিগারেট ধরার পাইপ। cigarette paper (noun) সিগারেট তৈরির কাগজ।
- English Word cigarette pants Bengali definition [সিগারেট প্যান্ট্স্] (noun) (কথ্য) মেয়েদের ব্যবহৃত সরু পাওয়ালা সরল পায়জামা: Sophisticated pants with ankle zips will gain acceptance and as will sexy skinny trousers as close as leggings.
- English Word cinchona Bengali definition [সিঙ্কোউনা] (noun) যে গাছের ছাল থেকে কুইনিন প্রস্তুত হয়।
- English Word cinder Bengali definition [সিন্ডা(র্)] (noun) আংশিক পোড়া কয়লা; কাঠ; ইত্যাদির টুকরা; অঙ্গার। be burnt to a cinder (কেক, পিঠা ইত্যাদি) পুড়ে শক্ত ও কালো হওয়া। cinder-track (noun) মিহি অঙ্গারের আন্তরণ দিয়ে তৈরি করা দৌড়ানোর পথ।
- English Word cinderella Bengali definition [সিন্ডারেলা] (noun) যে মেয়ে বা নারীর রূপ ও গুণ স্বীকৃতি পায়নি; (লাক্ষণিক) দীর্ঘ উপেক্ষিত বস্তু।
- English Word cine Bengali definition [সিনি] (prefix) (যৌগশব্দে) cinema-র পরিবর্ততে ব্যবহৃত শব্দরূপ। cine camera (noun) চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যবহৃত ক্যামেরা। cinefilm (noun) এরূপ ক্যামেরায় ব্যবহৃত ফিল্ম। cineprojector (noun) যে যন্ত্রের সাহায্যে চলচ্চিত্র দেখানো হয়।
- English Word cinema Bengali definition [সিনামা] (noun) (১) (America(n)- এ নয়) প্রেক্ষাগৃহ; ছবিঘর। (২) (the) cinema চলচ্চিত্রশিল্প। cinematic [সিনাম্যাটিক্] (adjective) চলচ্চিত্রশিল্পবিষয়ক। cinematography [সিনামাটগ্রাফি] (noun) [uncountable noun] চলচ্চিত্রশিল্প; চলচ্চিত্রবিজ্ঞান।
- English Word cinnamon Bengali definition [সিনামান্] (noun) [uncountable noun] দারুচিনি; দারুচিনি রং।
- English Word cinquefoil Bengali definition [সিঙ্ক্ফয়ল্] (noun) এক জাতের গাছ, যার পাতা পাঁচভাগে বিভক্ত এবং ফুল ছোট ও হলুদ বর্ণের; পঞ্চদলবৃক্ষ; পঞ্চদলপুষ্প।
- English Word cipher, cypher Bengali definition [সাইফা(র্)] (noun) (১) শূন্য প্রতীক, ০। (২) ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো আরবি সংখ্যা। (৩) (লাক্ষণিক) গুরুত্বহীন ব্যক্তি বা বস্তু। (৪) গুপ্তলিখন; গুপ্তলিখন প্রণালি; গুপ্তলিখন-উন্মোচনী: a message in cipher; a cipher key. □ (verb transitive), (verb intransitive) (১) গুপ্ত প্রণালিতে লেখা। (২) (কথ্য) অঙ্ক করা; যোগ, ভাগ ইত্যাদি করা; অঙ্ক করে সমাধান করা।
- English Word circa Bengali definition [সাকা] (preposition(al) (লাক্ষণিক সংক্ষেপ c,ca বা circ) (সন-তারিখসহ) প্রায়; আনুমানিক: born circa 2 50 AD.
- English Word circle Bengali definition [সাক্ল্] (noun) (১) (জ্যামিতি) বৃত্ত; পরিধি; পরিধি রেখা। (২) বৃত্তাকার বস্তু: We stood in a circle. a vicious circle, দ্রষ্টব্য vicious. (৩) রঙ্গমঞ্চ বা মিলনায়তনে এক সারির উপরে আর এক সারিতে বৃত্তাকারে সাজানো আসনরাজি। (৪) একসূত্রে বাঁধা ব্যক্তিবৃন্দ: business circles. (৫) পূর্ণচক্র: the circle of the seasons. ঋতুচক্র। come full circle সূচনাবিন্দুতে এসে শেষ হওয়া। (verb transitive), (verb intransitive) বৃত্তাকারে ঘোরা; ঘুরে ঘুরে চলা: The bird circled (over) the tree.
