Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word clamour Bengali definition (America(n) clamor) [ক্ল্যামা(র্‌)] (noun) [countable noun, uncountable noun] উচ্চ কলরব (বিশেষত নালিশ, দাবি প্রভৃতি জানানোর জন্য)।  (verb intransitive),verb transitive উচ্চৈঃস্বরে চ্যাঁচামেচি করাclamorous [ক্ল্যামারাস্‌] (adjective) শোরগোলপূর্ণ; শোরগোলকারী।
  • English Word clamp Bengali definition [ক্ল্যাম্‌প্‌] (noun) (১) স্ক্রুর সাহায্যে কোনো জিনিস দৃঢ়ভাবে আটকে রাখার যন্ত্র(২) দৃঢ়ীকরণের জন্য ব্যবহৃত লোহার বন্ধনী। □ (verb intransitive),(verb transitive) (১) উক্ত যন্ত্র বা বন্ধনী দিয়ে আটকানো(২) clampdown (on)(কথ্য) দমন করা; (সংবাদপত্রাদির) কণ্ঠরোধ করাclamp-down (noun)
  • English Word clan Bengali definition [ক্ল্যান্] (noun) গোত্র; বংশ; প্রধানত স্কটল্যান্ডের পার্বত্যাঞ্চলের একবংশীয় জাতি
  • English Word clandestine Bengali definition [ক্ল্যান্‌ডেস্‌টিন্‌] (adjective) গোপন; গুপ্ত
  • English Word clang Bengali definition [ক্ল্যাং] (noun) ঢং ঢং শব্দ।  (verb intransitive),(verb transitive) ঢং ঢং শব্দে বাজা বা বাজানো। clanger (noun) (অপশব্দ) drop a clanger অসমীচীন বা বিব্রতকর কিছু বলা।
  • English Word clangour Bengali definition (America(n) clangor) [ক্ল্যাংআ(র্‌)] (noun) অবিরাম ঢং ঢং শব্দclangorous [ক্ল্যাংআরাস্‌] (adjective)
  • English Word clank Bengali definition [ক্ল্যাংক্‌] (verb transitive), (verb intransitive), (noun) মৃদু ঝনঝন বা টুংটাং শব্দ (করা বা হওয়া)।
  • English Word clannish Bengali definition [ক্ল্যানিশ্‌] (adjective) গোত্রপ্রীতিসম্পন্ন; বংশসচেতন; গোত্র সম্পর্কীয়
  • English Word clansman Bengali definition [ক্ল্যান্‌জ্‌মান্‌] (noun) (plural clansmen) জ্ঞাতি
  • English Word clap 1 Bengali definition [ক্ল্যাপ্‌] (verb transitive), (verb intransitive) (clapped, clapping, claps) (১) করতালি দেওয়া; করতালি দিয়ে প্রশংসা করা(২) মৃদু চাপড় মারা: clap somebody on the back. (৩) দ্রুত ঢুকিয়ে ফেলা: clap somebody in prison; দ্রুত বসানো: clap one’s hat on. □ (noun) (১) (বজ্রাদির) প্রচণ্ড বিস্ফোরক শব্দ(২) করতালির শব্দ
  • English Word clap 2 Bengali definition [ক্ল্যাপ্‌] (noun) [uncountable noun] (the) clap (অপশব্দ) যৌনব্যাধি; বিশেষত প্রমেহ
  • English Word clapboard Bengali definition [ক্ল্যাপ্‌বোড America(n) ক্ল্যাবো] (noun)= weather-board.
  • English Word clapper Bengali definition [ক্ল্যাপা(র্‌)](noun) ঘণ্টার সঙ্গে যুক্ত আঘাতকারী দোলক; (পাখি ইত্যাদি তাড়াতে ব্যবহৃত) শব্দকর যন্ত্রবিশেষ। clapperboard (noun) (চলচ্চিত্র) বিভক্ত; কবজা-লাগানো এবং চিহ্নিত বোর্ড বা কাষ্ঠফলক যা চিত্রগ্রহণের শুরু নির্দেশ করার জন্য দ্রুত বন্ধ করা হয়।
  • English Word claptrap Bengali definition [ক্ল্যাপ্‌ট্র্যাপ্‌] (noun) [uncountable noun] নিছক মনোযোগ আকর্ষণ বা বাহবা কুড়ানোর উদ্দেশ্যে কৃত ভাবভঙ্গি বা মন্তব্য; অর্থহীন কথা: A speech full of claptrap.
  • English Word claret Bengali definition [ক্ল্যারাট্‌] (noun) [uncountable noun] (ফরাসি শহর ‘বর্দুতে’ তৈরি) গাঢ় লাল বর্ণের মদ।  (adjective) ঐ মদের বর্ণ; গাঢ় রক্তবর্ণ।
  • English Word clari(o)net Bengali definition [ক্ল্যারিনেট্] (noun) এক ধরনের বাঁশি; ক্ল্যারিনেটclari(o)netist; clari(o)nettist (noun) ক্ল্যারিনেট-বাদক।
  • English Word clarify Bengali definition [ক্ল্যারিফাই] (verb transitive), (verb intransitive) পরিষ্কার করা বা হওয়া; শোধন করাclarification [ক্ল্যারিফিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] পরিষ্কৃতকরণ; শুদ্ধিকরণ বা শুদ্ধিভবন; ব্যাখ্যা।
  • English Word clarion Bengali definition [ক্ল্যারিআন্‌] (noun) জাগানো বা উদ্দীপিত করার জন্য উচ্চ বা তীক্ষ্ণস্বরের ডাক; (attributive(ly)) জোরালো বা পরিষ্কার: clarion call; a clarion voice.
  • English Word clarity Bengali definition [ক্ল্যারিটি] (noun) [uncountable noun] পরিষ্কারভাব; স্পষ্টতা
  • English Word clash Bengali definition [ক্ল্যাশ্‌] (verb transitive), (verb intransitive) (১) ঝনঝন শব্দ করা বা হওয়া: Their swords clashed. (২) সংঘর্ষে আসা; সংঘৃষ্ট হওয়া(৩) দুটি ঘটনা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে সংঘর্ষ হওয়া: The two concerts clashed. (৪) clashwith বিরোধী হওয়া; অমিল হওয়া। □ (noun) (১) ঝনঝন শব্দ(২) সংঘর্ষ; বিরোধ; অমিল
  • English Word clasp Bengali definition [ক্লা:স্‌প্‌ America(n) ক্ল্যাস্‌প্‌] (noun) [countable noun] (১) কবজা; খিল; হুড়কাclasp-knife কবজার সহায়তায় বাঁটের মধ্যে ফলা মুড়ে রাখা যায় এমন চাকু। (২) পদক; ফিতার উপর আটকানো রুপা ইত্যাদির পাত (যাতে পুরস্কৃত ব্যক্তি যে যুদ্ধ অভিযান ইত্যাদিতে অংশ নিয়েছিলেন তার নাম খোদাই করা থাকে)। (৩) দৃঢ়মুষ্টি; আলিঙ্গন; করমর্দন। □ (verb transitive), (verb intransitive) (১) দৃঢ়ভাবে ধরা; জড়িয়ে ধরা(২) কবজাদির সাহায্যে আটকানো
  • English Word class Bengali definition [ক্লা:স্‌ America(n) ক্ল্যাস্‌] (noun) (১) শ্রেণি; পদমর্যাদার মান(২) [uncountable noun] সামাজিক মর্যাদার শ্রেণিভেদ; জাতপ্রথাclass conscious (adjective) শ্রেণিসচেতন। classfeeling (noun) শ্রেণিচেতনা। class struggle, classwarfare (noun) শ্রেণিসংগ্রাম। (৩) একই সামাজিক মর্যাদার অধিকারী সব ব্যক্তি: middle and lower classes of the society. (৪) বিদ্যালয়ের পাঠশ্রেণিclass-fellow/class-mate সহপাঠী। classroom শ্রেণিকক্ষ। (৫) (America(n)) যে ছাত্রদল একই বছরে স্কুলে প্রবেশ করে এবং একসঙ্গে স্কুল ত্যাগ করে: the class of 1973, যারা ঐ বছর স্কুলের পড়া শেষ করে(৬) কোনো এক বছরে সেনাবাহিনীর চাকরিতে (বাধ্যতামূলকভাবে) নিযুক্ত ব্যক্তিবর্গ: the 1970 class. (৭) (America(n)- এ নয়) মূল্যায়নের মান; first class MA. class-list (noun) সসম্মান স্নাতক-উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা। (৮) (কথ্য) (প্রায়ই attributive(ly)) হিসেবে) উচ্চমান: He is a class pianist. □ (verb transitive) শ্রেণিভুক্ত করা। classless (adjective) শ্রেণিবৈষম্যহীন: a classless society.