- English Word circlet Bengali definition [সাক্লিট্] (noun) অলংকার হিসেবে মাথায়, গলায় বা বাহুতে পরার ( সোনার বা ফুলের তৈরি) বলয়।
- English Word circuit Bengali definition [সাকিট্] (noun) (১) প্রদক্ষিণ; সূচনা বিন্দুতে সমাপ্ত হওয়া; প্রদক্ষিণ পথ। make a circuit of প্রদক্ষিণ করা। (২) ইংল্যান্ড ও ওয়েলশে দেওয়ানি ও ফৌজদারি মামলার শুনানির জন্য বিচারক ও আইনজীবীদের মফস্বল শহরে নিয়মিত সফর- ১৯৭২ সালে এই প্রথার স্থলে Crown Courts প্রবর্তিত হয়। go on circuit এই সফরে যাওয়া। (৩) একই ব্যবস্থাপনার অধীন পরস্পর সংযুক্ত প্রেক্ষাগৃহ; রঙ্গমঞ্চ ইত্যাদি। (৪) বিদ্যুৎপ্রবাহের গতিপথ; বিদ্যুৎবাহী যন্ত্রপাতি। closed circuit (TV), দ্রষ্টব্য close 4 (২)। short circuit, দ্রষ্টব্য short 1 (১)। (৫) যাজক বিনিময়কারী মেথডিস্ট চার্চসমূহের আঞ্চলিক সংঘ।
- English Word circuitous Bengali definition [সাকিউইটাস্] (adjective) (আনুষ্ঠানিক) পরোক্ষ; ঘোরানো; বৃত্তাকার: a circuitous route.
- English Word circular Bengali definition [সাকিউলা(র্)] (adjective) গোল; বৃত্তাকার; বৃত্তাকারে পরিভ্রাম্যমাণ: a circular tour/trip, এক জায়গায় একবার মাত্র থেমে সূচনাবিন্দুতে সমাপ্ত হওয়া যাত্রা। circular letter (noun) বহুজনের কাছে প্রেরিত পত্র। circular saw (noun) যন্ত্রচালিত বৃত্তাকার করাত। (noun) বিজ্ঞপ্তি; ইশতাহার; পরিপত্র। circularize [সাকিউলারাইজ্] (verb transitive) বিজ্ঞপ্তি; ইশতেহার ইত্যাদি প্রেরণ করা।
- English Word circulate Bengali definition [সাকিউলেইট্] (verb intransitive), (verb transitive) (১) বৃত্তাকারে ক্রমাগত ঘোরা; এক স্থান থেকে অন্য স্থানে মুক্তভাবে চলাচল করা: The rumour circulated freely. circulating library যে গ্রন্থাগার থেকে চাঁদার বিনিময়ে পাঠককে ঘরে পড়ার জন্য বই ধার দেওয়া হয়; বিলি করা। (২) ছড়িয়ে দেওয়া: partisans circulating false news.
- English Word circulation Bengali definition [সাকিউলেইশ্ন্] (noun) (১) [uncountable noun, countable noun] প্রদক্ষিণ; পরিভ্রমণ; বিশেষত রক্তসঞ্চালন প্রক্রিয়া। (২) [uncountable noun] প্রচারিত থাকার অবস্থা: a book withdrawn from circulation. (৩) দৈনিক বা সামরিক পত্রিকার প্রচারসংখ্যা; কাটতি।
- English Word circumcise Bengali definition [সাকাম্সাইজ্] (verb transitive) লিঙ্গাগ্রের ত্বকচ্ছেদ করা বা স্ত্রী অঙ্গের ভগাঙ্কুর কেটে বাদ দেওয়া; খতনা করা। circumcision [সাকাম্সিজ্ন্] (noun) বিশেষত ইহুদি ও মুসলমানদের মধ্যে প্রচলিত খতনা দেওয়ার ধর্মীয় প্রথা।
- English Word circumference Bengali definition [সাকাম্ফারান্স্] (noun) (জ্যামিতি) বৃত্তের বা বৃত্তাকার বস্তুর পরিধি; পরিধিরেখা; পরিধির মাপ: The circumference of the earth.
- English Word circumflex Bengali definition [সাকাম্ফ্লেক্স্] (noun) (অপিচ circumflex accent) স্বরধ্বনির উচ্চারণনির্দেশক চিহ্নবিশেষ; যথা ফরাসি rôle.
- English Word circumlocution Bengali definition [সাকাম্লাইকিউশ্ন্] (noun) [countable noun, uncountable noun] ঘুরিয়ে কথা বলা; প্রয়োজনের অতিরিক্ত শব্দের প্রয়োগ।
- English Word circumnavigate Bengali definition [সাকাম্ন্যাভিগেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) বিশেষত জলযানে পৃথিবী প্রদক্ষিণ করা। circumnavigation [সাকাম্নেভিগেইশ্ন্] (noun)
- English Word circumscribe Bengali definition [সোকাম্স্ক্রাইব্] (verb transitive) (আনুষ্ঠানিক) চতুর্দিক ঘিরে রেখা টানা; সীমা চিহ্নিত করা; সীমা টেনে দেওয়া; সীমিত করা: circumscribe one’s movements.circumscription [সাকাম্স্ক্রিপ্শ্ন্] (noun) (১) [uncountable noun] পরিবেষ্টন বা পরিবেষ্টিত হওয়ার অবস্থা। (২) [countable noun] মুদ্রার চারদিকে উৎকীর্ণ শব্দাবলি।
- English Word circumspect Bengali definition [সাকাম্স্পেক্ট্] (adjective) কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক। circumspectly (adverb) circumspection [সাকাম্স্পেক্শ্ন্] (noun) [uncountable noun] বিচক্ষণতা; সতর্কতা।
- English Word circumstance Bengali definition [সাকাম্স্টান্স্] (noun) (১) (সাধারণত plural) পারিপার্শ্বিক অবস্থা; পরিস্থিতি। Circumstances alter cases (প্রবাদ) এক পরিস্থিতিতে যা ভালো, অন্য পরিস্থিতিতে তা খারাপ হতে পার। in/under the circumstances এমন অবস্থায়; এই পরিস্থিতিতে। in/under no circumstances কোনো অবস্থাতেই না; যাই ঘটুক না কেন। (২) ঘটনা; তথ্য; অংশ; অবস্থা: You didn’t mention one important circumstance. (৩) (plural) আর্থিক অবস্থা: in easy circumstances সচ্ছল অবস্থায়। (৪) (singular) (একমাত্র ব্যবহার) pomp and circumstance শানশওকত; জমকালো।
- English Word circumstantial Bengali definition [সাকাম্স্ট্যান্শ্ল্] (adjective) (১) (বর্ণনা সম্বন্ধে) পূর্ণ তথ্যজ্ঞাপক; অবস্থাগত; আনুষঙ্গিক। (২) (প্রমাণ সম্বন্ধে) অবস্থা-বিচারে জোরালোভাবে কোনো কিছু ইঙ্গিত করে কিন্তু প্রত্যক্ষ প্রমাণ বহন করে না এমন: circumstantial evidence. circumstantially [সাকাম্স্ট্যান্শালি] (adverb)
- English Word circumvent Bengali definition [সাকাম্ভেন্ট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (পরিকল্পনা) বাস্তবায়নের পথে বাধা দেওয়া; কোনো উপায়ে (আইন সম্বন্ধীয় বিধি, সমস্যা ইত্যাদির) পাশ কাটিয়ে যাওয়া। circumvention [সাকাম্ভেন্শ্ন্] (noun)
- English Word circus Bengali definition [সাকাস্] (noun) (১) (প্রাচীন রোমে) চতুর্দিকে আসন পরিবেষ্টিত বৃত্তাকার ক্রীড়াভূমি। (২) (আধুনিককালে) মানুষ, জীবজন্তু ইত্যাদির ভ্রাম্যমাণ ক্রীড়া-প্রদর্শনী; সার্কাস; এরূপ প্রদর্শনীতে অংশগ্রহণকারী মানুষ ও জীবজন্তুর দল। (৩) (বিশেষত) নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুনামের ক্ষেত্রে) একাধিক রাজপথের সঙ্গমস্থল; (লন্ডনের) Piccadilly circus.