  • English Word classic Bengali definition [ক্ল্যাসিক্‌] (adjective) (১) সর্বোচ্চ মানসম্পন্ন; স্বীকৃত ও অবিসংবাদী মান বা মর্যাদাসম্পন্ন(২) প্রাচীন গ্রিক ও লাতিন সাহিত্য; শিল্প ও সংস্কৃতির অনুরূপ মানসম্পন্ন(৩) প্রাচীন গ্রিক ও লাতিন শিল্পের অনুরূপ গুণসম্পন্ন অর্থাৎ সরল সুসমঞ্জস ও সংযত(৪) সুদীর্ঘ ইতিহাসের কারণে খ্যাত: a classic event. (৫) (পোশাক-পরিচ্ছদ ইত্যাদির স্টাইল সম্বন্ধে) ঐতিহ্যগত; অনাধুনিক। □ (noun) (১) অত্যুচ্চমানের লেখক, শিল্পী বা রচনা(২) প্রাচীন গ্রিক লাতিন ভাষায় রচিত সাহিত্যClassics বিশ্ববিদ্যালয়ে এইসব বিষয়ের পাঠ: He read Classics at Oxford. (৩) সুদীর্ঘ ইতিহাসের কারণে খ্যাত কোনো ঘটনা
  • English Word classical Bengali definition [ক্ল্যাসিক্‌ল্‌] (adjective) (১) প্রাচীন গ্রিক ও রোমান শিল্প ও সাহিত্যসম্পর্কিত: classical studies. (২) কালজয়ী হওয়ায় উচ্চমানের প্রমাণিত; চিরায়ত: classical music. (৩) সরল ও সংযত
  • English Word classicist Bengali definition [ক্ল্যাসিসিস্‌ট্] (noun) প্রাচীনকালের শ্রেষ্ঠ রচনাদি আদর্শ হিসেবে গ্রহণকারী; ক্ল্যাসিক সাহিত্যে পণ্ডিত ব্যক্তি
  • English Word classification Bengali definition [ক্ল্যাসিফিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] শ্রেণিভুক্তকরণ
  • English Word classify Bengali definition [ক্ল্যাসিফাই] (verb intransitive) শ্রেণিতে বিন্যস্ত করা; শ্রেণিভুক্ত করাclassified (adjective) শ্রেণিবিন্যস্ত। classifiable [ক্ল্যাসিফাইআব্‌ল্‌] (adjective) শ্রেণিবিন্যাসোপযোগী।
  • English Word classy Bengali definition [ক্লা:সি America(n) ক্ল্যাসি] (adjective) (classier, classiest) (কথ্য) আড়ম্বরপূর্ণ; উচ্চতর পদমর্যাদাসম্পন্ন; উচ্চশ্রেণি
  • English Word clatter Bengali definition [ক্ল্যাটা(র্‌)] (noun) (কেবল singular) (১) দীর্ঘ অবিরাম ঠনঠন শব্দ(২) শোরগোলপূর্ণ কথাবার্তা।  (verb intransitive), (verb transitive) ঠনঠন শব্দ করা; কোনো কিছুকে ঠনঠন শব্দে বাজানো: The cutleries clatter twice a day in the dining hall.
  • English Word clause Bengali definition [ক্লোজ্‌] (noun) (১) (ব্যাকরণ) কোনো জটিল বাক্যের অংশবিশেষ; যার নিজস্ব উদ্দেশ্য ও বিধেয় বা কর্তা ও ক্রিয়া আছে এবং যা বিশেষভাবে বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়াবিশেষণের ভূমিকা পালন করে(২) (আইন সম্বন্ধীয়) চুক্তি, দলিল, আইন প্রভৃতির ধারা বা একটি সম্পূর্ণ অনুচ্ছেদ